jagrannews24.com

jagrannews24.com Jagrannews24.com is trying to build a bridge with Bengali language news portal in Bangladesh.

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়সরকারি চাকুরিতে কর্মস্থল বদলী প্রক্রিয়া স্বাভাবিক। তবে ব...
01/07/2025

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়

সরকারি চাকুরিতে কর্মস্থল বদলী প্রক্রিয়া স্বাভাবিক। তবে বদলী হলেও বার বার একই জায়গায় রহস্যজনকভাবে ফিরে আসছেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এল/এ শাখার সার্ভেয়ার আসাদুল রহমান আসাদ। এ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন একই অফিসে চাকুরি করার সুবাদে গড়ে তুলেছেন নিজস্ব ঘুষ বানিজ্যের সিন্ডিকেট।

সংশ্লিষ্ট অফিসের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সার্ভেয়ার আসাদুর রহমানের পদায়ন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে হলেও রহস্যজনক কারণে তিনি বিগত ১১ বছর ধরে সংযুক্তিতে পটুয়াখালীতে কর্মরত রয়েছেন।

৫ ই আগস্টের পর দেশের পট পরিবর্তন হলে এল/এ শাখার সার্ভেয়ার মোঃ মোশারফ হোসেন, সাদ্দাম হোসেন, আবুল কালাম, মোঃ ইমরান হোসেন, বিশ্বজিৎ। কানুনগো মোঃ ফজলুল রহমান, ইব্রাহীম , মোঃ কুদ্দুস রহমান এদেরকে বদলি করা হয়েছে। এই সুযোগে দুনীতি ও অনিয়ম সহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও সার্ভেয়ার আসাদ নিজের ভোল পাল্টে নতুন ভাবে ভূমি অধিগ্রহণ (এল/এ) শাখায় মোটা অংকের অর্থের বিনিময়ে বদলি হয়ে আসেন।

সূত্রে আরও জানা গেছে, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ২০১৫ সালে যোগদানের পর একটানা পাঁচ বছর ভূমি অধিগ্রহণ শাখায় কাজ করার পর ২০২০ সালে তাকে গলাচিপা উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। কিন্তু ছয়মাস যেতে না যেতেই তদবির করে তিনি (আসাদ) পূর্ণরায় পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখায় চলে আসেন।

পরবর্তীতে ব্যাপক দুনীতি ও অনিয়মের অভিযোগে তাকে মির্জাগঞ্জে বদলী করা হলেও সেখানে ছয় মাস যেতে না যেতেই তিনি (আসাদ) আবার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় বদলি হয়ে চলে আসে।

সার্ভেয়ার আসাদুল রহমান আসাদ ভূমি অধিগ্রহণের জন্য নিজস্ব সিন্ডিকেট শক্তিশালী করতে নিজের পছন্দের সার্ভেয়ারদের তদবির করে টাকার বিনিময়ে নিজের (এল/এ) শাখায় বদলি করে এনেছেন। বদলির ক্ষেত্রে সার্ভেয়ার আসাদ প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ টাকা করে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা অবিলম্বে সার্ভেয়ার আসাদুর রহমান আসাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে এই দুনীতিবাজ সার্ভেয়ারের বদলির দাবি জানান।

এদিকে, সার্ভেয়ার আসাদুল রহমান ও তার সিন্ডিকেটের কয়েকজন সহযোগীর নানা অপকর্মের প্রতিকার চেয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ করেন।

01/07/2025
25/05/2025

বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারে নির্মাণাধীন বিউটি সুপার মার্কেটের ডেভলপার ও বিনিয়োগকারীদের সাথে জমির মালিক জুলফিকার উদ্দিন চৌধুরী ও তার ছেলে সৈয়দ আশিক চৌধুরীসহ তার পরিবারের নানামুখী প্রতারণার প্রতিবাদে সম্মেলন করেন ভুক্তভোগী আবুল হাসান কুদ্দুস।

25/03/2025

চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

25/03/2025

বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে তিন দিন ব্যাপি মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী।

22/03/2025

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের ক্ষমতার দাপটে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছেন তার শ্বশুর ফিরোজ কমিশনার।

২১/০৩/২০২৫, রাত ১০ ঘটিকায় এই ঘটনা ঘটে, ধানগবেষনা রোড, বরিশাল।

নিখোঁজ সংবাদপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো: জাহাঙ্গীর হোসেন (৬০) গত ১৭...
19/03/2025

নিখোঁজ সংবাদ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো: জাহাঙ্গীর হোসেন (৬০) গত ১৭ মার্চে নিখোঁজ হয়।

এ সময় জাহাঙ্গীরের পরনে সার্ট ছিল। তার উচ্চতা ৫" ৬ , গয়ের রং উজ্জ্বল, মুখ মণ্ডলে গোঁফ। এ ব্যাপারে নিখোঁজ বৃদ্ধার ছেলে মাসুদ রানা মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং ৫৬২, তারিখ ১৭-০৩-২০২৬। যদি কেউ বৃদ্ধার সন্ধান পান তাহলে মোবাইল নম্বর ০১৭৪৩-৫০০৪৪২ জানাতে অনুরোধ করা হয়েছে।

25/11/2024

বরিশালে তথ্য মেলায় : গানের অনুষ্ঠান

হাসিনার মতোই ২৫ মার্চ নেতা কর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দীন কন্যা শারমিন আহমদ
13/11/2024

হাসিনার মতোই ২৫ মার্চ নেতা কর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দীন কন্যা শারমিন আহমদ

07/11/2024

সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
- প্রধান উপদেষ্টা

07/11/2024

ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদের নেতৃত্বে র‍্যালি ।।

০৭-০১১-২০২৪
বরিশাল।

রাজধানীর ধানমন্ডি থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার।
06/11/2024

রাজধানীর ধানমন্ডি থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু গ্রেপ্তার।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when jagrannews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to jagrannews24.com:

Share