
26/10/2022
চাকরি বাদ দিয়ে হাজারো তরুণ আজকে ফ্রিল্যান্সার ।👏
😌ফ্রিল্যান্সার হয়ে চাকরির থেকে ডাবল ইনকাম সম্ভব। যদি আপনি নিজের স্কিলটাকে ভালোভাবে বিল্ডআপ করতে পারেন। তাহলে ইনকাম চাকরি থেকে ডাবল করতে পারবেন। আর আমরা বাঙালিরা কাজ না শিখেই ইনকাম করতে চাই। সামান্য কিছু টাকা দিয়ে কাজ শিখতে চাইনা।😔
বেশিরভাগ মানুষ ই অনলাইন থেকে ইনকাম করতে চায়, কিন্তু কোনো কাজ ভালোভাবে শিখতে চায় না, কোনো একটি কোর্স ভালোভাবে শিখতে ৬ মাস থেকে ১ বছর সময় লাগে, তারপরে ইনকাম শুরু হয়। কিন্তু লোক জন এটা বুঝে না কেনো যে ২০/২২ বছর স্কুল কলেজে লেখাপড়া করে ১৫ হাজার বেতনের চাকরিও পায় না। সেখানে আপনি ৬ মাস ১ বছর কাজ শিখে উপার্জন করতে পারবেন। তারপরেও কাজ শিখতে আসলে বলে ভাই ৩ মাস বা ১ মাসে ইনকাম করা যাবে না..?
আসলে যাদের কাজ শেখার মন মানসিকতা থাকে তারা ঠিকই বছরের পর বছর অনলাইনে স্কিল ডেভলপ করতেছে। আর যারা ১ থেকে ৩ মাসের মধ্যে কাজ শিখে ইনকাম করতে চায় তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
তাই আসুন অন্যের অধীনে না থেকে নিজে স্কিল ডেভলপ করে অনলাইন থেকে ইনকাম করি আর বেকারত্ব দূর করি। 🥰
, , , , , , , ,