Dhaka Breaking

Dhaka Breaking Actor and Actress Update News,Update Movie,Entertainment,Bangladesh News.Upcoming Movie news.
(2)

✅ নতুন নিয়মে অটোরিকশা চলাচল (১০ সেপ্টেম্বর থেকে কার্যকর):• লাল ও সবুজ রঙের অটোরিকশা পালাক্রমে চলবে:o এক দিন লাল, পরের দি...
31/08/2025

✅ নতুন নিয়মে অটোরিকশা চলাচল (১০ সেপ্টেম্বর থেকে কার্যকর):
• লাল ও সবুজ রঙের অটোরিকশা পালাক্রমে চলবে:
o এক দিন লাল, পরের দিন সবুজ।
• সিএনজি স্কুটার:
o চলবে হলুদ ও সবুজ রঙে, পালাক্রমে।
• এই নিয়ম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।
• রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব রঙের অটোরিকশা চলাচল করতে পারবে।
________________________________________
⚠️ ভাড়া সংক্রান্ত নির্দেশনা:
• ১ পয়সাও ভাড়া বাড়ানো যাবে না।
• ভাড়া বাড়ালে চালানো বন্ধ করে দেওয়া হবে।
________________________________________
👤 লাইসেন্স প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত:
• চালককে লাইসেন্স দেওয়া হবে, মালিককে নয়।
o অর্থাৎ স্থানীয় চালকরা অগ্রাধিকার পাবেন।
________________________________________
🚫 যান চলাচল নিয়ন্ত্রণ (সকাল ৮টা - রাত ৮টা):
• ট্রাক, লরি ও তেলের ভাউচার শহরে প্রবেশ নিষিদ্ধ।
• মিনি পিকআপ চলাচল করতে পারবে।
________________________________________
🚖 অন্যান্য যানবাহনের নিয়ম:
• অন্য জেলার সিএনজি:
o শহরের বাইরে নির্ধারিত স্ট্যান্ডে যাত্রী নামাবে/তুলবে।
• বাস:
o অবশ্যই স্ট্যান্ডের ভেতর থেকে চলবে,
o রাস্তার উপর যাত্রী ওঠানামা করা যাবে না।
________________________________________
🏥 বিশেষ বিবেচনায়:
• রোগী পরিবহনের জন্য:
o নিয়মের ব্যতিক্রম হবে, এসব যানবাহন শহরে প্রবেশ করতে পারবে।
________________________________________
🗣️ উল্লেখযোগ্য বক্তব্য (জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন):
“২০ বছর আগে এত যানবাহন ছিল না, এখন বহুগুণে বেড়েছে, কিন্তু রাস্তাগুলো এখনও সংকীর্ণ। সবাইকে ট্রাফিক আইন মানতেই হবে।”
________________________________________
এই সিদ্ধান্তগুলো চাঁদপুর শহরের যানজট কমাতে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা আনার লক্ষ্যে নেওয়া হয়েছে। নিয়ম মানা না হলে জরিমানা বা চলাচল বন্ধের মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন জেলা প্রশাসক.

12/04/2025

Bafufe VS Bashundhara Kings High Light

প্রথমবারের মতো বাংলাদেশে এলো ইউনেস্কো-হামদান পুরস্কার গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষক উন্নয়ন...
05/10/2024

প্রথমবারের মতো বাংলাদেশে এলো ইউনেস্কো-হামদান পুরস্কার
গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষক উন্নয়ন ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার। গুড নেইবারস বাংলাদেশের পক্ষে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।

ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর থেকে রক্ষা পাবেন যেভাবে ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর সংক্রমণ খুবই সাধারণ বিষয়। তবে বা...
05/10/2024

ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর থেকে রক্ষা পাবেন যেভাবে
ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর সংক্রমণ খুবই সাধারণ বিষয়। তবে বাবা-মায়েরা তাদের শিশুদের সংক্রমণের ঝুঁকি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেন। চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের সাথে সাথে শিশুদের মধ্যে ভাইরাল সংক্রমণ বৃদ্ধি পাওয়া সাধারণ ব্যাপার।
এই সময়কাল প্রায়শই জ্বর, সর্দি, কাশি, লুজ মোশন ও বমিসহ অনেকগুলো উপসর্গ দেখা যায়। এই উপসর্গগুলো শিশুদের এবং তাদের বাবা-মায়ের জন্য কষ্টকর হতে পারে। তবে লক্ষণগুলো বোঝা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এর প্রভাব অনেকাংশে কমে যায়।
জ্বর: এটি সাধারণত ভাইরাল সংক্রমণের প্রথম লক্ষণ। জ্বর নিম্ন-গ্রেড থেকে উচ্চ পর্যন্ত হতে পারে এবং এর সাথে ঠাণ্ডা লাগা বা ঘাম হতে পারে।

লুজ মোশন: ভাইরাল সংক্রমণ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টকে প্রভাবিত করতে পারে, যার ফলে ডায়রিয়া হতে পারে। এর ফলে ঘন ঘন, জলযুক্ত মল হতে পারে এবং সঠিকভাবে পরিচালনা না করলে ডিহাইড্রেশনও হতে পারে।

সংক্রমণের ঝুঁকি যেসব পদক্ষেপ নিবেন
হাইড্রেশন: নিশ্চিত করুন যাতে আপনার শিশু ভালোভাবে হাইড্রেটেড থাকে। বিশেষ করে যদি জ্বর, ডায়রিয়া বা বমির মতো লক্ষণগুলি অনুভব করে। জল, পরিষ্কার স্যুপ এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

প্রোটিন: আমরা সকলেই জানি, ইমিউন ফাংশনের জন্য প্রোটিন অপরিহার্য। আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তার খাদ্যে চর্বিহীন মাংস, ডিম, মটরশুটি এবং বাদাম অন্তর্ভুক্ত করুন।

সিজনাল ফ্লু ভ্যাকসিন: শিশুদের ভাইরাল ইনফেকশন, বিশেষ করে ফ্লু থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হল টিকা। মরশুমের ফ্লু ভ্যাকসিন বার্ষিক সুপারিশ করা হয়, কারণ এটি ভাইরাসের সবচেয়ে সাধারণ স্ট্রেইনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।

রোটাভাইরাস ভ্যাকসিন: রোটাভাইরাস ভ্যাকসিন শিশু এবং ছোট শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সংক্রমণের ঝুঁকি কমাতে পারে।

স্বাস্থ্যবিধি অনুশীলন: ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন, শিশুদের অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে রাখুন এবং তাদের মুখ, বিশেষ করে তাদের চোখ, নাক এবং মুখ স্পর্শ এড়াতে উৎসাহিত করুন।

পর্যাপ্ত বিশ্রাম: বিশ্রাম পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন যে আপনার শিশু পর্যাপ্ত ঘুম পায়। কারণ বিশ্রামই শরীর মেরামত করে এবং এই সময় তার প্রতিরক্ষা শক্তিশালী করে।

বাড়ির পরিবেশ: এছাড়াও আপনার বাড়ি নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করুন। সঙ্গেই নজর রাখুন, যাতে আপনার বাড়িতে ভালোভাবে বায়ুচলাচল হয়।

বিক্ষোভের কারণেই কি মসজিদে যাননি টাইগার ক্রিকেটাররা? ক্রিকেট সিরিজের মাঝে কেন এই প্রসঙ্গ এলো, এমন প্রশ্ন জাগতেই পারে। তব...
05/10/2024

বিক্ষোভের কারণেই কি মসজিদে যাননি টাইগার ক্রিকেটাররা?
ক্রিকেট সিরিজের মাঝে কেন এই প্রসঙ্গ এলো, এমন প্রশ্ন জাগতেই পারে। তবে বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগে থেকেই যারা নজর রেখেছিলেন, তারা বিষয়টি জানার কথা। রাজনৈতিক পট পরিবর্তনের সময় বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগে সিরিজ বাতিলের দাবি জানিয়ে আসছিল ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন। এমন বিক্ষোভের কারণেই কি নিকট দূরত্বের মসজিদে জুমার নামাজ আদায়ে গেলেন না টাইগার ক্রিকেটাররা?

শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছেশিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার— এ প্রতিপাদ্...
05/10/2024

শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে

শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার— এ প্রতিপাদ্যে সারা দেশের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ (শনিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন— মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিপন মোহাম্মদ হাবিবুর রহমান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, তেঁতুলিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোকবুলার রহমান প্রমুখ। র‌্যালি ও আলোচনায় অংশ নেন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।

বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেবে মালয়েশিয়া এখন থেকে মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে ইচ্ছুক এবং আবেদনকারী বিভিন্...
05/10/2024

বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেবে মালয়েশিয়া

এখন থেকে মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে ইচ্ছুক এবং আবেদনকারী বিভিন্ন দেশের কর্মীদের মধ্যে বাংলাদেশিদের অগ্রাধিকার দেবে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিয়েছেন।

10/08/2024
10/08/2024

| Dr. Yunus | শেখ হাসিনার, কি সাজা হবে ?
স্বৈরশাসকের এ কেমন করুন পরিনতি ! Dhaka Breaking News

bangla news today,bangla tv news,bangladesh news, আজকের খবর,reform bangladesh,দেশ সংস্কার,student reform,ড. মুহাম্মদ ইউনূস,students protest,নতুন সরকার,bangladesh politics,মুহাম্মদ ইউনূস,interim government,আসিফ নজরুল,bangladesh government,আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,new government,dr yunus bangladesh,bangladesh new government,dhaka breaking,sheik hasina arrest news, শেখ হাসিনার, কি সাজা হবে ?

bangla news | bangla khbor | bangla newspaper | today news | today bangladesh news | today news 24 | today news live | today live news | deshi news | bd online news | atn bangla online | election news | bd viral talkshow | news live | bangla live | bangla news live | bangla khobor | today bangla khobor | bangla khobor live | bangla live news | bd live news | bd news live | today bangla news | ajker news live | bangladesh live news | bd news live today | bangla news 24 | bangla 24 live | bangla live news 24 | khobor live | bangla program | program | Google News |

Keywords: latest bangladeshi news | top bangla news | যমুনা টিভি | TV Channel | Bangla songbad | News Bangladesh | Bangladesh news | Breaking News | bangla news online | Bangladesh News | Bangla TV news | Reform Bangladesh | দেশ সংস্কার | Student Reform | ড. মুহাম্মদ ইউনূস | students protest | নতুন সরকার | bangladesh politics | মুহাম্মদ ইউনূস | interim government | আসিফ নজরুল | bangladesh government | আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | new government | dr yunus bangladesh | bangladesh new government |

, #আজকের_খবর, , #দেশ_সংস্কার reform, #ড._মুহাম্মদ_ইউনূস, , #নতুন_সরকার, , #মুহাম্মদ_ইউনূস, #আসিফ_নজরুল, #আসিফ_মাহমুদ_সজীব_ভূঁইয়া, , , , , , #শেখ_হাসিনার_কি_সাজা_হবে_?

05/08/2024

Quota Movement, Sheikh Hasina Resigns, Government resignation, Quota Andolon New Records in History,
ছাত্র আন্দোলনে |সরকার পদত্যাগে | আনন্দ মিছিল | ইতিহাসে নতুন রেকর্ড গড়ল | Quota Movement | govt resignation

03/08/2024


03/08/2024

Address

Gajipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Breaking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share