17/04/2025
ময়মনসিংহের গৌরীপুরে পাঁচ বোনকে ঘরে আবদ্ধ করে এক কু'লা'ঙ্গার নিজে উ'লঙ্গ হয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে। কাপড় টেনে খুলে ফেলেছে। অথচ এই ঘটনা নিয়ে কোনো আলোচনা নাই। কারণ কি জানেন? মেয়েগুলো বোরকা হিজাব পরিহিতা!
আমাদের টুপি দাঁড়িওয়ালাদেরকে দেখেন, আমরাও চুপ। এই পোস্টে আপনি লাইক বিবেন, কিন্তু পোস্ট করবেন না। কারণ আমরা ভাইরাল বিষয়ে আশক্ত। লজ্জা থাকলে অন্তত একটা শেয়ার করে আওয়াজ তুলুন।