Ashik taba

Ashik taba এই শহর যেখানে আমি টাকা ছাড়া বোকা🖤
Big fan Of : Ashes🖤
Probor Ripon🖤
Arman Alif🖤
H I M E L 🖤
A

08/08/2025

বাঙ্গালী নিজের দেশে থাকলে চাইনিজ খায়।
আর বিদেশে গেলে 'বাঙ্গালী হোটেল' খুঁজে।

🙄🙄🙄🙄
15/07/2025

🙄🙄🙄🙄

কত পথ হেঁটে গেছি একা নিঃসঙ্গ হয়ে।🖤
22/03/2025

কত পথ হেঁটে গেছি একা
নিঃসঙ্গ হয়ে।🖤

22/03/2025

মানুষ যা হারায় তা ফেরে, বহুগুণে। অন্যরুপে, অন্যসময়ে❤️

কেনও🥲
21/03/2025

কেনও🥲

ঐ কিরে! ঐ কিরে ! 🤣🤣🤣
21/03/2025

ঐ কিরে! ঐ কিরে ! 🤣🤣🤣

টিচারের কাছে ভালো সাজতে যে কি কি করে, হিসাব নাই!
21/03/2025

টিচারের কাছে ভালো সাজতে যে কি কি করে, হিসাব নাই!

বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে জানিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিস্ফো*রক স্ট্যাটাস দেন...
21/03/2025

বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে জানিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিস্ফো*রক স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি স্ট্যাটাসে দাবি করেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষ*ড়যন্ত্র মঞ্চস্থের চেষ্টা হচ্ছে।

এর প্রতিক্রিয়ায় জনপ্রিয় সংবাদ উপস্থাপক খালেদ মুহিউদ্দীন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন- ‘হাসনাত আব্দুল্লাহ যে সাহস টা দেখালো, যে প্রলোভন অগ্রাহ্য করল সেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। তার পাশে ছাত্র-জনতাকে দাঁড়াতে হবে।’

21/03/2025

ফেলে আসা মানুষ, চায়ের দোকানে 🥲
জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া।
একটা পোড় খাওয়া মন, হিসেবের খাতা শূন্য,
সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে,জীবন খুব সুন্দর, তার থেকে সুন্দর এই বেঁচে থাকা🖤নতুন আসে যায়, তবে মায়া সব সময় পুরাতনের জন্যই থেকে যায়,কত সত বন্ধু এক বেঞ্চ এ বসা ছিলাম ৫ বছর, কত আড্ডা, কত মায়া, ছোটা বেলা মনে হলে থাকে না আর্থনাদের ,ঝরে আম পরা বন্ধ হয়ে হেছে নাকী আম কুড়ানোর বয়স হারিয়ে গেছে, ভূলে গেলাম কত কিছু, পিছনের দিনে যেমন ফেরা যায় না ঠিক, তেমনি সবার আপন হওয়া। যায় না কখনো কেউ মনে রাখবে, আবার কেউ মনে রাখবে না এটাই বাস্তব,সবাই কে একসাথে ভালোবাসা যায় নাই, সবাই কে এক সাথে করাটাও আর সম্ভাব হয় না 🥲🙏

20/03/2025

স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়...!🥹
কিছুটা মায়া বাকিটা
অভিনয়.!!🥀💔

20/03/2025

নিজের যাবতীয় খুত ও দোষ সম্পর্কে জানতে...
😁“বিয়ে করুন”😁

20/03/2025

যদি কখনো শুনতে পাও আমি ইফতারে ভাত খাই তাহলে কি তোমরা আমায় আনফ্রেন্ড করে দিবে?

Address

Dhaka
1950

Alerts

Be the first to know and let us send you an email when Ashik taba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik taba:

Share