07/10/2025
গতকাল ৬/১০/২০২৫ ইংরেজি তারিখ ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে রওয়ানা হওয়া গ্লোবাল সুমুদ ফ্রোটিলা নৌবহরে ইসরাইলী কর্তৃক মানবাধিকার কর্মীদের উপর হামলা,আটক ও স্বাধীন শক্তিশালী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে আলোচনাসভা ও আইডি কার্ড বিতরণ।
কমিটির সভাপতি জনাব মোঃ আনিস সাহেবের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির নাঈমের সঞ্চালনায় নগরীর আগ্রাবাদ উত্তরা আবাসিক এলাকায় অস্থায়ী জেলা কার্যালয়ে আলোচনাসভা,নতুন সদস্যদের আইডি কার্ড বিতরণ ও গাজাবাসীর উপর ইসরাইলী কর্তৃক গণহত্যা ও সুমুদ ফ্রোটিলা নৌবহরে হামলার প্রতিবাদে আলোচনা করা হয়। সভায় আগামী ১১ ই অক্টোবর ২০২৫ ইং চট্টগ্রাম প্রেস ক্লাবে জনমত সৃষ্টির লক্ষ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগনকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। ফিলিস্তিনে ত্রাণ সহায়তা ও সরকারি হস্তক্ষেপে মানবাধিকার কর্মীদের উদ্ধার করতে উপদেষ্টা সরকার কে আহবান জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলো সহ-সাধারণ সম্পদাক সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম শাহিন,সহ-সাংগঠনিক সম্পদাক শাহরিয়ার রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান,-সহ-সাংগঠনিক সম্পাদক জনাব কায়সার,অর্থ সম্পদাক সালাউদ্দিন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন,শিক্ষা ও পাঠ্যক্রম সম্পদাক মাসুকা বেগম,প্রচার সম্পাদক মিরাজ, নারী-পুরুষ বিষয়ক সম্পাদক সাদিয়া, রাফি,সানজিদা,তাহমিনা বর্ষা প্রমুখ।
সর্বশেষ সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়