19/07/2025
পেপার কাপে কফি দেন কারা?
আমাদের দেশে এখনো সিরামিক কাপে কফি দেওয়ার রেওয়াজ বেশি। কারণ এটি শুধু পরিবেশনার সৌন্দর্যই বাড়ায় না, বরং কফির স্বাদ ও উষ্ণতাও ভালোভাবে ধরে রাখে।
তবে যখন কোনো কাস্টমার বিশেষভাবে বলেন — "পেপার কাপে দিন", তখনই আমরা পেপার কাপ ব্যবহার করি। সাধারণত, যারা কফি নিয়ে দ্রুত বেরিয়ে যেতে চান বা যাদের বসার জায়গা নেই, তারাই পেপার কাপ পছন্দ করেন।
যারা স্টলের মতো জায়গা বা চলন্ত কফি পরিবেশন করেন, তারাও পেপার কাপ ব্যবহার করেন, কারণ এটি সহজ, হালকা এবং বহনযোগ্য।
অতএব, আমরা কাস্টমারের প্রয়োজন ও পছন্দকে প্রাধান্য দিই — চাইলেই সিরামিক, আবার প্রয়োজন হলে পেপার কাপ। সবটাই কাস্টমার সন্তুষ্টির জন্য।