04/10/2025
ভার্চু স্কুল অ্যান্ড কলেজে নবগঠিত
এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
চকরিয়া উপজেলার সমবায়ী ইউনিয়ন বদরখালীর বহুমুখী পাঠ ও অনুশীলন সুবিধাসম্পন্ন উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ভার্চু স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটি ২০২৫ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।আজ ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার দুপুরে স্কুল মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সময় নবগঠিত এডহক কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ক্যাটাগরিতে মনোনীত সদস্য আবদুচ ছত্তার ও শিক্ষক প্রতিনিধি স্মৃতি আপনান লাকিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান শিক্ষকমণ্ডলী।
অভিষেক অনুষ্ঠানে এডহক কমিটির নবমনোনীত সভাপতি মোছাদ্দেকুল ইসলাম নিজের শিক্ষাজীবনের প্রসঙ্গ টেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্মৃতিচারণ করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে এই পিছিয়ে পড়া এলাকার মানুষের সেবা করতে হবে। এ সময় তিনি ভার্চু স্কুল অ্যান্ড কলেজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বদরখালীবাসীর সেবায় প্রতিমাসে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন।
অভিভাবক প্রতিনিধি আবদুচ ছত্তার তাঁর বক্তব্যে বলেন, কয়েক বছর আগেও যে স্থান অন্ধকার জগতের অপরাধীদের আখড়া ছিলো সে পরিত্যক্ত স্থাপনাকে রত্নগর্ভা মায়ের সন্তান মহি উদ্দিন কাদের অদুল যে এত উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে পারবেন, তা এই এলাকার মানুষ কখনও কল্পনাও করতে পারেনি। আজ সে প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে এমন একজন জ্ঞানীগুণী কর্মকর্তাকে সভাপতি পেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। এ সময় তিনি প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা গোলাম শরীফের রুহের মাগফেরাত কামনা করেন।
ভার্চু স্কুল অ্যান্ড কলেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তথা নবগঠিত এডহক কমিটির সদস্য-সচিব মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইশরফ আলীর সঞ্চালনায় অভিষেকে শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
ভার্চু স্কুল অ্যান্ড কলেজ প্রতিবেদন,
৪ঠা অক্টোবর'২৫; বদরখালী, চকরিয়া।