15/10/2025
লুৎফুজ্জামান বাবরের এই স্টেটমেন্টটা তরুণদের ভবিষ্যৎ নিয়ে বিএনপির ভয়াবহ বার্তা। এখানে দুটি জিনিস দিবালোকের মতো স্পষ্ট।
১. ক্ষমতায় থাকাকালীন সময়ে চোখ বন্ধ করে দলীয় সুপারিশ করেছেন বাবর ও বিএনপি৷
২. তার ক্ষমতার পূর্বাভাসও দিয়েছেন এলাকার মানুষকে। এখন মিডিয়া স্ট্রং হওয়ায় একটু রয়ে সয়ে করার চেষ্টা করবেন অর্থাৎ প্রিলি, রিটেন দিলে ভাইভাটা বাবর সুপারিশ করার আশ্বাস দিয়েছেন।
ক্ষমতায় আসার আগেই সরকারি বেসরকারি চাকরি নিয়োগে দলীয়করণের মাধ্যমে যে বেকারত্ব এবং হতাশা তরুণদের মাঝে তৈরি হয়েছিলো তার পরিণাম হাসিনা ভোগ করেছে। লুৎফুজ্জামান বাবররাও একই পথে হাঁটতে যাচ্ছেন?