19/07/2025
💔🥀এমন স্বপ্ন কি কখনো দেখেছেন? আমার দ্বিতীয় সন্তান পেটে থাকা অবস্থায় আমি প্রায় প্রতিদিনই এই স্বপ্নটা দেখতাম। আজ আপনাদের সাথে সেই স্বপ্নের কাহিনী বর্ণনা করবো। 💔🥀
হঠাৎ করেই স্বপ্নে ছোটবেলার মতো কোথাও ঘুরতে চলে যায়। ঘুম ভেঙ্গে যখন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করি। জানেন খুব কষ্ট লাগে।
জানিনা আমার মত কার কার হয়েছে।
ছোটবেলার সবচাইতে বেশি বেড়াতে যেতাম ফুফুর বাড়িতে। আমার বড় ফুপায এসে মাঝে মাঝেই আমাকে নিয়ে যেত। কুপার সাইকেলের পিছনে বসে কত যে বেড়াতে গেছি।ইস আজ যদি ফুপা বেঁচে থাকতেন তাহলে আমাকে মাঝে মাঝে দেখতে আসতেন। 😭।
যাক আমার স্বপ্নের কথা বলি।
ঘটনাটা ২০২০ সালের। আমার ছোট ছেলে তখন আমার পেটে। আমার ডেলিভারির লাস্টের দিকে প্রায় প্রতিদিনই আমি এই স্বপ্নটা দেখতাম। আগেই বলেছি ছোটবেলার সাথে অনেক তাদের বাড়িতে বেড়াতে যেতাম। আর এটাই আমি স্বপ্ন দেখতাম। দিন রাতে ফুপা সাইকেল নিয়ে এসে, আমাকে তার সাইকেলের পিছনে বসিয়ে, তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। সেই চেনা পথ। স্বপ্নের মধ্যে আমার আত্মাটা যেন একদম হুবহু সেই পথ দিয়েই এগিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার খোকা প্রতিদিন আমাকে একটা পুকুরপার পর্যন্ত নিয়ে যেতেন।এটা আমার ফুফুর বাড়ির পাশের পুকুরপাড়। পুকুরে।সেটা বড় কথা নয়। বড় কথা হল ওই পুকুর পাড়ে কবরস্থান। আর সেই কবরস্থানে আমাকে দাফন করা হয়েছে। কি ভাবছেন সেখানে গিয়ে আমি আজকে থাকতাম। না।
এর পরের অংশে আমি স্বপ্নে দেখতাম ফুপা নৌকায় করে, আমাকে আমার বাবার বাড়িতে পৌঁছে দিতে আসছেন।যেভাবে ছোটবেলায় ফুপা নৌকায় করে নিয়ে আসতেন। তবে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটতো স্বপ্নের মধ্যে। বাড়ির পাশে আসার আগেই, দেখতাম নৌকার পিছনের অংশটা তলিয়ে যাচ্ছে।
আর আমি সামনের অংশে বসে আছি। আমি যেখানে বসে আছি শুধু সেই অংশটুকুর পানের উপরে ভেসে থাকতে। ফুপা আমাকে অনেক কষ্ট করে পাড়ে পৌঁছে দিতেন। এই স্বপ্নটা আমি আমার ডেলিভারীরা যে প্রায় প্রতিদিনই দেখতাম। তবে ডেলিভারির পরে আর একদিনও দেখি নাই।
ফুপা সত্যিই আমাকে অনেক ভালবাসতে। আমি যখন এই স্বপ্নগুলো দেখতাম, তখন আমি খুবই অসুস্থ ছিলাম। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আমার জানা নেই।
তবে বিশ্বাস করেন, আমি সত্যিই এই স্বপ্নটা প্রতিদিন দেখতাম। আর ঘুম ভাঙ্গার পরে, আমার মনে হতো সত্যি যেন আমি সেই সব জায়গা দিয়ে গিয়েছি এবং এসেছি।স্বপ্নে নৌকা থেকে পাড়ে উঠতে খুব কষ্ট হতো। ঘুম ভাঙলে দেখতাম সত্যিই আমি হাপিয়ে গেছি এবং অনেক ঘেমে গেছি।
প্রেগনেন্সির জার্নিটা সত্যি মেয়েদের জন্য অনেকটা কষ্টের যদিও এই কষ্টের পরে অনেক বড় সুখের দেখা মেলে।
আমার স্বপ্নটার ব্যাপারে যদি কেউ কোন ব্যাখ্যা দিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ ফুপা শুধু একাই আমাকে ভালবাসতেন না।আমিও তোমাকে অনেক ভালোবাসতাম।এখনো তাকে অনেক মিস করি।
#ফুপা