Manabadhikar Khabar

Manabadhikar Khabar Manabadhikar Khabar is a human rights based Bengali news magazine from Bangladesh.

শ্যামনগর উপকূলে বাই সাইকেল পেল ৭০ শিক্ষার্থীরনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেল...
14/09/2025

শ্যামনগর উপকূলে বাই সাইকেল পেল ৭০ শিক্ষার্থী
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭০ জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করল এলজি বাংলাদেশ। একই অনুষ্ঠানে জীবিকা নির্বাহের জন্য দুইজন দরিদ্র ব্যক্তিকে দুটি ভ্যান প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের বাস্তবায়নে বাইসাইকেল ও ভ্যান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজি বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (কর্পোরেট মার্কেটিং) কাজী ফয়সাল-আল-আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মালেশিয়া ইসলামিক বিশ^বিদ্যালয়ের পিএইচডি গবেষক মুহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
ঢাকা বিশ^বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক ড.আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও এলজি অ্যাম্বাসেডর হাবিুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও মেধাবী ৭০ শিক্ষার্থীদের মধ্যে এই বাইসাইকেল ও দুই দরিদ্র ব্যক্তিকে দুটি ভ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন বাইসাইকেল প্রদানে শিক্ষার্থীদের অর্থনৈতিক চাপ কম হবে সময় বাঁচবে অপরদিকে ভ্যান প্রাপ্তদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

ছবি- শ্যামনগর উপকূলে এলজির সহায়তায় বাই সাইকেল পেল ৭০ শিক্ষার্থী । Khabar News #

কুড়িগ্রামের উলিপুরে ৪ বছরেরও শেষ হয়নি ৮ মাসের সড়কের কাজ আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-কুড়িগ্রাম জেলার...
12/09/2025

কুড়িগ্রামের উলিপুরে ৪ বছরেরও শেষ হয়নি ৮ মাসের সড়কের কাজ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জাইকার অর্থায়নে তিন সড়কের উন্নয়নকাজ শুরু হয় চার বছর আগে। আট মাস সময় বেঁধে দেওয়ার পরও সময় বাড়ানো হয়েছে আরও চার দফা। এখনও শেষ হয়নি কাজ। যেটুকু কাজ হয়েছে, তাও বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে।

অভিযোগ উঠেছে ঠিকাদার কাজ শুরুর আগে সড়ক প্রশস্ত করেননি। মাটির বদলে বালু ব্যবহার করে ইটের গাঁথুনি দেওয়ায় বৃষ্টিতে ভেঙে যাচ্ছে সড়ক। কাজের সময় বাড়ালেও গতি বাড়েনি।

২০২১-২২ অর্থবছর জাইকার অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার ধরনীবাড়ী, হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নের তিনটি সড়কে মাটি ভড়াট, প্রশস্তকরণসহ সংস্কারকাজ শুরু করে। বরাদ্দ দেওয়া হয় ৯ কোটি টাকা। কাজ পায় রাঙ্গামাটির মেসার্স ছালেহা এন্টারপ্রাইজ, চট্টগ্রামের মেসার্স শাহ জব্বারিয়া কনস্ট্রাকশন ও নোয়াখালীর মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স। আট মাস সময় বেঁধে দিয়ে ২০২২ সালের ২১ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়।

কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার মজুমদার ভোলাকে সাব-কন্ট্রাক দেন। ভোলা আবার মাটি ভরাটের কাজ ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদুল হক ও সাহেবের আলগা চেয়ারম্যান মোঃ মোজাফ্‌ফর রহমানকে দেন। নানা অজুহাতে তারা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করেননি। এরপর সময় বাড়ানো হয়। প্রকল্পের নকশা উপেক্ষা, সড়ক প্রশমস্ত না করে মাটির বদলে বালু দিয়ে কাজ করায় এক সময় কাজ বন্ধ হয়ে যায়।

নানা নাটকীয়তার পর আবার কাজ চালু হলেও আগের মতোই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে ধরনীবাড়ী ও হাতিয়া সড়কের কাজ ৫০/৬০ ভাগ শেষ হয়েছে। সাহেবের আলগা সড়কে মাটির বদলে বালু ফেলে রাখা হয়েছে। বর্ষায় সড়কটি কাদাপানিতে একাকার হয়ে থাকে।

নামাজের চরের বাসিন্দা মোঃ ফজল শেখ বলেন, ‘হুনছিলাম আস্তাটা পাকা হইব। চরের মানষের ভালা হইব। অহন দেহি পাকা তো হইলোনি আস্তাটা অহন গলার কাডা হইছে। আগেই ভালা ছিল।’

ধরনীবাড়ী ঝাকুয়াপাড়ার মোঃ রব্বানী মিয়া বলেন, ৪ বছর ধরে কাজ চলছে। কোথাও শুধু মাটি ফেলা হয়েছে। কোথাও ইট বিছানো হয়েছে। সেগুলো আবার ভেঙে যাচ্ছে। সড়কটি ব্যবহার করা যাচ্ছে না। যাতায়াত খুব কষ্ট হচ্ছে।

সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্‌ফর রহমান বলেন, ‘সাব ঠিকাদার ভোলা আমাকে মাটি ভড়াটের কাজ দিয়েছিলেন। মাটি ভড়াট করেছি; কিন্তু টাকা পাইনি। পাঁচ আগস্টের পর তিনি পালিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে সাব ঠিকাদার রঞ্জন কুমার ভোলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে পাওয়া যায়নি। তাঁর ফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

মোস্তফা অ্যান্ড সন্স ও শাহ জব্বরিয়া কন্ট্রাকশনের মালিক মোঃ তপন মিয়া বলেন, হাতিয়ার কাজ ৯০ ভাগ শেষ করেছি। সাহেবের আলগার কাজ নিয়ে ঝামেলায় পড়েছি। শুনেছি ঠিকাদার ভোলা চেয়ারম্যানকে টাকা দেননি। বিষয়টি সুরাহা হলে কাজ শুরু করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফিজানুর রহমান বলেন, কাজগুলোর পুরো তত্ত্বাবধান ও বিল প্রদান করে জাইকা। আমরা শুধু কাজ দেখি। হাতিয়া ও ধরনীবাড়ী সড়কের কাজ ৬০ ও ৮০ ভাগ শেষ হয়েছে। তবে এখন কাজ বন্ধ রয়েছে।

জাইকার জুনিয়র প্রকৌশলী মোঃ শামছুজ্জামান বলেন, কাজের দায়িত্ব পাওয়ার পর ঠিকাদারদের সঙ্গে দেখা হয়নি। যোগাযোগ করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে কাজ শেষ না করলে কার্যাদেশ বাতিল করা হবে।

প্রকল্পের ডেপুটি পরিচালক মোঃ মোস্তাফিজার রহমান বলেন, নকশা অনুযায়ী কাজ না হলে পুরো বিল দেওয়া হবে না।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। Khabar News #

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উত্তর প্রান্তিক উপজেলা ভূরুঙ্গামারী। সীমান্তঘেঁষা এ জনপদে...
11/09/2025

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উত্তর প্রান্তিক উপজেলা ভূরুঙ্গামারী। সীমান্তঘেঁষা এ জনপদের মানুষ দীর্ঘদিন ধরে ধান, ভুট্টা, তামাক কিংবা সবজি চাষের ওপরই নির্ভরশীল ছিলেন। তবে সম্প্রতি এ জনপদে এক নতুন সম্ভাবনার আলো দেখা দিয়েছে- মাল্টা চাষ। গ্রামের গাছে ঝুলে থাকা থোকায় থোকায় সবুজ-কমলা মাল্টার দৃশ্য এখন মানুষের চোখে নতুন স্বপ্ন বুনছে। কিন্তু সেই স্বপ্নের আঙিনায় ভর করেছে শঙ্কা। কারণ, প্রচুর ফলন হলেও বাজারজাতকরণের অভিজ্ঞতার অভাব ও সরকারি উদ্যোগের ঘাটতিতে মাল্টা চাষিরা এখন পড়েছেন দুশ্চিন্তায়।

পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামের উদ্যোক্তা আতিকুর রহমান খোকনের স্বপ্নের বাগান আজ আলোচনার কেন্দ্রে। ২০২২ সালে তিনি স্ত্রী জুরাইরিয়ার সহায়তায় মাত্র ০.২৪ একর জমিতে গড়ে তোলেন মাল্টার বাগান। একসঙ্গে বারি-১, বারি-২, বারি-৩ ও বারি-৪ জাতের মাল্টা রোপণ করেন তিনি। তিন বছরের শ্রম আর প্রায় দুই লাখ টাকার বিনিয়োগে এবার বাগানে এসেছে আশাতীত ফলন। সবুজ ডালে ঝুলছে সোনালি মাল্টা, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু ফলনের আনন্দটা বেশি দিন টেকেনি। কারণ খোকনের কাছে নেই কোনো পাইকারি বাজারের যোগাযোগ কিংবা বিক্রির অভিজ্ঞতা।

খোকন বলেন, খুচরা বিক্রি করে ২৫ হাজার টাকার মত পেয়েছি। অথচ সঠিক দামে বিক্রি করতে পারলে অন্তত এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকা পাওয়া যেত। বাজার না থাকায় মাল্টা গাছে পেকে ঝরে পড়ছে। তখন মনে হয়, এত কষ্ট করে এই বাগান করলাম কেন? খোকনের স্ত্রী জুরাইরিয়া কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। স্বামীর এই বাগান তার কাছেও এক স্বপ্নের জায়গা। তিনি আবেগভরা কণ্ঠে বলেন, আমার স্বামী দিন-রাত খেটে এই বাগান গড়ে তুলেছেন। আমি পড়াশোনা শেষ করতে চাই, আর সেই পথে তিনি সবসময় উৎসাহ দেন। বাগানে গেলে মন ভরে যায়।

রাসায়নিকমুক্ত ফলের সুগন্ধে মনে হয়, সত্যিই আমরা কিছু করতে পেরেছি। কিন্তু বিক্রি ও রোগবালাই দমনে সরকারি সহযোগিতা না থাকলে এই স্বপ্নের বাগান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। বাঁশজানি গ্রামের মানুষ জানালেন, খোকনের বাগানের মাল্টা সুস্বাদু ও রাসায়নিকমুক্ত। তারা বিশ্বাস করেন, যদি বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়, তবে শুধু খোকনই নয়-এলাকার আরও অনেক যুবক এই চাষে ঝুঁকবেন।

এতে একদিকে যেমন বেকারত্ব কমবে, তেমনি নতুন সম্ভাবনা উন্মোচিত হবে গ্রামীণ অর্থনীতিতে। একজন স্থানীয় যুবক বলেন, আমরা শহরের দোকান থেকে যে মাল্টা কিনি, তার চেয়ে খোকনের মাল্টা অনেক মিষ্টি। অথচ বাজার না থাকায় তিনি ঠিকমতো বিক্রি করতে পারছেন না।

সরকার বা সংশ্লিষ্ট দপ্তর যদি সাহায্য করত, আমরা নিজেরাও মাল্টা চাষে আগ্রহী হতাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, এ বছর ভূরুঙ্গামারীতে ১৫ হেক্টরের বেশি জমিতে মাল্টা চাষ হয়েছে। পাথরডুবির মাল্টা বাগান সম্পর্কেও আমরা জানি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাজারজাতকরণ বিষয়ে উদ্যোক্তাকে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজেও দ্রুত বাগানটি পরিদর্শনে যাব। তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে মাল্টা চাষ। তবে বাজার ব্যবস্থাপনা ও সরকারি সহযোগিতার অভাব থাকলে সেই স্বপ্ন ব্যাহত হবে। এ কারণে আমরা উদ্যোক্তাদের পাশে থাকতে চাই।

ভূরুঙ্গামারীর মাল্টা চাষ এখন সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন যুবক ও তার পরিবারের স্বপ্ন আজ পুরো এলাকার মানুষকে অনুপ্রাণিত করছে। কিন্তু সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে দরকার সরকারি সহায়তা, বাজারসংযোগ ও সঠিক দিকনির্দেশনা। নইলে মাল্টার সোনালি স্বপ্ন অচলাবস্থার অন্ধকারেই হারিয়ে যাবে। Khabar News #

চিতলমারীতে সকাল সন্ধ্যা হরতাল পালিতমো: একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাস...
11/09/2025

চিতলমারীতে সকাল সন্ধ্যা হরতাল পালিত
মো: একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়কে গাছের গুড়িফেলে সকাল-সন্ধ্যা
অবরোধ ও হরতাল পালন করেছে সর্বদলীয় নেতা-কর্মীরা। তাদের দাবী, জেলার চারটি
সংসদীয় আসন পূর্ণবহাল রাখতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর
কর্মসূচি দেওয়া হবে। বুধবার(১০সেপ্টেম্বর) ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ
কালে
সর্বদলীয় নেতা-কর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সকল সড়ক
যোগাযোগ ও দোকান পাট বন্ধ করে দেয়। তারা অবিরাম স্লোগান দিতে থাকেন।
এদিন উপজেলার সকল বাজারের দোকানপাট বন্ধ ছিল। এর আগে হরতাল ও অবরোধের
আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল
হয়।
বুধবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির
আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা
জামায়াতের আমির মাওলানা মোঃ মনিরুজ্জামান,সেক্রেটারী জাহিদুজ্জামান
নান্না, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক উপজেলা বিএনপির
সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, নবাগত উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট
মোঃ ফজলুল হক শেখ, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক
দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-
আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার
কাজী আবুল কালাম প্রমূখ। khabàr News #

বিষয়ঃ পিলখানা ট্রাজেডি ২০০৯: ইতিহাস, অন্যায় বিচার, রাষ্ট্রীয় দায় এবং আমাদের ন্যায্য দাবিপ্রথমেই পরীর শ্রদ্ধার সাথে পার ক...
11/09/2025

বিষয়ঃ পিলখানা ট্রাজেডি ২০০৯: ইতিহাস, অন্যায় বিচার, রাষ্ট্রীয় দায় এবং আমাদের ন্যায্য দাবি

প্রথমেই পরীর শ্রদ্ধার সাথে পার করি মহীপীওক্তিযোদ্ধাদের ভূগই পারল্লেগদের পরীদদের এবং শিক্ষকানার পূর্বপতিপত্তিস যথাকাতে যোট ৭৪ জন শহীদদের।

আমরা ২০০৯ সালে অন্যতম এখানে এক কেনেনিপুর যায় স্কুলে এসেছি। আপনার ২০শে ফেব্রুয়ারি শিল্পাচার বিডিগার কদর দপ্তরে বাংলাদেশের ইদিনেরএক

বিডিআরের ৫৭ জন উর্ধ্বতন কর্মক৮ জন বিভিন্ন পীর মান বেসমেরিক নাগরিকসহ মোট ৭৪ জন পরহীন হল।

সরকার এটিকে বিদ্রোহ স্ট্রেইন কিন্তু প্রকৃত বড়ত্বকারীরা থেকে।

পিলখানায় হত্যাকান্ড ঘটানোর পর প্রকৃত অপরাধীকে আড়াল করার লক্ষ্যে গণহারে গণগ্রেফতার করে নিজপত্রাণ নিডিল্ডার সদব্যাসের বিনয় নিয়াতে জোগানা বন্দি

ঘটনার পর এটি খনন্ত কমিটি গঠিত হাসেও একটি জাতীয় পর্যয়ে, একটি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আরেকটি সিসাইডি থেকে আজ পর্যন্ত কোনো

অনন্তের ফলাফল জনসমক্ষে আনা হয়নি।

২। বিচার হয়েছে অায্যবো

প্রকৃত যড়যন্ত্রকারীদের চিহ্নিত না করেই একটি প্রহসনমূলক বিচার করা হয়।

শারীরিক-মানসিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

যথাযথ সাক্ষ্য প্রমাণ ছাড়াই হাজার হাজার বিডিআর সদস্যদেরকে মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করে চাকরিছুতি সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে

আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের ফৌজদারি মামলায় কোনোভাবে জেল দেওয়া যায় নাই, অদেরকে বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই নিভিয়াভাবে পাপ্তি প্রদান করা হয়।

৩। পরিবারগুলোকে রাষ্ট্রীয়য়াবে বঞ্চনা করা হয়েছে।

হাজার হাজার চাকরিছুরত বিডিআর সদস্যদেরকে ফোনো আর্থিক সহায়তা, জরিপুরৎ, পুনর্বাসন বা সামাজিক স্বীকৃতি দেওয়া হয়নি। সরকারী সাফারিতে

৪। সেনা অফিসার হীরা আজও ধরা-ছোঁয়ার বাইরো

দ্রুত বিচারে সাজা দেওয়া হয়েছে বিডিআর সদস্যদের।

অথচ মাস্টারমাইওদের খুঁজে বের করার কোনে চেষ্টাই করা হয়নি।

এটি আমাদের সার্বভৌমত্বের ওপর এক ভয়াবহ আঘাত। আজ আমরা উক্ত ঘটনায় যড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও আমাদের উপরে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিকারের দাবিতে এই সংবাদ সম্মেলন করছি।

১ । আগামীকাল ১১ই সেপ্টেম্বর বিস্ফোরক মামলায় প্রহসন মূলক বিচারে ১৬ বছর ধরে কারাবন্দি অন্ততপক্ষে খালাস অথবা ইতোমধ্যেই সাজা শেষ এমন বিডিআর

সদস্যদের কোর্টে জামিন আদেশ দিতে বাঁধা কোথায়?

ক। পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের বিভাগীয় মামলায় সাজা প্রদান শেষে হত্যা মামলায় যাদের যাবজ্জীবন ও ফাঁসি আদেশ হয়েছে আারা ছাড়াও যাদের ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিলো, যাদের সাজা ভোগ শেষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র চলমান বিস্ফোরক মামলার কারণে গত ১৬

বছর যাবত ২০০-র বেশী বিডিআর সদস্য হাজতী বন্দী হিসাবে কারাগারে এখনও আটক আছে। খ। বৈষম্য বিরোধী আন্দোলনে গড়া আজকের বাংলাদেশে শুধুমাত্র কিছু সংখ্যক বিডিআর ছাড়া বিচারাধীন হাজতী বন্দী হিসাবে দীর্ঘ ১৬ বছর যাবত বিস্ফোরক মামলায় আটক আছে- যার নজির বাংলাদেশে কেন- বিশ্বের অন্য কোথাও আছে বলে আমাদের জানা নাই।

গ। ফরাসিস্ট সরকারের অসংখ্য হয়রানিমূলক মামলা বাতিল হয়েছে। পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডে প্রথমতঃ বিভাগীয় মামলায় সাজা প্রদান করেন। দ্বিতীয়তঃ এমিকাস কিউরী গঠন করে মতামত দিয়ে নতুন আইন করে সংঘটিত ঘটনার হতর মামলায় সাজা প্রদান করে। তৃতীয়তঃ শুধুমাত্র আজীবন কারাবন্দি মামার কূটকৌশল করে একই ঘটনার উপর বিস্ফোরক মামলা দায়ের করে যায় তদন্তকারী কর্মকর্তা পলাতক এবং সে পূর্বে জানিয়েছিল যে, বিস্ফোরক মাদনা সে তদন্ত করে নাই। সাক্ষীদের থেকেও জোরপূর্বক সন্ধী বানানোর কথা প্রকাশ্য আদানতে জানানোর পরও পূর্বের মতো এখনো এ মামলা বাতিলের কোনো

আভাস দেখা যাচ্ছে না। এ প্রহসন মূলক হয়রানি মামলা অবিলম্বে বাতিল করা উচিত। ঘ। গত জানুয়ারি ২০২৫ হতে অনেকগুলো আদালত বসলো। প্রতিটি আদালতে আশ্বাস দেয় আমিন দিবে। বৃহস্পতিবার কোর্ট হলে বিকালে চেম্বারে আসুন পরে জানাবো আগামী রবিবারে জানিয়ে দেব ইত্যাদি টালবাহানা নাটক করে এমনকি বিচারক অসুস্থতার কথা বলে প্রকাশশ্ম মিথ্যাচারের দৃশ্য সমগ্র আকি অবলোকন করে হতবাক।

৪। একদিকে পরিবারগুলো অসহায় অবস্থায় আছে, অপরদিকে দীর্ঘ ১৬ বছরে কারাগারে থেকে জেলবন্দি প্রতিটি বিডিআর সদস্যের বয়স এখন ৪০ থেকে ৭৫ বছর এ অবস্থায় পুষ্টিহীনতায় নানা রোগে আক্রান্ত হয়ে অনেকে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

চ। প্রতিমাসেই একটি কোর্ট শেষে আরেকটি কোর্টের তারিখ এ জামিন শাবার মিথ্যা আশা দিয়ে যখন বিচারক মোহাচ্ছন্ন করে রেখেছেন, এরই মধ্যে হতাশায় প্রতিটি সময়েই কারো না কারো বাবা-মা অথবা ভাই-বোন অথবা সন্তান অথবা আত্মীয়দের মধ্যে কাউকে না কাউকে মৃত্যুর সংবাদ শুনতে হচ্ছে। এমনকি কারাগারেও হতাশার বোঝা নিয়ে মৃত্যুবরণ করছে সাজাভোগ শেষ করে জামিনের অপেক্ষায় থাকা বিডিআর সদস্যরা।

ছ। এদিকে শহীদ পরিবারের সদস্য সহ অনেকেরই ভাষ্য সাজা বিহীন কোনো বিডিআর যেন জেলে না থাকে। বিচারকার্যে যারা নিয়োজিত তারাও বলেন জামিনে আইনগত বাধা নেই। আইনজীবীদের ভাষ্য, আশা করি আগামী আদালতে জামিন পাব- কিন্তু সবই ফাঁকা, কিছুই হচ্ছে না।

জ। গরিব অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য কারাগারে থাকায় পরিবারগুলোর অবস্থা বর্ণনা করার মতো নয়। পরিবার আইনজীবীদের টাকা দিতে পারছে না ঠিকমত। জেলবন্দিকেও টাকা দিতে পারছে না। সংসার কোনরকম অনাহারে অর্ধাহারে চলছে। উচ্চ আদালতে কিছু করবে তার জন্যেও আর্থিক অস্বচ্ছলতা বড় বাধা হয়ে আছে। এখানে বলতে হয়, গরিবের জন্য ন্যায়বিচার যেন স্বপ্না

10/09/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিমঐক্যরাষ্ট্র তুমি অন্ধ, তোমার বিবেকের দরজা বন্ধ তোমার বিবেকের দরজা বন্ধআউটসোর্সিং, দৈনিক মজুরি...
10/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ঐক্য

রাষ্ট্র তুমি অন্ধ, তোমার বিবেকের দরজা বন্ধ তোমার বিবেকের দরজা বন্ধ

আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের ঠিকাদার ব্যতিত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ ও চাকুরীর নিশ্চয়তার দারিতে-
Khabar News #

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারশিল্প মন্ত্রণালয়  Khabar News  #
10/09/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিল্প মন্ত্রণালয় Khabar News #

মৃত্যু হওয়ার ৪০ মিনিটের মধ্যেই ৫জনকে গ্রেফতারে করেছেন রাণীশংকৈল থানার পুলিশ মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনি...
10/09/2025

মৃত্যু হওয়ার ৪০ মিনিটের মধ্যেই ৫জনকে গ্রেফতারে করেছেন রাণীশংকৈল থানার পুলিশ

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেলোমেশিন চুরির জেরে কার্তিক নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানার পুলিশ।

সোমবার ০৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর পরপরই রাণীশংকৈল থানা পুলিশ নেকমরদ ইউনিয়নের অভিযান চালিয়ে নারায়ণপুর (কোয়াভিটা) গ্রামে অভিযান চালিয়ে ৪০ মিনিটের মধ্যেই কাশিনাথ এর ছেলে শ্রী হরি কিশোর (৩৬), অনন্ত কুমার বর্মনের ছেলে শ্রী তপন কুমার বর্মন (৪৩) ও শ্রী ডালিম কুমার (৩৮), নবদেব কুমার বর্মনের ছেলে শ্রী রতন চন্দ্র বর্মন (২৭), মৃত হেমন্তর ছেলে শ্রী নবদেব কুমার বর্মন (৪৮) কে গ্রেফতার করেছে।

নিহত কার্তিক চন্দ্র (৩৫) রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা গ্রামের খুনারামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বজনদের অভিযোগ, একই গ্রামের হদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা শ্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫জনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। Khabar News #

গ্লোবালব্র্যান্ডস এক্সেলেন্স এওয়ার্ড অনুষ্ঠিত হলো রেডিসন ব্লু' হোটেলে।সম্প্রতি রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে জমকা...
09/09/2025

গ্লোবালব্র্যান্ডস এক্সেলেন্স এওয়ার্ড অনুষ্ঠিত হলো রেডিসন ব্লু' হোটেলে।

সম্প্রতি রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪'। এ আয়োজনে বিজনেস কর্পোরেট, গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের কৃতিমান ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ‌‌‌ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব মার্গুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) এম আবদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ব্র্যান্ডস এর প্রেসিডেন্ট ও সিইও এবং বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের এডভাইজার সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম। ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪' প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান কাজী নাজমুল হাসান।
অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন এসিআই গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান আনিস উদ দৌলা, রহিমআফরোজ এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, নিয়াজ রহিম ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ক্রিয়েটিভ কর্পোরেট স্টার সিইও অ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশবন্ধু গ্রুপের সিইও মো ইদ্রিসুর রহমান। এ এছাড়া আরও অনেক গুণী কর্পোরেট ব্যক্তিত্বরা অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অ্যাওয়ার্ড এ সঙ্গীত, নৃত্য ও ফ্যাশন শো আয়োজিত হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল জমকালো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুরি বোর্ডর সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও অধ্যাপক ড. মতিন রহমান, জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান, আব্দুল আজিজ।
ক্রিটিক পুরস্কার পেয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর , মানবাধিকার খবরের সম্পাদক এমডি রিয়াজ উদ্দিন , ফারজানা করিম , সৈয়দ শাবনাজ , কাজী জারা জামান প্রমুখ ।
বিনোদন জগতের ফিল্ম, ড্রামা, ওটিটি, টিভি ও চলচ্চিত্র তারকারা এই আয়জনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তানজিন তিশা ও বারিশ হক, ফ্যশন শো'তে অংশগ্রহণ করেন পিয়া জান্নাতুল সহ ফ্যাশন তারকারা । কোরিওগ্রাফার ছিলেন ইমু হাশমি । সঙ্গীত পরিবেশন করেন সাবরিনা সাবা।
এ বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘তুফান’, সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন রায়হান রাফি। দেওয়ালের দেশ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শরিফুল রাজ, প্রিয় মালতি সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবিন চৌধুরী এবং দেওয়ালের দেশে অভিনয় করে নির্বাচিত হয়েছেন শবনম বুবলী। সেরা ওটিটি পরিচালক' হিসেবে 'অসময়' এবং 'সেরা ইউটিউব ড্রামা পরিচালক' হিসেবে 'শেষমেশ' নাটকের জন্য নির্বাচিত হয়েছেন কাজল আরেফিন অমি। পাশাপাশি শাকিব খান, মিশুক মণি এবং অন্যান্য শিল্পীদেরও পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণের সময় অতিথি ও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্প ও বিনোদনের মেলবন্ধন উদযাপন করেন। Manabadhikar Khabar News #

ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধনআনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-কুড়িগ্রাম জেলার ফুলবাড়...
08/09/2025

ধরলার ভাঙন থেকে চর গোরকমন্ডল রক্ষার দাবিতে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে ধরলা নদীর তীব্র ভাঙন থেকে রক্ষা করার দাবিতে রোববার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজন করে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি।

মানববন্ধনে ভাঙনের শিকার শতশত পরিবারসহ স্থানীয় নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। তারা জানান, গত দেড় মাসে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে।

নদীর আগ্রাসনে চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি বিলীন হচ্ছে, বসতবাড়ি ও পূর্বপুরুষদের কবরও নদীর তীরে ধ্বংস হয়ে যাচ্ছে।

ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া ও আবু সিদ্দিক কান্না জরিত কণ্ঠে বলেন,“আমাদের ফসলি জমি, বসতভিটা এমনকি পূর্বপুরুষের কবরও বিলীন হয়ে যাচ্ছে। এই ভাঙন থেকে আমাদের রক্ষা করুন। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা চাই।”

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন— কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন প্রমুখ।

বক্তারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। Khabar News #

কক্সবাজার সমুদ্র  সৈকতে গোসলে নেমে তলিয়ে গেল পর্যটক, ১০ ঘণ্টায়ও মেলেনি হদিস মােঃজানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম। কক...
08/09/2025

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে তলিয়ে গেল পর্যটক, ১০ ঘণ্টায়ও মেলেনি হদিস
মােঃজানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। নিখোঁজ মোহাম্মদ আহনাফ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বিভিন্ন গণমাধ্যমকে বলেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে আহনাফকে খোঁজা হচ্ছে। আমরা সম্ভাব্য উপায়ে সব চেষ্টা করছি যেন তাকে পাওয়া যায়।

এইসএসসি পরীক্ষা শেষে অবকাশযাপনে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন আহনাফ। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে সৈকতে বন্ধুদের সাথে গোসলে নামেন তিনি। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হলেও ১০ ঘণ্টায়ও আহনাফের কোনো হদিস মেলেনি।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, দুপুরে তিন পর্যটক সাগরে নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে আহনাফ এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে গত ৮ জুলাই সৈকতে নিখোঁজ হয়েছিলেন, দুই মাস হতে চললেও তাকে পাওয়া যায়নি।

গত এক বছরে সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১১ জন পর্যটক। সি সেইফ লাইফগার্ডের তথ্য বলছে- এই সময়ে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। Khabar News #

Address

Kabbo Kash Vhabon (5th Floor), Room # 5/18, Kawran Bazar, Dhaka-1215
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Manabadhikar Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manabadhikar Khabar:

Share

Category