প্রত্যাশা প্রকাশন

প্রত্যাশা প্রকাশন সৃজনশীল সকল প্রকাশনীর বই পাইকারি ও খুচরা বিক্রেতা।

অমর একুশে বইমেল ২০২৫।আমাদের স্টল নং- ৩৫১আজ শুক্রবার সবাই চলে আসুন।
21/02/2025

অমর একুশে বইমেল ২০২৫।
আমাদের স্টল নং- ৩৫১
আজ শুক্রবার সবাই চলে আসুন।

শুধুমাত্র স্কুল-কলেজের পাঠ্যপুস্তকের মধ্যে সন্তানকে সীমাবদ্ধ রাখলে, তাদের মধ্যে বই পড়ার প্রতি স্বতঃস্ফূর্ত আগ্রহ জাগ্রত ...
25/10/2024

শুধুমাত্র স্কুল-কলেজের পাঠ্যপুস্তকের মধ্যে সন্তানকে সীমাবদ্ধ রাখলে, তাদের মধ্যে বই পড়ার প্রতি স্বতঃস্ফূর্ত আগ্রহ জাগ্রত হয় না। সন্তানকে বই পড়ায় অনুপ্রাণিত করতে হলে পাঠ্যপুস্তকের বাইরেও তাদের বিভিন্ন ধরণের বইয়ের সাথে পরিচয় করানো খুবই গুরুত্বপূর্ণ।

এজন্য অন্যতম একটি কার্যকর পদ্ধতি হলো, সন্তানকে নিয়ে বইমেলায় অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ, এবারের ইসলামি বইমেলা অন্যান্য সময়ের তুলনায় আরো সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে। তাই সন্তানকে সঙ্গে নিয়ে একদিন বইমেলায় ঘুরে আসার সুযোগ হাতছাড়া করবেন না, ইন শা আল্লাহ।

আজকে বইমেলায় থাকার কথা থাকলেও একটা কোর্সের ক্লাসের জন্যে আজ যাবো না। তবে আগামীকাল শনিবার আমিও আসছি বইমেলায় ইন শা আল্লাহ।

লেখকঃ Jahid Hasan স্যারের ওয়াল থেকে।

আলহামদুলিল্লাহ😍আমরা রেডি! আপনি আসছেনতো?বাইতুল মোকাররম পূর্ব গেইটে স্টল নং-৫ ও ৬
23/10/2024

আলহামদুলিল্লাহ😍
আমরা রেডি! আপনি আসছেনতো?
বাইতুল মোকাররম পূর্ব গেইটে স্টল নং-৫ ও ৬

আলহামদুলিল্লাহ😍ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় থাকছে আপনাদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান প্রত্যাশা প্রকাশন স্হানঃ বাইতুল মোকাররম...
19/10/2024

আলহামদুলিল্লাহ😍
ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় থাকছে আপনাদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান প্রত্যাশা প্রকাশন

স্হানঃ বাইতুল মোকাররম মসজিদের পূর্ব গেইট।
স্টল নং- ০৬

এই প্রতিবাদ শুধু প্রকাশকদের না। প্রকাশক, লেখক ও পাঠকদেরও। সকলের অংশগ্রহণ চাই। যারা ঢাকা অথবা আশ-পাশে আছে আগামীকাল বিকেল ...
14/09/2024

এই প্রতিবাদ শুধু প্রকাশকদের না। প্রকাশক, লেখক ও পাঠকদেরও। সকলের অংশগ্রহণ চাই।

যারা ঢাকা অথবা আশ-পাশে আছে আগামীকাল বিকেল ৪ টায় প্রতিবাদে অংশগ্রহণ করুন।

শৈশবের স্মৃতি অ্যালবাম😍আপনার সন্তানের সুন্দর শৈশবকে এক মলাটে সাজিয়ে রাখুন🥰
18/02/2024

শৈশবের স্মৃতি অ্যালবাম😍
আপনার সন্তানের সুন্দর শৈশবকে এক মলাটে সাজিয়ে রাখুন🥰

coming soon....
13/12/2023

coming soon....

 #ঢাকায় গড়ে প্রতিদিন ৩৭টি সংসার ভেঙে যাচ্ছে । দুই সিটি কর্পোরেশন এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে...
28/10/2023

#ঢাকায় গড়ে প্রতিদিন ৩৭টি সংসার ভেঙে যাচ্ছে । দুই সিটি কর্পোরেশন এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে মোট ১৩,২৮৮টি তালাকের আবেদন এসেছে। ফলে প্রতি ৪০ মিনিটে ১টি করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। [সূত্র: ঢাকা ট্রিবিউন, ১৩ জুন ২০২৩]

#এছাড়াও প্রতিনিয়ত হাজব্যান্ড-ওয়াইফের মাঝে দাম্পত্য জীবনের কলহ বেড়েই চলেছে, দাম্পত্য জীবনকে সুখময় করে গড়ে তুলতে ''লাভিং হাজব্যান্ড ও লাভিং ওয়াইফ'' বই দুটি প্রত্যেক ঘরে ঘরে থাকা প্রয়োজন।

#“লাভিং হাজব্যান্ড তথা সুখময় পরিবার গঠনে স্বামীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। রাসূল সা. ছিলেন একজন আদর্শবান স্বামী। স্ত্রী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তার প্রতিটি মুহূর্ত হলো শিক্ষার উপকরণ। তাদের প্রতি তার দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্বামীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে রাসূল সা.—এর সেই আদর্শময় দাম্পত্যজীবনই তুলে ধরা হয়েছে বইটিতে।

#“লাভিং ওয়াইফ তথা সুখময় পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। কুরআন, হাদিস ও আছারে উল্লেখিত রমনীগণ হলেন আদর্শবান স্ত্রী। স্বামী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তাদের প্রতিটি মুহূর্ত শিক্ষার উপকরণ। স্বামী ও সংসারের প্রতি তাদের দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্ত্রীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে তাদের সেই আদর্শময় দাম্পত্যজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে বইটিতে।

#অর্ডার করতে ম্যাসেজ করুন/কল করুন - 01568-397262
বইগুলো যেকোন অনলাইন শপ/লাইব্রেরীতেও পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ

আপনি যদি আপনার দাম্পত্য জীবনকে ভালোবাসাপূর্ণ অনাবিল প্রশান্তিময় করে গড়ে তুলতে চান ! আপনি যদি  আপনার সঙ্গীর আরও কাছাকাছি ...
28/10/2023

আপনি যদি আপনার দাম্পত্য জীবনকে ভালোবাসাপূর্ণ অনাবিল প্রশান্তিময় করে গড়ে তুলতে চান ! আপনি যদি আপনার সঙ্গীর আরও কাছাকাছি আসতে চান ! আপনি যদি চান- আপনার সঙ্গী আপনাকে আরও ভালোভাবে বুঝুক। আপনি যদি এমন দাম্পত্য সম্পর্ক উপভোগ করার প্রত্যাশা করেন,তাহলে "লাভিং হাজব্যান্ড-ওয়াইফ" প্যাকেজটি আপনাদের দু'জনের জন্য।
আসুন না, ভালোবাসার পাঠে ভরপুর অনুপম এ বইগুলো থেকে সুন্দর সুখময় দাম্পত্য জীবন গঠনের চমৎকার কিছু নিয়ম, কৌশল ও পরামর্শ জেনে নিই।

“লাভিং হাজব্যান্ড তথা সুখময় পরিবার গঠনে স্বামীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। রাসূল সা. ছিলেন একজন আদর্শবান স্বামী। স্ত্রী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তার প্রতিটি মুহূর্ত হলো শিক্ষার উপকরণ। তাদের প্রতি তার দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্বামীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে রাসূল সা.-এর সেই আদর্শময় দাম্পত্যজীবনই তুলে ধরা হয়েছে বইটিতে।

“লাভিং ওয়াইফ তথা সুখময় পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। কুরআন, হাদিস ও আছারে উল্লেখিত রমনীগণ হলেন আদর্শবান স্ত্রী। স্বামী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তাদের প্রতিটি মুহূর্ত শিক্ষার উপকরণ। স্বামী ও সংসারের প্রতি তাদের দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্ত্রীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে তাদের সেই আদর্শময় দাম্পত্যজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে বইটিতে।

*অর্ডার করতে ম্যাসেজ করুন/কল করুন - 01568-397262
বইগুলো যেকোন অনলাইন শপ/লাইব্রেরীতেও পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ

আসিতেছে...“লাভিং হাজব্যান্ড তথা সুখময় পরিবার গঠনে  স্বামীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। র...
27/10/2023

আসিতেছে...

“লাভিং হাজব্যান্ড তথা সুখময় পরিবার গঠনে স্বামীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। রাসূল সা. ছিলেন একজন আদর্শবান স্বামী। স্ত্রী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তার প্রতিটি মুহূর্ত হলো শিক্ষার উপকরণ। তাদের প্রতি তার দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্বামীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে রাসূল সা.—এর সেই আদর্শময় দাম্পত্যজীবনই তুলে ধরা হয়েছে বইটিতে।

“লাভিং ওয়াইফ তথা সুখময় পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা” বইটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক। কুরআন, হাদিস ও আছারে উল্লেখিত রমনীগণ হলেন আদর্শবান স্ত্রী। স্বামী, সন্তান ও পরিবারের সাথে কাটানো তাদের প্রতিটি মুহূর্ত শিক্ষার উপকরণ। স্বামী ও সংসারের প্রতি তাদের দায়িত্ববোধ ও ভালোবাসা প্রতিটি স্ত্রীর জন্য আদর্শ। বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে তাদের সেই আদর্শময় দাম্পত্যজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে বইটিতে।

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যাশা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রত্যাশা প্রকাশন:

Share