26/11/2025
কুলখানি
❑
কবির মরণের সকাল কেমন হবে ভাবি মাঝেমধ্যে
মাঝেমধ্যে আরো ভাবি, ওইদিন কি কেউ কবিতা পড়বে?
আমাদের ফখর দাদা মউতের কাছে সোপর্দ হলেন
একদল বাউল এসে ওনার কবরে বসে গান করলেন
ঢোল বাজাতে গিয়ে বিপাকে পড়লেন ফখর দাদার
এইসব ভক্ত অনুরক্ত পীর ফকীরেরা। আমি ছোট—
তবু আমার মনে হলো, জীবনের কর্মের কি দাম নেই!
আমৃত্যু বাউলিয়ানা করে যার কবরে গান হলো না
তার এক কবি নাতি কি পাবে মউতের পর কবিতার সুর
যার ঘরের বিবিও ঠিকঠাক কবিতা বোঝে না—
সে কবিতা করে কোন দুঃখে ; মরলে তো তার ঘরে
পঠিত হবে না পবিত্র কোন কবিতা শরীফ।
কুলখানিতে চার কূল পরে পড়া হবে না তার লেখা কবিতা!