Puti's Moments & Musings

Puti's Moments & Musings 🌟 𝗟𝗶𝘃𝗶𝗻𝗴 𝗹𝗶𝗳𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗽𝘂𝗿𝗽𝗼𝘀𝗲 𝗮𝗻𝗱 𝗮 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗳𝘂𝗹𝗹 𝗼𝗳 𝗮𝗱𝘃𝗲𝗻𝘁𝘂𝗿𝗲🌸
𝗗𝗿𝗲𝗮𝗺𝗶𝗻𝗴 𝗯𝗶𝗴, 𝗹𝗼𝘃𝗶𝗻𝗴 𝗯𝗶𝗴🦋
🎵 𝗠𝘂𝘀𝗶𝗰 𝗲𝗻𝘁𝗵𝘂𝘀𝗶𝗮𝘀𝘁, 𝗰𝗼𝗳𝗳𝗲𝗲 𝗹𝗼𝘃𝗲𝗿, 𝗮𝗻𝗱 𝗲𝘁𝗲𝗿𝗻𝗮𝗹 𝗼𝗽𝘁𝗶𝗺𝗶𝘀𝘁.
(2)

মামুন লায়লার দিন শেষ মেহেদি লায়লার বাংলাদেশ
30/07/2025

মামুন লায়লার দিন শেষ
মেহেদি লায়লার বাংলাদেশ

😢এইরকম একটা পাইলট তৈরি হতে কতটা পথ পারি দিতে হয়,,,😢এই নিয়ে ২০ বছরের উড়ন্ত কফিনে আরো একটি নক্ষত্র হারালো দেশ।চাইলেই প্যার...
22/07/2025

😢এইরকম একটা পাইলট তৈরি হতে কতটা পথ পারি দিতে হয়,,,😢
এই নিয়ে ২০ বছরের উড়ন্ত কফিনে আরো একটি নক্ষত্র হারালো দেশ।

চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন। জীবন দিয়ে গেলেন।

22/07/2025
28/06/2025

🌟 #একটি_শিক্ষনীয়_পোস্ট 🌟
✅ নিজেকে মূল্যায়ন করতে শিখুন ✅

১️⃣ প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। সাময়িক কষ্ট হোক, তবুও সেটা সম্মানজনক।

২️⃣ হতাশ মানুষের পাশে উপদেশ নিয়ে নয়, মন দিয়ে শুনতে যান।

৩️⃣ কারো নিঃশব্দ কষ্টকে হালকা করে দেখবেন না। তার নীরবতা একদিন জবাব দিবে।

৪️⃣ অন্যের চোখে ভালো দেখাতে গিয়ে নিজের ভালো লাগাগুলোকে জলাঞ্জলি দেবেন না।

৫️⃣ যা হারিয়েছে, তা নিয়ে আফসোস নয়—শেখা নিয়ে এগিয়ে যান।

৬️⃣ ছোট পদ বা কম শিক্ষিত কাউকে অবহেলা করবেন না।

৭️⃣ অহংকার না করে সময়কে বুঝে চলুন—কারণ সবকিছুরই পালাবদল আছে।

৮️⃣ সমালোচককে নয়, নিজের উন্নতিকে প্রাধান্য দিন।

৯️⃣ গাধাকে জ্ঞান দিতে যাবেন না, সে তার মতোই থাকবে।

🔟 ভুল মানুষের জন্য আত্মত্যাগ শুধু কষ্টই দিবে।

1️⃣1️⃣ যাকে সাঁতার শিখিয়েছেন, সেও একদিন আপনাকে ডুবাতে পারে।

1️⃣2️⃣ সবাই সিংহের প্রশংসা করলেও, পছন্দ করে গাধাকেই।

1️⃣3️⃣ পরের ক্ষতির নেশা যার আছে, সে নিজের ধ্বংস না দেখে থামে না।

1️⃣4️⃣ বড় চাকরি মানেই জীবন নয়—মূল্যবোধই আসল সম্পদ।

1️⃣5️⃣ সন্তানের জন্য ধন-সম্পদ নয়, সন্তানকেই আদর্শ বানান।

1️⃣6️⃣ যতদিন প্রয়োজন, ততদিনই আপনি ‘প্রিয়’—তাই নিজের জন্য বাঁচুন।

🔚 মানুষ চিনুন। একা থাকলেও ভালো থাকুন।
💬 মনে রাখবেন, "একাকীত্ব কষ্টের হতে পারে, কিন্তু মরণ নয়।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puti's Moments & Musings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category