02/07/2025
সময় এক অদ্ভুত জিনিস,
সব কষ্ট যেন আস্তে আস্তে গিলে নেয়।
প্রথমে খুব তীব্র লাগে, তারপর ধীরে ধীরে তা মুছে যায় চোখের পানির মতো।
তবে কিছু কষ্ট থেকে যায়—হৃদয়ের এক কোণে স্থির হয়ে।
আর খুব বেশি কষ্টে মানুষ আর মানুষ থাকে না,
সে রূপ নেয় এক নিঃশব্দ পাখিতে—
যে উড়তে জানে, কাঁদতে জানে না।