বাজপাখি - BaaZpakhi

বাজপাখি - BaaZpakhi Search!

🙄
30/11/2022

🙄

23/09/2022

১১🇧🇩 জন মহিলা ফুটবলার মিলে
হারিয়েছে ৮ টি দেশকে,
আর ১ জন কোরআনের হাফেজ
একাই হারিয়েছে ১১১ টি দেশকে✌️

আলহামদুলিল্লাহ ❤️😍💪🏽

29/08/2022

-বিয়ার যা পরিস্থিতি, বউ খুজি তি তি তি 🧐
বাপ/দাদার আমলের স্মৃতি ধইরা রাখতে চাই✌️
-মাগার কেমনে ধরুম ভাই? 🤔
-বিয়ার প্রস্তাব দিলেই কয় 🥴
পোলার কয় টাকা কামাই 🤣

বাঙালী পারে ও 🤣
25/08/2022

বাঙালী পারে ও 🤣

সোনামণি, মাফ করো না তুমি তা‌দের !তোমার কান্নার শব্দ নাকি অনেকটা সময় পর্যন্ত শোনা গিয়েছিলো !! এভাবে আর কত 😪
15/08/2022

সোনামণি, মাফ করো না তুমি তা‌দের !
তোমার কান্নার শব্দ নাকি অনেকটা সময় পর্যন্ত শোনা গিয়েছিলো !! এভাবে আর কত 😪

আহা রে কি মর্মান্তিক 😢আজ রাজধানী উত্তরা জসিমউদ্দীন মোড়ে বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ক্রেন থেকে গার্ডার পরে৪ জনের মৃত্যু...
15/08/2022

আহা রে কি মর্মান্তিক 😢
আজ রাজধানী উত্তরা জসিমউদ্দীন মোড়ে বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ক্রেন থেকে গার্ডার পরে
৪ জনের মৃত্যু 😭

সময়ঃ বিকেল ৪টা

কক্সবাজারে কয়েকদিন আগে দুটো মৃত তিমি ভেসে এলো না? বিজ্ঞানীরা ধারণা করছে এরা কাপল। পুরুষ তিমিটি হয়তো বড় কোন জাহাজের ধাক্ক...
24/04/2021

কক্সবাজারে কয়েকদিন আগে দুটো মৃত তিমি ভেসে এলো না? বিজ্ঞানীরা ধারণা করছে এরা কাপল। পুরুষ তিমিটি হয়তো বড় কোন জাহাজের ধাক্কায় মারা গেছে। এই শোক সইতে না পেরে স্ত্রী তিমিটিও আত্মহত্যা করেছে।

তিমি খুবই অনুভূতি সম্পন্ন প্রাণী। তিমির বুদ্ধিও আছে। এরা কখনো একা চলে না। জোড় বেঁধে চলে। সঙ্গীর মৃত্যু হলে তিমি যখন একা হয়ে যায় তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়।

সঙ্গীর মৃত্যু হলে তিমির আত্মহত্যার ঘটনা বিশ্বে প্রচুর। এরা দল বেঁধে চলতে ভালবাসে। একজনের বিপদ হলে সবাই ঝাপিয়ে পড়ে। দলের জন্য অনায়েসে নিজের জীবন দিয়ে দেয়।

কয়েক বছর আগে নিউজিল্যান্ডে এক দিনে প্রায় ৩শ তিমি আত্মহত্যা করেছিল। এরা সমুদ্রের তীরে উঠে আসে। মানুষ অনেক চেষ্টা করেও তাদের সমুদ্রে ফেরত পাঠাতে পারেনি।

ভারতের তামিল নাড়ুতে প্রায় ১০০টি তিমি তীরে এসে আটকে গিয়েছিল। জেলেরা অনেকগুলোকে অনেক চেষ্টা করে ঠেলে সমুদ্রে পাঠালেও তারা আবার ফিরে আসে। রাতে সমুদ্রে নিয়ে ছেড়ে দিয়ে আসার পর সকালে উঠে দেখে সবগুলো আবার ফিরে এসে তীরে মরে পড়ে আছে।

বিজ্ঞানীরা ধারণা করে, কোন তিমি যদি তীরে উঠে বালুতে আটকে যায় তখন সমুদ্রে একটি সিগন্যাল পাঠায়। তাকে বাঁচাতে তখন ঝাকে ঝাকে তিমি এসে নিজেরাও আটকে যায়। জেলেরা ধরে নিয়ে তাদেরকে সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করলেও সঙ্গীকে ফিরে না পাওয়া পর্যন্ত বারবার ফিরে আসতে থাকে।

ব্লুহোয়েল (নীল তিমি) নামে একটা গেম নিয়ে অনেক আলোচনা হয়েছিল। যে গেমটা মানুষকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যায়। এই হলো গেমটির নাম করণের সার্থকতা।

মানুষ ছাড়া আর কোন প্রাণীর মধ্যে অভিনয় নেই, ছলনা নেই, বিশ্বাস ঘাতকতা নেই। তারা যেটা করে সঙ্গীর জন্য, দলের জন্য ডেস্পারেটলি করে। কারণ তাদের বুদ্ধি কম। ছলনা করার মতো বুদ্ধি নেই তাদের। ওরা সেলফি তুলে নেতাকে খুশি করার চেষ্টা করে না। মুখে হাসি দিয়ে অন্তরে ঘৃণা পুষে রাখার মতো ক্ষমতা তাদের নেই।

মানুষ নিজেদের মরার জন্য যে পরিমান অস্ত্র তৈরি করে রেখেছে অন্য প্রাণী মারতে তেমন নেই। কোন প্রাণী নিজেদের ক্ষুধা নিবারণ ছাড়া অন্য প্রাণীকে মারে না। নিজের শক্তি জাহির করতে কাউকে পেটায় না। তারপরও নাকি আমরাই সৃষ্টির সেরা জীব।

Collected

08/04/2021
07/04/2021
জ্যামিতিক এন্ট্রি!
07/04/2021

জ্যামিতিক এন্ট্রি!

বুদ্ধি থাকলে টাকা লাগে না..!  😅
18/03/2021

বুদ্ধি থাকলে টাকা লাগে না..! 😅

তুরাগ বাসের যাত্রি যখন ভুল করে বিমানে উঠে 😁
11/03/2021

তুরাগ বাসের যাত্রি যখন ভুল করে বিমানে উঠে 😁

        আমার ছোটবেলার বন্ধু ও মেধাবী ছাত্র  মিলন। হঠাৎ করে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়।😢 অনেক টাকার প্রয়োজন। 😣দয়া করে, ...
28/02/2021


আমার ছোটবেলার বন্ধু ও মেধাবী ছাত্র মিলন। হঠাৎ করে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়।😢 অনেক টাকার প্রয়োজন। 😣
দয়া করে, নিজের পরিবারের সদস্য মনে করে সবাই সাহায্য করুন।🙏

বিকাশ ও রকেটঃ- 01987124568. (মিলন)
plz contact:- 01777441068

মিলন কাজী আবু তালেব মডেল একাডেমি স্কুলে থেকে এসএসসি তে A+ পেয়েছিল।সে গাজিপুরা বাসীর গর্ব। তাছাড়া টংগী সরকারি কলেজের একাউন্টিং বিভাগ থেকে স্নাতক করে।
আমরা তাকে আবার সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে পেতে চাই।
আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

💘
19/02/2021

💘

14/02/2021

আজকে গায়ে হলুদ আর হাংগা একদিনেই পরসে...😂

Happy valentine's Day❤️🌹
Happy ফাল্গুনের শুভেচ্ছা 🤟

 #বন্ধুত্বের কোন শ্রেণি ভেদ হয় না 💪"মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়! সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে দ...
08/02/2021

#বন্ধুত্বের কোন শ্রেণি ভেদ হয় না 💪

"মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়! সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে দিচ্ছিলো না।অনেকটা জোর করেই চেম্বারে ঢুকে বলে ফেললো-'তর চেম্বারে ঢুকতে কি সিরিয়াল লাগেরে?'

তুই তুকারী! চেম্বারের ভিতরের প্রায় সবাই হতবম্ব! বললাম-' দোস্ত, আমার চেম্বারে ঢুকতে তর কোন প্রকার সিরিয়ালের দরকার নাই।' এ্যাটেন্ড্যান্ট এর দিকে তাকিয়ে সে এবার বললো-'হুনছস, তর স্যারে কি কইছে?'

মধু হলো আমার বাল্যকালের স্কুলবন্ধু। একসাথে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। অতঃপর........

প্রাইমারী স্কুল জী্বনের সব বন্ধু-বান্ধবীদেরকে আজ ভীষণ ভীষণ মনে পরতেছে। ভালো থাকুক সব বন্ধুরা"

© Dr. M Nurul Islam

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ব্যাংকনোটকোলকাতার সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে নোটগুলো ছাপানো হয়েছিল বাজারে ছাড়া হয় ১৯...
04/02/2021

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ব্যাংকনোট
কোলকাতার সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে নোটগুলো ছাপানো হয়েছিল
বাজারে ছাড়া হয় ১৯৭২ সালের ৪ মার্চ
এগুলোকে ম্যাপ সিরিজের নোটও বলা হয়।

 #বাবা
04/02/2021

#বাবা

মিম নামের কিশোরী মেয়েটা কেন্দ্রীয় শহীদ মিনার আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করতো৷ কাল রাতে তার বিবস্ত্র লাশ শহী...
01/02/2021

মিম নামের কিশোরী মেয়েটা কেন্দ্রীয় শহীদ মিনার আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করতো৷ কাল রাতে তার বিবস্ত্র লাশ শহীদ মিনারের পেছন থেকে উদ্ধার করা হয়েছে৷

শহীদ মিনার! একজন কিশোরীর বিবস্ত্র লাশ!

শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটা কোন পোশাক পড়ে ছিলো জানা যায়নি, গেলে আপনাদের জানিয়ে দেবো, যাতে আপনারা অজুহাত খাড়া করতে পারেন। আর যেহেতু মেয়েটা গরীব মেয়ে আপনাদের পশ চেতনাকে জাগ্রত করার আশাও রাখিনা৷

তবে শহীদ মিনারের যদি চোখ থাকতো, আজকে সে নিশ্চয়ই কাঁদতো!

©স্যান্দ্রো

একজন অবসর প্রাপ্ত সরকারি ডাক্তারের টমেটো বাগান 🤣🤟
26/01/2021

একজন অবসর প্রাপ্ত সরকারি ডাক্তারের টমেটো বাগান 🤣🤟

হিসাবটা কোন ভাবেই মিলাইতে পারতেছিনা 🤔আচ্ছা! ট্রেনটা কি পাইপের উপর দিয়ে যাইবো?🤣
25/01/2021

হিসাবটা কোন ভাবেই মিলাইতে পারতেছিনা 🤔
আচ্ছা! ট্রেনটা কি পাইপের উপর দিয়ে যাইবো?🤣

এইটা ও দেখার বাকি ছিলো...
25/01/2021

এইটা ও দেখার বাকি ছিলো...

25/01/2021

তাহার বয়েজ টা শুনলে বুকের ভেতর কেমন যেন ধুমরে মুচড়ে যায়...😞 কেন 😭 সে আমার সাথে এতো গুলো বছর অভিনয় করল.............?
আমি কি এতো টাই অযোগ্য ছিলাম? 😥
আমাকে কি একটু ও বিশ্বাস করা যাই নি 😭

 #বাবাআজ কেউ একজন খুব খুশি হবে 👶❤️🤟
25/01/2021

#বাবা
আজ কেউ একজন খুব খুশি হবে 👶❤️🤟

আজ এক মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়ল। তিনি বলেছিলেন, "কখনো খেয়াল করেছেন, 'লা ইলাহা ইল্লাল্লাহ' হলো সবচেয়...
24/01/2021

আজ এক মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়ল।

তিনি বলেছিলেন, "কখনো খেয়াল করেছেন, 'লা ইলাহা ইল্লাল্লাহ' হলো সবচেয়ে সহজ জিকির? এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াইতে হয়না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে। শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়।"

মুরব্বির কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলেই তো। শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না।

আমাদের বিস্মিত মুখ দেখে মুরুব্বী বললেন, "আচ্ছা বলো তো, আল্লাহ তাআলা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন?"

আমরা মুরুব্বীকে জিজ্ঞেস করলাম, কেন?

তিনি বললেন, "মৃত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনোরকম কষ্ট ছাড়াই অনায়াসে 'লা-ইলাহা-ইল্লাল্লাহ' বলতে পারে। এটাই কারণ। আর কিচ্ছু না।"

!!!সুবহানাল্লাহ!!!

আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, মেয়ের বাবারা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিতে চান না, অথচ তারা জানেন...ই ন...
22/01/2021

আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, মেয়ের বাবারা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিতে চান না, অথচ তারা জানেন...ই না যে বিয়ে টা ক্যারিয়ারের সাথে নয় যৌবনের সাথে।

কথা সত্য ?  না ভেজাল আছে ???
21/01/2021

কথা সত্য ? না ভেজাল আছে ???

21/01/2021

আচ্ছা বলেন তো 🤔
বডি স্ক্রিনশট কাকে বলে?

এভাবেই ভালোবেসে আগলে রেখেছিলাম ❤️
21/01/2021

এভাবেই ভালোবেসে আগলে রেখেছিলাম ❤️

এই তাহলে আসল কাহিনী 🤟🤣
20/01/2021

এই তাহলে আসল কাহিনী 🤟🤣

এই মহান ডাক্তার কোন টাকা ছাড়াই এই গরীব অসহায় লোকটির অপারেশন করালেন 🙂মানুষ মানুষের জন্য....😍
18/01/2021

এই মহান ডাক্তার কোন টাকা ছাড়াই এই গরীব অসহায় লোকটির অপারেশন করালেন 🙂
মানুষ মানুষের জন্য....😍

Address

Dhaka

Telephone

+8801728801452

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাজপাখি - BaaZpakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাজপাখি - BaaZpakhi:

Videos

Share

Category