Tubelight Media

Tubelight Media বিশ্বের অবিশ্বাস্য সব ঘটনা!
(6)

এই পেজে বিশ্বের বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর তথ্যগুলো ভিডিও এবং ইমেজ আকারে তুলে ধরা হয়। প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ মাধ্যম থেকে তথ্যগুলোর সত্যতা যাচাই করে নেয়া হয়।

বলিউডের কিং খান শাহরুখ খান তার দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জিতলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মঙ্গল...
23/09/2025

বলিউডের কিং খান শাহরুখ খান তার দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জিতলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন তিনি।

‘জাওয়ান’ সিনেমায় সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন শাহরুখ। এই বিভাগে তার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা এক যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে ‘টুয়েলভথ ফেল’ জিতেছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি দুজনেই পেয়েছেন ‘রজত কমল’ এবং দুই লাখ রুপি করে নগদ অর্থ। এবারের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারকাজে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা, যার মধ্যে ফিচার ফিল্ম বিভাগের প্রধান বিচারক ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর।

23/09/2025

৫০টি পদ্মা সেতুর টাকায় জাপানের এক দেয়াল! | Tubelight Media

এখনও পড়াশোনা করছেন, তবু একটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কম...
23/09/2025

এখনও পড়াশোনা করছেন, তবু একটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির (বিলুপ্ত) সাবেক আহ্বায়ক ইমতিয়াজ আহমদ ইমতি। এবার তার বিরুদ্ধে বেত দিয়ে অর্ধশত শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত ৪ সেপ্টেম্বর রংপুর নগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ে। তবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এই নেতা। কিন্তু ১৮ দিন পর বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ইমতিয়াজ অর্ধবার্ষিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী ফেল করেছে শুনে ক্ষুব্ধ হয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থীকে বেধড়ক পেটান। শিক্ষার্থীদের ভাষ্যমতে, তিনি এতটাই জোরে পিটিয়েছেন যে নবম শ্রেণির কক্ষে তার হাতের বেত ভেঙে যায়। কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মধ্যে একজন, আইরিন আক্তার, দুই দিন হাসপাতালে ভর্তি ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ক্লাসে উপস্থিত থাকলেও ইমতি'র ভয়ে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাননি।

এই অভিযোগের বিষয়ে ইমতিয়াজ আহমদ ইমতি বলেন, তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য কেবল 'শাসন' করেছেন। তিনি জানান, বিষয়টি 'মীমাংসা' হয়ে গেছে। এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানও বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা স্বীকার করেছেন।

জন্ম থেকে দুই হাত না থাকায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছেন না ফরিদপুরের জসিম মাতুব্বর। আঙুলের ছাপ দিতে না পারায় তিন বছর...
23/09/2025

জন্ম থেকে দুই হাত না থাকায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছেন না ফরিদপুরের জসিম মাতুব্বর। আঙুলের ছাপ দিতে না পারায় তিন বছর ধরে চেষ্টা করেও তিনি এই কার্ডটি পাননি। এর ফলে বিভিন্ন সরকারি-বেসরকারি সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

জসিম মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা। তিনি জন্ম থেকেই দুই হাত ছাড়া জন্মগ্রহণ করেছেন, তবে পা দিয়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি এইচএসসি পাস করে বর্তমানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসা করেন। ২০১৬ সালে একটি ভ্যানগাড়ি এবং ২০২২ সালে তৎকালীন জেলা প্রশাসকের কাছ থেকে ৬০ হাজার টাকা পুরস্কারও পেয়েছিলেন তিনি।

ভুক্তভোগী জসিম বলেন, কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে এনআইডি দরকার হয়, কিন্তু হাত না থাকায় তিনি আঙুলের ছাপ দিতে পারছেন না। বারবার আবেদন করেও কোনো ফল পাননি, তাই হাল ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর বলেন, তিনি এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানিয়েছেন, জসিম তার কাছে এলে তিনি বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে 'অসত্য ও প্রতিহিংসাপরায়ণ' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়া...
23/09/2025

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে 'অসত্য ও প্রতিহিংসাপরায়ণ' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মির্জা ফখরুল ভারতের 'এই সময়' পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, জামায়াতকে ৩০টি আসন না দেওয়ায় তারা বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই বক্তব্যের প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুলের মতো একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এমন বক্তব্য অপ্রত্যাশিত। তিনি এই বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, যদি বিএনপি মহাসচিব তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে জনগণের কাছে তার দুঃখ প্রকাশ করা উচিত।

জামায়াতের এই নেতা আরও বলেন যে, জামায়াত নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং কারো কাছে আসন চাওয়ার মতো কোনো রাজনৈতিক সম্পর্ক তাদের নেই। তিনি বলেন, জামায়াতের মর্যাদা সম্পর্কে মির্জা ফখরুল যে তাচ্ছিল্যের ভাষা ব্যবহার করেছেন, তার বিচারের ভার তিনি জনগণের ওপর ছেড়ে দিয়েছেন।

ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান।

ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতার গাড়ির ইঞ্জিনে কুণ্ডলী পাকিয়ে থাকা একটি বিশাল অজগর সাপকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে...
23/09/2025

ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতার গাড়ির ইঞ্জিনে কুণ্ডলী পাকিয়ে থাকা একটি বিশাল অজগর সাপকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবংকী এলাকার সাতনাম পুরওয়া গ্রামে।

বিজেপি নেতা নাগেন্দ্রপ্রতাপ সিংয়ের গাড়িটি চালু করতে গিয়ে তার চালক বারবার ব্যর্থ হচ্ছিলেন। তিনি গাড়ির বনেট খুলে দেখেন, ইঞ্জিনের কাছে একটি বিশাল অজগর সাপ শুয়ে আছে। এতে ভয় পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বনেট বন্ধ করে দেন।

খবর পেয়ে স্থানীয়রা এবং বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এক বনকর্মী জানান, অজগরটি প্রায় সাত ফুট লম্বা। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর অজগরটিকে গাড়ি থেকে নিরাপদে উদ্ধার করা হয় এবং পরে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

'আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই এবং তারা যত অন্যায় করেছে, তার বিচার হবে।' নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস...
23/09/2025

'আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই এবং তারা যত অন্যায় করেছে, তার বিচার হবে।' নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নিজের ফেসবুক পোস্টে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি লেখেন, 'নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল যে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।' তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।'

উল্লেখ্য, গত সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলা করা হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ এবং গাজার ভবিষ্যৎ নিয়ে একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...
23/09/2025

ইসরায়েল ও হামাসের যুদ্ধ এবং গাজার ভবিষ্যৎ নিয়ে একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরা অনলাইন জানিয়েছে, মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের কাছে এই পরিকল্পনা তুলে ধরবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ট্রাম্প সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এই পরিকল্পনায় গাজা থেকে কীভাবে ইসরায়েল তার সেনাবাহিনী প্রত্যাহার করবে, আঞ্চলিক নেতারা কীভাবে শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনা পাঠাবে, এবং কীভাবে গাজার পুনর্গঠন ও অর্থায়ন করা হবে, এসব বিষয় আলোচনা করা হবে। যদিও এই খসড়াটি ইসরায়েলের তৈরি নয়, তবুও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ সম্পর্কে জানানো হয়েছে। এই পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও (পিএ) ভবিষ্যতে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অর ২০২৫ ঘোষণা করা হয়েছে। পুরুষ বিভাগে এই পুরস্কার জিতেছেন ফরাসি ফুটবলার...
23/09/2025

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অর ২০২৫ ঘোষণা করা হয়েছে। পুরুষ বিভাগে এই পুরস্কার জিতেছেন ফরাসি ফুটবলার উসমান দেম্বেলে, যিনি পিএসজির হয়ে খেলেন। অন্যদিকে, নারী বিভাগে টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা নিচে দেওয়া হলো:
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
বর্ষসেরা ফুটবলার (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা কোচ (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
বর্ষসেরা কোচ (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)
বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ): জিয়ানলুইজি দোনারুমা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
বর্ষসেরা গোলরক্ষক (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
বর্ষসেরা উদীয়মান ফুটবলার (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
বর্ষসেরা উদীয়মান ফুটবলার (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল
সর্বাধিক গোলদাতা (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন)
সর্বাধিক গোলদাতা (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক 'শাপলা' পা...
23/09/2025

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক 'শাপলা' পাবে না। তিনি বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীকটি নেই। তাই এনসিপিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হয়। যেহেতু তালিকায় শাপলা নেই, তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক নির্বাচন করতে হবে।

এদিকে, শাপলা প্রতীক নিয়ে এনসিপি অনড় অবস্থানে আছে। দলটির নিবন্ধনের আবেদনে তারা দুইবারই শাপলা প্রতীক চেয়েছিল। এমনকি গতকাল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পরেও তারা একই অবস্থানে থাকার কথা জানায়।

তার চার স্ত্রী এবং শতাধিক সন্তান থাকার খবর প্রকাশ্যে জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের গবেষক সা...
23/09/2025

তার

চার স্ত্রী এবং শতাধিক সন্তান থাকার খবর প্রকাশ্যে জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের গবেষক সাঈদ মুসবাহ আল কেতবি। শারজাহ আন্তর্জাতিক ন্যারেটর ফোরামে তিনি নিজের এ তথ্য প্রকাশ্যে জানান। খবরটি গালফ নিউজ নিশ্চিত করেছে।

শারজাহ ইনস্টিটিউট ফর হেরিটেজ আয়োজিত এই ফোরামে বক্তব্য দেওয়ার সময় আল কেতবি বলেন, তার জীবনের প্রধান লক্ষ্য হলো সন্তানদের মধ্যে আমিরাতি ঐতিহ্য 'আল সানা' ছড়িয়ে দেওয়া। তিনি চান তার সন্তানরা সম্মান, পারিবারিক দায়িত্ববোধ এবং পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধারণ করুক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার এই বক্তব্যটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। নেটিজেনরা তার সুস্বাস্থ্য এবং ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।

'আল সানা' হলো একটি ঐতিহ্যবাহী আমিরাতি ধারণা, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। এর মধ্যে রয়েছে নারী ও বয়স্কদের প্রতি শ্রদ্ধা, অতিথিদের উদার আপ্যায়ন, বিনয়, সততা, সহনশীলতা, এবং দেশ ও সমাজের প্রতি আনুগত্য।

হাসানাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়...
23/09/2025

হাসানাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডে মোট ২০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, যার মধ্য থেকে তিনটি গ্রুপে ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের ওমরাহ প্যাকেজ, ল্যাপটপ, ট্যাব, ক্রেস্ট, সার্টিফিকেট, মূল্যবান বই এবং প্রাইজমানিসহ প্রায় দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাসানাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, এই অলিম্পিয়াডটি তাদের অসংখ্য পরিকল্পনার মধ্যে একটি ছোট্ট সূচনা মাত্র। তিনি বলেন, নতুন প্রজন্মকে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হাসানাহ ফাউন্ডেশন এ ধরনের আরও আয়োজন অব্যাহত রাখবে।

যারা এই অলিম্পিয়াডে বিজয়ী হতে পারেননি, তাদেরও তিনি অভিনন্দন জানান এবং আগামীতে নতুন উদ্যোগে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

Address

Dhaka
1000

Website

https://banglanews.media/

Alerts

Be the first to know and let us send you an email when Tubelight Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share