31/08/2025
✅ নতুন নিয়মে অটোরিকশা চলাচল (১০ সেপ্টেম্বর থেকে কার্যকর):
• লাল ও সবুজ রঙের অটোরিকশা পালাক্রমে চলবে:
o এক দিন লাল, পরের দিন সবুজ।
• সিএনজি স্কুটার:
o চলবে হলুদ ও সবুজ রঙে, পালাক্রমে।
• এই নিয়ম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।
• রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব রঙের অটোরিকশা চলাচল করতে পারবে।
________________________________________
⚠️ ভাড়া সংক্রান্ত নির্দেশনা:
• ১ পয়সাও ভাড়া বাড়ানো যাবে না।
• ভাড়া বাড়ালে চালানো বন্ধ করে দেওয়া হবে।
________________________________________
👤 লাইসেন্স প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত:
• চালককে লাইসেন্স দেওয়া হবে, মালিককে নয়।
o অর্থাৎ স্থানীয় চালকরা অগ্রাধিকার পাবেন।
________________________________________
🚫 যান চলাচল নিয়ন্ত্রণ (সকাল ৮টা - রাত ৮টা):
• ট্রাক, লরি ও তেলের ভাউচার শহরে প্রবেশ নিষিদ্ধ।
• মিনি পিকআপ চলাচল করতে পারবে।
________________________________________
🚖 অন্যান্য যানবাহনের নিয়ম:
• অন্য জেলার সিএনজি:
o শহরের বাইরে নির্ধারিত স্ট্যান্ডে যাত্রী নামাবে/তুলবে।
• বাস:
o অবশ্যই স্ট্যান্ডের ভেতর থেকে চলবে,
o রাস্তার উপর যাত্রী ওঠানামা করা যাবে না।
________________________________________
🏥 বিশেষ বিবেচনায়:
• রোগী পরিবহনের জন্য:
o নিয়মের ব্যতিক্রম হবে, এসব যানবাহন শহরে প্রবেশ করতে পারবে।
________________________________________
🗣️ উল্লেখযোগ্য বক্তব্য (জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন):
“২০ বছর আগে এত যানবাহন ছিল না, এখন বহুগুণে বেড়েছে, কিন্তু রাস্তাগুলো এখনও সংকীর্ণ। সবাইকে ট্রাফিক আইন মানতেই হবে।”
________________________________________
এই সিদ্ধান্তগুলো চাঁদপুর শহরের যানজট কমাতে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা আনার লক্ষ্যে নেওয়া হয়েছে। নিয়ম মানা না হলে জরিমানা বা চলাচল বন্ধের মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন জেলা প্রশাসক.