Dhrubo M Sangma Thangbat

Dhrubo M Sangma Thangbat Don’t let the filters fool you. In real life I’m actually ugly. Follow me if you want to feel better about your own life.
(1)

"জনগণই শক্তি, এনসিপিই বিকল্প।আসন বাণিজ্য নয়—নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।"
17/08/2025

"জনগণই শক্তি, এনসিপিই বিকল্প।
আসন বাণিজ্য নয়—নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।"

ধোবাউড়া (ময়মনসিংহ), ১৪ আগস্ট ২০২৫:ধোবাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার ও পাকা করার লক্ষ্যে সারাদিনব্যাপী প...
17/08/2025

ধোবাউড়া (ময়মনসিংহ), ১৪ আগস্ট ২০২৫:
ধোবাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার ও পাকা করার লক্ষ্যে সারাদিনব্যাপী পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর নেতৃবৃন্দ।

জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মাননীয় ক্রীড়া ও যুব উপদেষ্টা, এবং রফিকুল ইসলাম আইনী, NCP কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও ময়মনসিংহ বিভাগ তত্ত্বাবধায়ক–এর নির্দেশনায় NCP সেন্ট্রাল থেকে ধ্রুব ভাই পরিদর্শনে এসে স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্ধারিত সড়কগুলো ঘুরে দেখেন। তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং দলের লক্ষ্য, উদ্দেশ্য ও জনগণের উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলার NCP নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধ্রুব ভাই জানান—“NCP সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়নমূলক কাজে ধোবাউড়ার মানুষ অগ্রাধিকার পাবে।”

শত ব্যস্ততার মাঝেও যাঁরা আজকের কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

❝ এডমিন পোষ্ট❞

🚩 গণঅভ্যুত্থানের পথে ধোবাউড়া NCP!আমরা, ধোবাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর নেতৃবৃন্দ,রওনা হয়েছি ময়মনসিংহ জেলার ঐ...
28/07/2025

🚩 গণঅভ্যুত্থানের পথে ধোবাউড়া NCP!

আমরা, ধোবাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর নেতৃবৃন্দ,
রওনা হয়েছি ময়মনসিংহ জেলার ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসূচিতে
সক্রিয় অংশগ্রহণ ও সফল বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে।

✊ আমরা যাচ্ছি জনতার কণ্ঠস্বর হয়ে,
✊ যাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন হয়ে,
✊ যাচ্ছি বাংলার নতুন ইতিহাস রচনার লক্ষ্যে।

এটাই ছাত্র-জনতার শক্তি।
এটাই জাতীয় নাগরিক পার্টির অঙ্গীকার।

📍 ময়মনসিংহের রাজপথে আমরা গর্জে উঠব —
“অধিকার চাই, জবাবদিহিতা চাই, নতুন বাংলাদেশ চাই।”

💬 ধোবাউড়া থেকে শুরু হওয়া এই পদচারণা
হোক দেশের সর্বস্তরের মানুষের অনুপ্রেরণা।


#ছাত্র_জনতার_".
#জাতীয়_নাগরিক_পার্টি
#এনসিপি_পদযাত্রা
#ইনকিলাব_জিন্দাবাদ
িন্দাবাদ

শেরপুরে এনসিপি'র আজকের পদযাত্রা-
27/07/2025

শেরপুরে এনসিপি'র আজকের পদযাত্রা-

📢 ঘোষণা:📍 আগামীকাল রোজ" ২৮ তারিখ"— ময়মনসিংহ জেলায় 🚩 জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর জুলাই পদযাত্রা কর্মসূচিউপস্থিত থাকবেন ক...
27/07/2025

📢 ঘোষণা:

📍 আগামীকাল রোজ" ২৮ তারিখ"— ময়মনসিংহ জেলায়
🚩 জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর জুলাই পদযাত্রা কর্মসূচি
উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতা।

✊ যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ!
✊ যেখানে দুঃশাসন, সেখানেই ছাত্র-জনতার পদচারণা!

🔊 তাই আহ্বান জানাচ্ছি —
ময়মনসিংহের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, থানা থেকে
দলে দলে যোগ দিন আগামীকালকের জুলাই পদযাত্রায়।

✅ দেশের অধিকার রক্ষায়
✅ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
✅ ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদে

সময় এসেছে রাস্তায় নামার,
সময় এসেছে আওয়াজ তোলার।
আপনার উপস্থিতিই হবে এনসিপি শক্তির প্রমাণ।

🕘 সময় ও স্থান জানতে যোগাযোগ করুন স্থানীয় NCP নেতৃবৃন্দের সঙ্গে।

ইনকিলাব জিন্দাবাদ
NCP জিন্দাবাদ!
ছাত্র-জনতা জিন্দাবাদ!
বাংলার মুক্তি আসবেই ইনশাআল্লাহ!

কৃতজ্ঞতা নেত্রকোনাবাসীর প্রতি-
27/07/2025

কৃতজ্ঞতা নেত্রকোনাবাসীর প্রতি-

নেত্রকোনা আসছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ-
26/07/2025

নেত্রকোনা আসছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ-

ইতিহাস হয়েছে আজকের পদযাত্রা।ইতিহাস ঘটিয়েছেন আপনারা, কিশোরগঞ্জবাসী। চোখ যতদূর যায়, কেবলই জনতা, কাতারের পর কাতার। আপনারা র...
26/07/2025

ইতিহাস হয়েছে আজকের পদযাত্রা।

ইতিহাস ঘটিয়েছেন আপনারা, কিশোরগঞ্জবাসী। চোখ যতদূর যায়, কেবলই জনতা, কাতারের পর কাতার।

আপনারা রাতের অবসরে উপস্থিত হয়েছেন, ভালোবেসেছেন, গলা মিলিয়েছেন; আপনারাই নাহিদ ইসলামের একমাত্র বৈধতা।

ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের জন্য NCP রাজনীতি উৎসর্গ!

~ এডমিন

25/07/2025

স্বৈরাচারের আস্তানাকে যে বিপ্লবীরা গুড়িয়ে দিয়েছিলো, গুলির সামনে যারা পেতে দিয়েছিলো বুক, তাদের আত্মত্যাগেই আজ আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে হাঁটছি। সকল জুলাই যোদ্ধাকে জানাই সালাম। তাঁদের স্মরণে আমাদের নিবেদন "৩৬ জুলাই"।

আলোকিত ভবিষ্যতের পথে এনসিপি: ২৭ জুলাই ময়মনসিংহ হবে ইতিহাসের সাক্ষী”জনগণের দাবি, অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সারাদেশজ...
18/07/2025

আলোকিত ভবিষ্যতের পথে এনসিপি: ২৭ জুলাই ময়মনসিংহ হবে ইতিহাসের সাক্ষী”

জনগণের দাবি, অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সারাদেশজুড়ে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদ (এনসিপি)–এর চলমান পদযাত্রা রীতিমতো একটি গণজাগরণে রূপ নিয়েছে। শহর থেকে গ্রাম, রাজপথ থেকে মহাসড়ক—সবখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মানুষের কণ্ঠে কণ্ঠ মিলেছে—পরিবর্তন চাই, সুশাসন চাই, মানবিক বাংলাদেশ চাই।

এনসিপির এই পদযাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি যেন এক সামাজিক আন্দোলন, যা মানুষের ভেতরকার দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। দুর্নীতি, বৈষম্য, জবাবদিহিহীনতা ও দুঃশাসনের বিরুদ্ধে এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ তাদের আত্মপ্রত্যয়ী কণ্ঠস্বর প্রকাশ করছে।

ময়মনসিংহে আগমন: ২৭ জুলাইয়ের অপেক্ষায় জনতা

এই ধারাবাহিক পদযাত্রার অংশ হিসেবে আগামী ২৭ জুলাই এনসিপি আসছে ময়মনসিংহে। এরই মধ্যে জেলার সর্বত্র শুরু হয়েছে প্রস্তুতি। বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ সমাজ, কৃষক ও শ্রমিকদের মাঝে দেখা যাচ্ছে উচ্ছ্বাস ও আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এনসিপির আগমন নিয়ে ব্যাপক আলোচনা, পোস্টার, ভিডিও এবং প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, ময়মনসিংহে এনসিপির পদযাত্রা উপলক্ষে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এবং জনতার মুখোমুখি হবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে উঠে আসবে জনগণের চাওয়া-পাওয়া, ভবিষ্যৎ পথনির্দেশনা এবং একটি মানবিক ও সমতা ভিত্তিক সমাজ গঠনের রূপরেখা।

কেন এই পদযাত্রা?

এনসিপি মনে করে, দেশে আজ গণতন্ত্র প্রশ্নবিদ্ধ, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন, এবং রাষ্ট্রব্যবস্থা থেকে নাগরিক দূরে সরে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে একটি সচেতন, সংগঠিত এবং মানবিক ভিত্তিতে গড়ে ওঠা জাতীয় ঐক্য অপরিহার্য। আর সেই লক্ষ্যেই এনসিপির এই ঐতিহাসিক পদযাত্রা।

জনতার সাড়া: পরিবর্তনের ইঙ্গিত

যেখানে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা নড়বড়ে, সেখানে এনসিপির এই ব্যতিক্রমী আন্দোলন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। অনেকেই বলছেন, এনসিপি কোনো রাজনৈতিক সুবিধা বা ব্যক্তি গৌরবের জন্য নয়, বরং জনগণের শক্তিকে ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে। এই ধরনের আন্দোলনই পারে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে।

শেষ কথা

২৭ জুলাই ময়মনসিংহে এনসিপির পদযাত্রা কেবল একটি দিনের কর্মসূচি নয়, বরং এটি হতে পারে একটি গণআন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা। অপেক্ষা শুধু জনস্রোতের ঢেউয়ে মানুষ কী বার্তা দেয়—মানবিক বাংলাদেশ গড়ার ডাক কি আরও এক ধাপ এগিয়ে যায়?

ময়মনসিংহ প্রস্তুত। এনসিপি আসছে। পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ছে।

• #এনসিপি_পদযাত্রা
• #ময়মনসিংহ_২৭জুলাই
• #মানবিক_বাংলাদেশ
• #গণজাগরণ
• #পরিবর্তনের_পথে


• #জবাবদিহিমূলক_রাষ্ট্র
• #মানুষেরপক্ষেএনসিপি


• ারআন্দোলন

Address

Mymensingha Dhobahala
Dhaka

Telephone

+8801942351857

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhrubo M Sangma Thangbat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhrubo M Sangma Thangbat:

Share