
23/08/2025
টাকার দাবিতে কুকুরে কামড়ানো রোগীকে ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ সদর হাসপাতালের নার্সের বিরুদ্ধে
মানিকগঞ্জ সদর হাসপাতালে দায়িত্বে থাকা এক নার্সের বিরুদ্ধে কুকুরে কামড়ানো রোগীকে ভ্যাকসিন দিতে গড়িমসি ও টাকার দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত এ ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে ১৩-১৪ বছরের এক কিশোরকে নিয়ে তার মা মানিকগঞ্জ সদর হাসপাতালে আসেন। কুকুরের কামড়ে আহত শিশুটির জন্য ভ্যাকসিন প্রয়োজন ছিল। হাসপাতালের টিকিট কাউন্টার থেকে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে তারা জরুরি বিভাগে গেলে দায়িত্বে থাকা নার্স কাউসার বিশ্বাস রোগীর স্বজনদের কাছে ৪০০ টাকা দাবি করেন।
টাকা দিতে অপারগ হলে কাউসার প্রথমে ভ্যাকসিন নেই বলে তাদের ফিরিয়ে দেন। পরে রোগীর স্বজনরা প্রেসক্লাবে বিষয়টি অবহিত করলে সাংবাদিকরা হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. বদরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিশ্চিত করেন, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে এবং রোগীকে পুনরায় হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন।
এরপর রোগীর স্বজনরা আবারও হাসপাতালে গিয়ে কাউসারের কাছে ভ্যাকসিন চান। কিন্তু তিনি নানা অজুহাত দেখিয়ে সারাদিন অপেক্ষা করিয়ে রেখে বিকেল চারটা পর্যন্ত ভ্যাকসিন না দিয়ে ফিরিয়ে দেন।
অবশেষে অসহায় পরিবারটি দৌলতপুরে ফিরে স্থানীয় একটি ফার্মেসি থেকে ৫০০ টাকা খরচ করে ভ্যাকসিন কিনে শিশুটিকে পুশ করান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন—
“প্রতিদিনই সদর হাসপাতালে চিকিৎসক, নার্স ও আয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেওয়া, ওষুধ বাইরে থেকে কিনতে বাধ্য করার মতো অসংখ্য অভিযোগ উঠছে। এরা কি সত্যিই সেবার মানসিকতা নিয়ে স্বাস্থ্যখাতে এসেছে, নাকি রোগীদের জিম্মি করে কোটিপতি হওয়ার উদ্দেশ্যে?”