Shizda's CLASS ROOM

Shizda's CLASS ROOM Subha Safayet Shizda, born in Dhaka, Bangladesh.Date of birth-June 15.
(6)

হ্যালো,,,,
17/10/2025

হ্যালো,,,,

অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিভীষিকাময় ক্ষতচিহ্ন সৃষ্টি করে,, সমাজ, অর্থনীতি ও পরিবারে।
17/10/2025

অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিভীষিকাময় ক্ষতচিহ্ন সৃষ্টি করে,, সমাজ, অর্থনীতি ও পরিবারে।

Many happy returns of this beautiful day dear Faatiha Aayat apu. You are the inspiration to me and Millions.. ♥️
13/10/2025

Many happy returns of this beautiful day dear Faatiha Aayat apu. You are the inspiration to me and Millions.. ♥️

04/10/2025

বাংলাদেশের শিশুদের সুরক্ষা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে প্রধানত দুটি আইনে পরিবার (অভিভাবক বা পিতা-মাতা) এর দায়িত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে:

1️⃣ শিশু আইন, ২০১৩ (Children Act, 2013)
2️⃣ জাতীয় শিশু নীতি, ২০১১ (National Children Policy, 2011)

এগুলোর ভিত্তিতে পরিবারের ওপর শিশুর প্রতি কিছু আইনি ও নৈতিক দায়িত্ব নির্ধারিত আছে।

বাংলাদেশের শিশু সুরক্ষা আইন অনুযায়ী পরিবারের দায়িত্বসমূহ

⃣ শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা

পরিবারকে শিশুকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন থেকে রক্ষা করতে হবে।

কোনো অবস্থায় শিশুকে শাস্তি বা মানসিক নির্যাতন করা যাবে না (Children Act, 2013, ধারা 70)।

অভিভাবক শিশুর উপর ঝুঁকিপূর্ণ কাজ বা শ্রম চাপিয়ে দিতে পারবেন না।

২️⃣ শিশুর মৌলিক চাহিদা পূরণ করা

শিশুর খাদ্য, পোশাক, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করা পরিবারের প্রথম দায়িত্ব।

পরিবারকে শিশুর পর্যাপ্ত বিশ্রাম ও বিনোদনের পরিবেশ দিতে হবে (জাতীয় শিশু নীতি ২০১১, ধারা ৫.৩)।

৩️⃣ শিক্ষা নিশ্চিত করা

প্রত্যেক শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পাওয়ার অধিকার আছে (সংবিধানের ১৭ অনুচ্ছেদ)।

পরিবারকে নিশ্চিত করতে হবে যে শিশু স্কুলে ভর্তি হয়, নিয়মিত যায় এবং পড়াশোনায় উৎসাহিত হয়।

শিশুকে বিদ্যালয় থেকে নামিয়ে কাজ করানো আইনত দণ্ডনীয় অপরাধ।

৪️⃣ ভালোবাসা, যত্ন ও মানসিক সহায়তা দেওয়া

পরিবার শিশুকে ভালোবাসা, স্নেহ ও মানসিক স্থিতি দেবে — যাতে সে আত্মবিশ্বাসী ও নৈতিক মানুষ হয়ে গড়ে ওঠে।

শিশুকে অবহেলা বা মানসিক অবমাননা করলে তা আইনত “নির্যাতন” হিসেবে গণ্য হতে পারে (Children Act, 2013, ধারা 89)।

৫️⃣ শিশুর মতামত ও অধিকার সম্মান করা

পরিবার শিশুর মতামত শোনার ও সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ দেবে (জাতীয় শিশু নীতি, ধারা ৫.৫)।

শিশুর ব্যক্তিত্ব, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করা অভিভাবকের কর্তব্য।

৬️⃣ স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষা

শিশুর নিয়মিত টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে।

অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করাতে হবে — অবহেলা করা যাবে না।

৭️⃣ শিশুকে অপরাধ বা বিপথগামীতা থেকে দূরে রাখা

অভিভাবক শিশুর সঙ্গ, পরিবেশ ও কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন, যাতে সে অপরাধ, মাদক বা সহিংসতার পথে না যায়।

যদি পরিবার মনে করে শিশু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তবে আইন অনুযায়ী শিশু কল্যাণ বোর্ড বা স্থানীয় সমাজসেবা অফিসে সহায়তা চাওয়া যায়।

৮️⃣ শিশুর আইনগত পরিচর্যা (Legal guardianship)

শিশুর অভিভাবককে তার জন্ম, নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত নথি (জন্মনিবন্ধন, স্কুল রেকর্ড) ঠিকভাবে রাখতে হবে।

শিশুকে বিক্রি, পাচার বা জোরপূর্বক কাজে নিয়োগ করা যাবে না (দণ্ডবিধি ও মানবপাচার আইন অনুযায়ী গুরুতর অপরাধ)।

📜 সারাংশ (সংক্ষেপে পরিবারে শিশুর প্রতি ৮টি প্রধান দায়িত্ব)

ক্র. দায়িত্ব উদ্দেশ্য

১ নিরাপত্তা নিশ্চিত করা নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষা
২ মৌলিক প্রয়োজন পূরণ খাদ্য, পোশাক, বাসস্থান, চিকিৎসা
৩ শিক্ষা নিশ্চিত করা উন্নত ভবিষ্যতের অধিকার
৪ মানসিক ভালোবাসা আত্মবিশ্বাস ও নৈতিক বিকাশ
৫ মতামতের প্রতি সম্মান শিশুর ব্যক্তিত্ব গঠন
৬ স্বাস্থ্য ও পুষ্টি শারীরিক বিকাশ
৭ অপরাধ থেকে দূরে রাখা নৈতিক ও সামাজিক নিরাপত্তা
৮ আইনগত পরিচর্যা জন্মনিবন্ধন ও পরিচয় সুরক্ষা।

আসসালামু আলাইকুম।
29/09/2025

আসসালামু আলাইকুম।

19/09/2025

পবিত্র কোরআনুল কারিমে নারী পুরুষ উভয়কে অত্যন্ত সংযত হতে আল্লাহ কিভাবে নির্দেশ দিয়েছেন?

28/08/2025

মহান ক্ষমাশীল আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন।

অপরূপ সুন্দর এই ফুলের গাছটাকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকে?
17/08/2025

অপরূপ সুন্দর এই ফুলের গাছটাকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকে?

কেউ কি বলতে পারবেন এগুলো কি? কিভাবে খেতে হয়? আর আপনাদের মধ্যে কে কে খেয়েছেন?
12/08/2025

কেউ কি বলতে পারবেন এগুলো কি? কিভাবে খেতে হয়? আর আপনাদের মধ্যে কে কে খেয়েছেন?

গাছের নাম "বান্দর লাঠি"! এটি থাইল্যান্ডের এবং ভারতের কয়েকটি জাতীয় ফুলের মধ্যে একটি বিশেষ করে "কেরালা রাজ্যে"র জাতীয় ফ...
11/08/2025

গাছের নাম "বান্দর লাঠি"! এটি থাইল্যান্ডের এবং ভারতের কয়েকটি জাতীয় ফুলের মধ্যে একটি বিশেষ করে "কেরালা রাজ্যে"র জাতীয় ফুল। ফুল ফোটার সময় পুরো গাছ হলুদ রঙে ঢেকে যায়—যার জন্য নাম হয়েছে “Golden Shower Tree”।
ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা আমালতাস গাছ (বৈজ্ঞানিক নাম: Cassia fistula), ইংরেজিতে বলা হয় Golden Shower Tree বা Indian Laburnum।

উৎপত্তিস্থান: দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার ইত্যাদি।

বাংলাদেশে প্রচলিত নাম: আমালতাস, বান্দর লাঠি, সোনালু গাছ।

ইংরেজি নাম: Golden Shower Tree, Purging Cassia

উচ্চতা: সাধারণত ১০–২০ মিটার পর্যন্ত লম্বা হয়।
পাতা: যৌগিক পাতা, ৩–৮টি উপপত্র নিয়ে গঠিত, ডিম্বাকৃতি এবং মসৃণ।
ফুল: উজ্জ্বল হলুদ রঙের, লম্বা ঝুলন্ত গুচ্ছ (৩০–৪০ সেমি লম্বা) আকারে ফোটে, বসন্তের শেষ থেকে বর্ষার শুরুতে সবচেয়ে বেশি ফোটে।

ফল: লম্বাটে, গাঢ় বাদামি রঙের শুঁটি, ভেতরে আঠালো মিষ্টি গন্ধযুক্ত শাঁস থাকে, যা ঔষধি কাজে লাগে।
ঔষধি গুণ এ সমৃদ্ধ এই গাছ!
কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা, জন্ডিস ইত্যাদিতে প্রাচীন চিকিৎসায় ব্যবহৃত হয়।

চমৎকার ফুল হয় তাই রাস্তার ধারে, বাগানে, পার্কে সৌন্দর্য বৃদ্ধির জন্য রোপণ করা হয়।

মৌমাছির খাদ্য, তাই মধুর ভালো উৎসব
এর ফুল মৌমাছির জন্য ভালো নেক্টার উৎস।

এর ফুল ফোটার সময় পুরো গাছ হলুদ রঙে ঢেকে যায়—যার জন্য নাম হয়েছে “Golden Shower Tree”।

11/08/2025

আপনাদের কার কার বাড়িতে নিম গাছ আছে ?

10/08/2025

আপনাদের জন্য একটা ছোট্ট ধাঁ ধা।

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shizda's CLASS ROOM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shizda's CLASS ROOM:

Share