দেশে ফেরা-Deshe Fera

দেশে ফেরা-Deshe Fera প‌রিবার হারা মানুষ‌দের ঘ‌রে ফেরা‌তে দে‌শে ফেরা টিম সব সময় প্রতিজ্ঞাবদ্ধ, মানবতার সা‌থে থাকুন।
"Deshe Fera"

19/09/2025

পোস্টটি সর্বোচ্চ শেয়ার করে পরিবারের খোঁজ পেতে সহযোগিতা করুন

মানসিক ভারসাম্যহীন রেমিট্যান্স যোদ্ধা খুঁজছে স্বজনআজ ভোর ০৪:২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের SV802 ফ্লাইটে সৌদি আরব থেকে দেশ...
09/09/2025

মানসিক ভারসাম্যহীন রেমিট্যান্স যোদ্ধা খুঁজছে স্বজন

আজ ভোর ০৪:২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের SV802 ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন জাকির হোসেন নামের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। দেশে ফিরে তিনি মানসিকভাবে অস্থির ও দিশেহারা অবস্থায় বিমানবন্দরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। তার এ অস্বাভাবিক আচরণ দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ সদস্যরা তাকে শনাক্ত করেন।

পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাকে নিরাপদে হস্তান্তরের জন্য ব্র্যাক লার্নিং সেন্টার, আশকোনা-তে পাঠানো হয়। বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে আছেন।

দুঃখজনকভাবে জাকির হোসেন নিজের নাম ছাড়া আর কোনো তথ্য জানাতে পারছেন না। কখনো তিনি জানান তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া, তবে তার কাছে কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র নেই। মানসিক অসুস্থতার কারণে তিনি সঠিকভাবে নিজের পরিচয় দিতে অক্ষম।

👉 আমরা তার প্রকৃত পরিবার বা স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।
যদি কেউ জাকির হোসেনকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান দিতে পারেন, অনুগ্রহ করে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন।

📢 একটি হারানো বিজ্ঞপ্তি📢নামঃ মোঃ করিম ভূইয়াপিতাঃ কাশেম ভূইয়াগ্রামঃ বড়শালঘর, মন্ত্রী বাড়িউপজেলাঃ দেবিদ্বারজেলাঃ কুমিল্লাউ...
01/09/2025

📢 একটি হারানো বিজ্ঞপ্তি📢

নামঃ মোঃ করিম ভূইয়া
পিতাঃ কাশেম ভূইয়া
গ্রামঃ বড়শালঘর, মন্ত্রী বাড়ি
উপজেলাঃ দেবিদ্বার
জেলাঃ কুমিল্লা

উক্ত ব্যক্তি গত ১৩/০৮/২০২৫ ইং তারিখ সকাল থেকে নিখোঁজ। বহু খোঁজাখুঁজি করেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

যদি কোনো দয়ালু ব্যক্তি তাঁর সন্ধান পান, তবে অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে—
0096650656371 (imo & whatsApp)

আপনার সামান্য সহযোগিতা আমাদের জন্য অমূল্য হবে।

🙏 Like | Comment | Share

> হারানো ব্যক্তির সন্ধান চাইনাম: হাফছা বেগমপিতার নাম: মৃত মোজাফফর বেপারীমাতার নাম: মৃত ফুল বানুগ্রাম: খিদিরপুর, থানা: মত...
15/07/2025

> হারানো ব্যক্তির সন্ধান চাই

নাম: হাফছা বেগম
পিতার নাম: মৃত মোজাফফর বেপারী
মাতার নাম: মৃত ফুল বানু

গ্রাম: খিদিরপুর, থানা: মতলব, জেলা: চাঁদপুর

তিনি প্রায় ৪০ বছর আগে আমাদের পরিবার থেকে নিখোঁজ হয়ে যান। আমরা দীর্ঘদিন ধরে খোঁজ করছি, কিন্তু কোনো সন্ধান পাইনি।

পরিবারের সদস্যরা:

ভাই: অলিউল্লাহ (উরফে উলু মিয়া)

বোনেরা: ফরিদা, বানোসা, সাহিদা, ফিরোজা, আন্না, লুতুন, শাহানারা

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সম্পর্কে কিছু জানেন, বা যদি হাফছা বেগম নিজে বা তাঁর পরিবার এই পোস্টটি দেখে থাকেন — অনুগ্রহ করে যোগাযোগ করুন।

যোগাযোগ: আবুল কালাম (ভাগ্নে)
📞 মোবাইল: +966 57 183 3518 (সৌদি আরব)

আমাদের পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ, দয়া করে পোস্টটি শেয়ার করুন।

🙏 “হয়তো শেয়ার করা একটি পোস্ট, আমাদের ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারে।”

📢 নিখোঁজ সংবাদ গ্রাম: বড়শালঘর, মধ্যপাড়া দেবিদ্বার,কুমিল্লা – একজন কাতার প্রবাসী, গতকাল বাংলাদেশে আসেন।🕘 আজ সকালে তিনি কো...
20/06/2025

📢 নিখোঁজ সংবাদ

গ্রাম: বড়শালঘর, মধ্যপাড়া
দেবিদ্বার,কুমিল্লা – একজন কাতার প্রবাসী, গতকাল বাংলাদেশে আসেন।

🕘 আজ সকালে তিনি কোম্পানীগঞ্জ বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

🔍 পরিবারের পক্ষ থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সবাই ভীষণ উদ্বিগ্ন।

❗️যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তাঁকে কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে:

📞 +8801705154841

আপনার একটি ফোন আমাদের পরিবারকে স্বস্তি দিতে পারে।

17/06/2025

পুনঃপ্রচার
পাচার হয়ে পাকিস্তান থেকে পরিবারের খোঁজে আলেয়া
দেশে ফেরা
পর্বঃ176
নামঃআলেয়া #আপন #দেশে #দেশেফেরা

🌙 ঈদ মোবারক! 🌙ঈদুল আজহার পবিত্র এই দিনে সবার জীবনে আসুক আনন্দ, শান্তি ও কল্যাণ।ত্যাগের মহান শিক্ষা আমাদের জীবনে সত্যিকার...
07/06/2025

🌙 ঈদ মোবারক! 🌙
ঈদুল আজহার পবিত্র এই দিনে সবার জীবনে আসুক আনন্দ, শান্তি ও কল্যাণ।
ত্যাগের মহান শিক্ষা আমাদের জীবনে সত্যিকারের ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দিক।
পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ সবাইকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক!

দেশে ফেরা @ Deshe Fera.

13/05/2025

আমরা তো আসাই ছেড়ে দিয়েছিলাম বোন কে ফিরে পাবো !

দেশে ফেরা বেসিক 150
সফলতা 150
শেফালী বেগমহ

12/05/2025

আমি চাচাতো ভাই !

দেশে ফেরা একটি মানবিক পেজ
ফলো দিয়ে পাশে থাকুন।
ধন্যবাদ

10/05/2025

আরও একটি মানবিক আবেদন দেশে ফেরা টিমের
পাকিস্তান পাচার হয়ে পরিবারের খোঁজে
পারভীন।

দেশে ফেরা
পর্বঃ196
নামঃপারভীন

#দেশে #দেশেফেরা

দেশে ফেরা-Deshe Fera  পর্বঃ195 জাহানারা বিবির পরিবারের প্রাথমিক সন্ধানসিদ্দিক মোহাম্মদ আবু বকর সাহেব সহ যারা সহযোগিতায় ...
08/05/2025

দেশে ফেরা-Deshe Fera
পর্বঃ195
জাহানারা বিবির পরিবারের প্রাথমিক সন্ধান
সিদ্দিক মোহাম্মদ আবু বকর সাহেব সহ যারা সহযোগিতায় ছিলেন সবাই কে ধন্যবাদ।
আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে দেশে ফেরা পাশেই থাকুন।

07/05/2025

40 বছর পর পরিবারের সাথে যোগাযোগ।

দেশে ফেরা
প্রচারিত বেসিক--173
সফলতা - 151
নাম- সামু বিবি

#ᴠᴀɪʀᴀʟ #দেশে

Address

21
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দেশে ফেরা-Deshe Fera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশে ফেরা-Deshe Fera:

Share

Category