23/09/2025
বলিউডের কিং খান শাহরুখ খান তার দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জিতলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন তিনি।
‘জাওয়ান’ সিনেমায় সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন শাহরুখ। এই বিভাগে তার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা এক যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে ‘টুয়েলভথ ফেল’ জিতেছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি দুজনেই পেয়েছেন ‘রজত কমল’ এবং দুই লাখ রুপি করে নগদ অর্থ। এবারের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারকাজে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা, যার মধ্যে ফিচার ফিল্ম বিভাগের প্রধান বিচারক ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর।