Nurunnabi Jamshed

Nurunnabi Jamshed চলিতে চলিতে পথে আবার হবে দেখা, এই দেখা শেষ দেখা নয়তো। Follow Me- Thanks to All Followers

04/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জিএস( সাধারণ সম্পাদক) পদপ্রার্থী রশিদ দিনারের ১ম অঙ্গিকার তথা ইশতিহার।

১ম অঙ্গিকারটাই সবচেয়ে চমৎকার।

04/10/2025

ঘোড়ার গাড়ী

ভার্চু স্কুল অ্যান্ড কলেজে নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত চকরিয়া উপজেলার সমবায়ী ইউনিয়ন বদরখালীর বহুমুখী পাঠ ও অনুশীল...
04/10/2025

ভার্চু স্কুল অ্যান্ড কলেজে নবগঠিত
এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

চকরিয়া উপজেলার সমবায়ী ইউনিয়ন বদরখালীর বহুমুখী পাঠ ও অনুশীলন সুবিধাসম্পন্ন উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ভার্চু স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটি ২০২৫ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।আজ ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার দুপুরে স্কুল মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সময় নবগঠিত এডহক কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ক্যাটাগরিতে মনোনীত সদস্য আবদুচ ছত্তার ও শিক্ষক প্রতিনিধি স্মৃতি আপনান লাকিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান শিক্ষকমণ্ডলী।

অভিষেক অনুষ্ঠানে এডহক কমিটির নবমনোনীত সভাপতি মোছাদ্দেকুল ইসলাম নিজের শিক্ষাজীবনের প্রসঙ্গ টেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্মৃতিচারণ করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে এই পিছিয়ে পড়া এলাকার মানুষের সেবা করতে হবে। এ সময় তিনি ভার্চু স্কুল অ্যান্ড কলেজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বদরখালীবাসীর সেবায় প্রতিমাসে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন।

অভিভাবক প্রতিনিধি আবদুচ ছত্তার তাঁর বক্তব্যে বলেন, কয়েক বছর আগেও যে স্থান অন্ধকার জগতের অপরাধীদের আখড়া ছিলো সে পরিত্যক্ত স্থাপনাকে রত্নগর্ভা মায়ের সন্তান মহি উদ্দিন কাদের অদুল যে এত উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে পারবেন, তা এই এলাকার মানুষ কখনও কল্পনাও করতে পারেনি। আজ সে প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে এমন একজন জ্ঞানীগুণী কর্মকর্তাকে সভাপতি পেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। এ সময় তিনি প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা গোলাম শরীফের রুহের মাগফেরাত কামনা করেন।

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তথা নবগঠিত এডহক কমিটির সদস্য-সচিব মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইশরফ আলীর সঞ্চালনায় অভিষেকে শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

ভার্চু স্কুল অ্যান্ড কলেজ প্রতিবেদন,
৪ঠা অক্টোবর'২৫; বদরখালী, চকরিয়া।

04/10/2025

🔴Live : বাদল ভাইয়ের পক্ষ থেকে বদরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

মাতামুহুরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল - ২০২৫ ইং

02/10/2025

Samsung Galaxy S25 Ultra
Unboxing........

02/10/2025

দৃষ্টিনন্দন বনসাই

আমার চোখে অসাধারণ লাগছে। আপনি কেমন দেখছেন?
02/10/2025

আমার চোখে অসাধারণ লাগছে। আপনি কেমন দেখছেন?

ভার্চু স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটি, চকরিয়ার মেরিন ফিশারিজ অফিসার সভাপতি।চকরিয়া উপজেলার বহুমুখী পাঠ ও অনুশীলন সুযোগ-সু...
02/10/2025

ভার্চু স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটি,
চকরিয়ার মেরিন ফিশারিজ অফিসার সভাপতি।

চকরিয়া উপজেলার বহুমুখী পাঠ ও অনুশীলন সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যতিক্রমধর্মী উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ভার্চু স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় 'এডহক কমিটির অনুমোদন' দিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। গত ৩০শে সেপ্টেম্বর এ অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন দেয়া হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মনোনয়নে এডহক কমিটির সভাপতি হলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের অধীন মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন সজ্জন কর্মকর্তা হিসেবে সমাদৃত এ.জেড.এম. মোসাদ্দেকুল ইসলাম।

এছাড়া বদরখালীর স্থানীয় টুটিয়াখালীপাড়াস্থ ষষ্ঠ শ্রেণির ছাত্র কুতুব উদ্দিনের পিতা আবদুচ ছত্তার (ভিডিপি)কে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান 'অভিভাবক প্রতিনিধি' ক্যাটাগরিতে সদস্য মনোনীত করেন।

এছাড়া কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মনোনয়নে প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক স্মৃতি আপনান লাকি (বি.এ, বি-এড, এম.এ) 'শিক্ষক প্রতিনিধি' হিসেবে এ চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সদস্যভুক্ত হয়েছেন।

যথানিয়মে পদাধিকার বলে এডহক কমিটির সদস্য সচিব হন বদরখালীর ইতোপূর্বেকার শিক্ষা ও উন্নয়নবঞ্চিত এলাকায় ভার্চু স্কুল অ্যান্ড কলেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুল। অচিরেই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।।

ভার্চু স্কুল অ্যান্ড কলেজ প্রতিবেদন,
২রা অক্টোবর ২০২৫, বদরখালী।

02/10/2025

নাম বলে কেরকেরি // এটা খেলে কি হয় জানুন //

🤲🤲🤲🤲🤲
01/10/2025

🤲🤲🤲🤲🤲

আলহামদুলিল্লাহ।মরহুম আলহাজ্ব নুরে হোছাইন আরিফ চেয়ারম্যানের কন্যা সন্তান হয়েছে।আজ আপনি আমাদের মাঝে বেছে নেই,আপনার কোলে আর...
01/10/2025

আলহামদুলিল্লাহ।
মরহুম আলহাজ্ব নুরে হোছাইন আরিফ চেয়ারম্যানের কন্যা সন্তান হয়েছে।

আজ আপনি আমাদের মাঝে বেছে নেই,
আপনার কোলে আরো একটি ফুটফুটে কন্যা সন্তানের আগমন।
আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক- আমিন🤲🤲

Address

Dhaka
4742

Telephone

+8801826304470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurunnabi Jamshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurunnabi Jamshed:

Share