Reeloop

Reeloop Reeloop, is a media broadcasting and production house. Please stay tuned with us to know more….

Reeloop operates various channels on YouTube like HealthNess, Trending Now, Travel Hacks, Dosto, the Hungry Box and many more.

26/05/2024

Peya Jannatul নিজের ক্যারিয়ারের বাঁকবদল করেছেন অনেকবার। মডেলিংয়ে আন্তর্জাতিক খ্যাতি আনবার পরও শুধু সেটা নিয়েই পড়ে থাকেননি তিনি। মডেল, অভিনেত্রী, লেখক, আইনজীবী হওয়ার পাশাপাশি স্পষ্ট বক্তা হিসেবেও পিয়া জান্নাতুলের পরিচিতি আছে।

20/05/2024

অনলাইন কনটেন্ট মেকারদের মধ্যে একেবারেই ব্যতিক্রম নেত্রকোণার কেন্দুয়ার সামিউল ভূঁইয়া, যিনি এখন পরিচিতি পেয়েছেন ‘ভাইসাব’ নামে। একেকটা ভিডিওতে মজার ছলে তিনি তুলে আনেন সামাজিক নানা অসঙ্গতি। তার স্বভাবসুলভ হাস্যরসের সাথে ব্যাঙ্গোক্তি ও স্লেষবাক্যের মিশেলে সব বয়সের-শ্রেণি-পেশার মানুষের কাছেই হয়ে উঠেছেন খুব জনপ্রিয়। একেকটা ভিডিও প্রচারের সাথে সাথেই লক্ষাধিক ভিউ ও হাজারেরও বেশি শেয়ার তার জন্য খুব সাধারণ ঘটনা।

14/05/2024

‘ড্রপ ইওর নিডলেস থিংস’—এই মন্ত্র বা প্রতিপাদ্য নিয়ে ফেসবুকে গড়ে উঠেছে ‘রিসাইকেল বিন গ্রুপ’, যা ফ্লি মার্কেট নামেও সমধিক পরিচিত। এটা কম্পিউটারের রিসাইকেল বিন নয়, যেখানে ডিলিট করা কোনও ফাইল বা ছবি পাওয়া যাবে। এটা ফেসবুকভিত্তিক একটি গ্রুপ, যেখানে পুরনো, ব্যবহার্য বা নতুন কিন্তু ব্যবহার করা হয়নি, এমন জিনিসই কেনাবেচা হয়ে থাকে।

30/04/2024

জন্ম থেকেই দুই হাত নেই মিরাজুল ইসলামের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি Miraz Afridi নামে পরিচিত। স্ত্রী সুমাইয়া আক্তার ও একজন সহকারীর সহায়তায় তিনি দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে ভ্লগ (ভিডিও ব্লগ) করেন। আর এতে তাঁর মাসে আয় হয় গড়ে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। মিরাজের ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ১৫ লাখ।

24/04/2024

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম সেমিস্টারের ফি দিতেই হিমশিম খাচ্ছিলেন জয়িতা ব্যানার্জি। বাবার অনেক চেষ্টার পর টাকা জোগাড় হয়। তত দিনে নির্ধারিত সময় পেরিয়ে গেছে। গুনতে হয়েছে জরিমানা। ‘আরেক সেমিস্টার আসার আগে নিজেকেই কিছু করতে হবে’—এই তাগিদে আয়ের পথ খোঁজা শুরু করেন তিনি। প্রথমেই টিউশনি। কিন্তু সেই টাকায় অবস্থার তেমন পরিবর্তন হলো না। সেই থেকে আউটসোর্সিংয়ের শুরু করেন জয়িতা। এখন মাসে তাঁর আয় গড়ে প্রায় ২ লাখ টাকা।

31/03/2024

বেডরুমের দরজা বন্ধ করে একা একা গান গাওয়া লাজুক Tasrif Khan ভক্তদের উপহার দিয়েছে ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘তাইতো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’, ‘মধ্যবিত্ত’র মতো গানগুলো। ২০১৬ সালে গড়ে তোলা কুঁড়েঘর ব্যান্ডের কোনো কোনো গানের ভিউ এখন তিন–চার কোটি। ভিউয়ে কোটিপতি তাসরিফদের ফেসবুকে পোস্ট করা গান ভাগাভাগি করেন লাখ লাখ ভক্ত।

13/03/2024

গায়ক তিনি, ছায়ানটে গান শিখেছেন পেশাদার গায়কের মতোই। উদীচীর সঙ্গেও জড়িত ছিলেন। উচ্চমাধ্যমিক শেষ করে সেনাবাহিনীর চাকরিতে যান। ব্যারাকের জীবনে ইতি টেনে জড়ান সাংবাদিকতায় ইউনিফর্মের বাইরে বেরিয়ে চাকরি শুরু করেন নিউ নেশনে, ক্রীড়া সাংবাদিক হিসেবে। একসময় সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করেন। পেশা-নেশার বৈচিত্র্যপূর্ণ জীবন। বিচিত্র এই জীবনে যে কাজটি বরাবর করতেন এবং করেন তা হলো, ফটোগ্রাফি।

09/03/2024

তরুণ সংগীত পরিচালক ও শিল্পী Pritom Hasan যার নামের সাথে বাবা প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর নাম জুড়ে আছে । গানের জগতে এসেছেন সেই পারিবারিক আবহের কারণেই। তবে গানের যা শেখা সেটা প্রায় নিজে নিজেই করেছেন তিনি। কিন্তু কীভাবে সামরিক বাহিনীতে যোগ দেয়ার স্বপ্নকে ছাড়িয়ে হয়ে উঠলেন গায়ক এবং পরবর্তীতে নায়ক?

03/03/2024

মুখভর্তি ধবধবে দাড়ি, টাক মাথার ফর্সা এই মানুষটিকে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দেশের অনেকেই এখন চেনেন। কিন্তু কীভাবে ঠিকাদার টিপু সুলতান হয়ে উঠলেন ইংরেজি বইয়ের লেখক এবং নিজের বই ফেরী করে বিক্রি করলেন ৩ লাখ কপি?

27/02/2024

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তঘেঁষা ভোলাহাট উপজেলার মুসরিভূজা গ্রামের বাসিন্দা জিয়াউল হক। পেশায় তিনি একজন সাধারণ দই বিক্রেতা হলেও তার নেশা সমাজসেবা। দই বিক্রির টাকায় তিনি তৈরি করেছেন লাইব্রেরি।

21/02/2024

গায়ে হলুদের টেবিল থেকে শুরু করে জন্মদিনের অনুষ্ঠান- আজকাল কর্পোরেট অনুষ্ঠানের টেবিলেও শোভা পায় ‘ফুড কার্ভিং’ খ্যাত শিল্পকর্মটি। চোখের পলকে শিল্পীরা কুমড়ো থেকে ঝুড়ি, ময়ূর, মাছ, হাঁস কিংবা গাজর-টমেটো দিয়ে ফুল-পাতা তৈরি করে ফেলতে পারেন। ফুড কার্ভিং করে শরীয়তপুরের ফারদিন খান মাসে আয় করছেন লাখ টাকার উপরে।

17/02/2024

রাজনীতিতে রুমিন ফারহানা বেশ আলোচিত নাম। পেশায় আইনজীবী এই তরুণ নেত্রী রাজনীতিতে এসে স্বল্প সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সমসাময়িক ইস্যুতে তার ক্ষুরধার বক্তব্য, আইনি ব্যাখ্যা, যুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষমতা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তার ব্যক্তিত্ব, রুচিবোধ, বাচনভঙ্গি, টক শোতে সরব উপস্থিতি, পারিবারিক ঐতিহ্য, দল ও নেতৃত্বের প্রতি প্রতিজ্ঞা এবং রাজনীতির মাঠ থেকে সংসদে সোচ্চার ভূমিকার প্রশংসা রয়েছে রাজনৈতিক মহলে।

Address

Reeloop Digital Pvt. Ltd. , Level-3, House-31, Road-1A, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Reeloop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reeloop:

Share