11/02/2024
🤣 স্বামী দোকানে গিয়েছি স্ত্রীর জন্য ফুল কিনতে বাকিটা ইতিহাস 🤣
রাব্বিঃ ভাইয়া এই ফুলটার দাম কত??🤔
দোকানদারঃ ১৫০ টাকা 💸
রাব্বিঃ ( ফুলটা সুন্দর আমার বউ পেলে
খুশি হয়ে যাবে 🤭 )
এই ফুলের তোড়াটা মহিলা কেয়ার সার্ভিস এর মাধ্যমে আবার বাড়িতে আমার স্ত্রীর কাছে পৌঁছে দিবেন । 😊
দোকানদারঃ ওকে স্যার । 😇 তোরার উপর কিছু লিখবো স্যার? 🤔
রাব্বিঃ দরকার নেই 🙃
কিছুক্ষণ পর...
বউঃ কিহ... এত বড় সাহস ফুলের উপরে লিখছে দরকার নেই 😤 সেই ফুল আবার আমাকে দিছে। 🙄
যদি আমার দরকার নায়ি থাকে তাহলে আমাকে রাখছো কেন? 🥺
আমি চললাম আমার বাপের বাড়ি থাকো তুমি 🤧
রাব্বিঃ আরে বউ কোথাও ভুল হচ্ছে যেও না দাঁড়াও 😳😳😳
বউঃ আমার যখন দরকারি নেই তাহলে আমি থেকে কি করব !! গেলাম আমি, তুমি থাকো 😤😤😤
কিছুক্ষণ পর... রাব্বি রেগে মেগে আবার সেই ফুলের দোকানে গেল 😁🤣
রাব্বিঃ এই শা/লা তোকে বলেছিলাম ফুলের তোরার উপরে কিছু লেখার দরকার নেই, তুই দরকার নেই লিখে দিয়েছিস কেন?😤
দোকানদারঃ ও সরি স্যার, হয়তো শুনতে ভুল করেছিলাম।😳
আমি ভেবেছিলাম আপনি দরকার নেই লিখে চেয়েছেন!! 😁😁😁
রাব্বিঃ তোর জন্য আমার বউ বাপের বাড়ি চলে গেছে। আমার বাড়ির সব কাজ এখন তুই করবি চল শা/লা 😤🐸🥱
দোকানদারঃ বে হু স 🥴🥴🥴