BongoMedic

BongoMedic Welcome to BongoMedic. This page is published for creating awareness about diseases and health.

18/08/2025

গ্যাস্ট্রিক ও বুক জ্বালা দ্রুত কমানোর ওষুধ: কখন কি খাবেন? | PPI vs Antacid Bangla Guide - BongoMedic

#গ্যাস্ট্রিক #গ্যাস্ট্রিকেরওষুধ #বুকজ্বালা #অম্বল

জ্বর হলে কখনোই কাথা বা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন না । এতে শরীরের তাপমাত্রা বাড়বে ।জ্বর আসলে নরমাল পানি দিয়ে গোসল ...
18/08/2025

জ্বর হলে কখনোই কাথা বা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন না । এতে শরীরের তাপমাত্রা বাড়বে ।
জ্বর আসলে নরমাল পানি দিয়ে গোসল বা শরীর মুছালে তাপমাত্রা দ্রুত কমে।

13/08/2025

স্ক্যাবিস বা চুলকানি সারবে মাত্র ২টি ওষুধে | 100% Effective Scabies Treatment
#চুলকানি #স্ক্যাবিস #চর্মরোগ #স্বাস্থ্য_টিপস

11/08/2025

নাপা ট্যাবলেটের সঠিক ব্যবহার জানুন | Napa, Extra, Rapid, Extend, One – কোনটা কখন খাবেন ?

11/08/2025

জুলাই এবং আগষ্ট মাসে জ্বর, ঠাণ্ডা কাশী হয়নি এমন মানুষ পাওয়া যাবে ?

আলহামদুলিল্লাহ 🤍স্ক্যাবিসের ভিডিওটি ইউটিউবে ১ লাখ এরও অধিক মানুষ দেখে উপকৃত হয়েছেন ।নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও ও তথ...
10/08/2025

আলহামদুলিল্লাহ 🤍
স্ক্যাবিসের ভিডিওটি ইউটিউবে ১ লাখ এরও অধিক মানুষ দেখে উপকৃত হয়েছেন ।

নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও ও তথ্য পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 🤍

08/08/2025

চুলকানি ভালো হচ্ছে না ? হলেও বার বার ফিরে আসছে ? এই ভিডিওতে জানুন ০৫ টি কারণ যা না মানলে চুলকানি বা স্ক্যাবিস কখনোই ভালো হবে না

16/05/2025

চুলকানি বা স্ক্যাবিস রোগ থেকে সতর্কতার একটি উদাহরন

15/05/2025

সাবধান ! স্যালাইন ভুল ভাবে খেলে হতে পারে মারাত্মক বিপদ ।
#স্যালাইন

12/05/2025

বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সংক্রামক চর্মরোগ Scabies, যেটা বাংলায় খোস পাঁচড়া নামে পরিচিতি, যার প্রধান লক্ষ্মণ সারা শরীরে তীব্র চুলকানি । অনেকেই এটাকে করোনার টিকার সাইড ইফেক্ট হিসেবে ভুল করে থাকেন ।

👉কিভাবে বুঝবেন আপনি স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছেন :

১. ত্বকে ছবির মত দেখতে চুলকানি হবে বিশেষ করে রাতে চুলকানি বাড়বে ।
২. দেখতে ঘামাচির মতো rash হবে এবং ভিতরে পানির মতো তরল থাকতে পারে ।
৩. আঙ্গুলের চিপা, বগল, যৌ**নাঙ্গ, পা এবং নাভির আশেপাশে এরকম জায়গায় বেশি হবে ।
৪. স্কুল অথবা মাদ্রাসা পড়ুয়া বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে ।

👉করণীয়:

১. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Permethrin ক্রিম ব্যবহার করতে হবে (১ম দিন এবং ৭ম দিন) , তীব্রতা বেশি ও চুলকানি কমাতে মুখের ওষুধ এন্টি হিস্টামিন ব্যবহার করতে হবে ।
২.অনেকেই এন্টি ফাঙ্গাল ও স্টেরয়েড ক্রিম ব্যবহার করেন যেটা করা যাবে না ।
৩. চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে ।
৪. পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা শুরু করতে হবে ।
৫. আক্রান্ত ব্যক্তির জামাকাপড় বা বিছানার চাদর , বালিশের কাভার ব্যবহার করা যাবে না ।
৬. চিকিৎসা শুরুর পর বাসার সকল সদস্যের কাপড় আলাদা ভাবে বিছানার চাদর, বালিশের কাভার গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধৌত করে নিতে হবে । প্রয়োজনে আয়রন করে ব্যবহার করতে হবে ।
৭. যেকোনো কাপড় চোপড় একবার ব্যবহার এর পর ধৌত না করে দ্বিতীয় বার ব্যবহার করা যাবে না ।

(সতর্কতা: চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ক্রিম বা ওষুধ ব্যবহার করা যাবে না , সেক্ষেত্রে এই রোগ জটিল আকার ধারণ করতে পারে)

সঠিক চিকিৎসা , নিয়ম কানুন ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চললে স্ক্যাবিস সম্পূর্ণ নিরাময় করা যায় । সচেতন থাকুন সুস্থ্য থাকুন ।

© BongoMedic

11/05/2025

তীব্র এই গরমে সুস্থ থাকতে চাইলে প্রচুর পানি পান করুন ।
অতিরিক্ত গরম ও পানি স্বল্পতায় হতে পারে প্রাণঘাতী হিট স্ট্রোক

Undoubtedly, Sunset is the best scenario on Earth. 👌
09/09/2024

Undoubtedly, Sunset is the best scenario on Earth. 👌

Address

Tangail
Dhaka
1970

Telephone

+8801637048535

Website

Alerts

Be the first to know and let us send you an email when BongoMedic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category