14/09/2024
চলেন রিয়ালিটি বলি কিছু।
*বিছানায় শুয়ে শুয়ে কিছু না করেই ভাবতেছেন আপনার সময় বদলাবে,গাড়ি বাড়ি বানাবেন কিন্তু আসলে এর কিছুই হবেনা
*পড়াশুনা না করে সারাদিন আজেবাজে সময় নষ্ট করতেছেন তাইলে আপনার আর একাডেমিক কামব্যাক এর চিন্তা করা লাগবেনা
*জানেন একটা সম্পর্কের ফিউচার নাই তবুও সেইটার সাথে এখনো অ্যাটাচড তাইলে আপনার ট্রমা একদম সিওর
*আপনি ফুল এফোর্ট দিচ্ছেন বলে আরেকজন আপনার জন্য ওইটুক এফোর্ট দিবে ভাবলে আপনার মতো বোকা কেউ নাই
*আল্লাহর ইবাদত না করেই নিজের ইমান ঠিকাছে ভাবলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করেন