26/07/2025
উপসংহার
সময়ের কথা সময়ে বলতে না পারলে মানুষ যেমন কথার স্বাদ হারায়। তেমনি সময়ের দরকারে মানুষ মানুষকে যথাসময়ে না পেলে আগ্রহ হারিয়ে ফেলে।পরবর্তীতে ঐ মানুষটাকে পেলেও খুব একটা স্বস্তি কিংবা উদ্দীপনা জাগেনা আর। সময়ে যা প্রয়োজন ছিলো অসময়ে তা আমাদের কাজে আসা আর না আসা একই অর্থ হয়ে দাঁড়ায়। আমরা কথা জমাই মানুষের জন্য মানুষ। আমরা স্নেহময় প্রেম জমাই, অপেক্ষার চাদরে বসে থাকি স্টেশনের পর স্টেশন;কিন্তু যখন অপেক্ষারাও ক্লান্ত হয়। কাঙ্খিত উদ্দেশ্য অধরাই থেকে যায়।