Md Abu Musa

Md Abu Musa ���

বাবার মত ছেলেও হঠাৎ করে চলে গেলেন।
27/07/2025

বাবার মত ছেলেও হঠাৎ করে চলে গেলেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের মরা পশুর টল ফাঁড়ির সিং এলাকায় এর পাতা ফাঁদে আটকে পড়া অবস্থায় জীবিত একটি হরিণ উদ্ধার করেছে ...
27/07/2025

সুন্দরবন পূর্ব বন বিভাগের মরা পশুর টল ফাঁড়ির সিং এলাকায় এর পাতা ফাঁদে আটকে পড়া অবস্থায় জীবিত একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধারের পর হরিণটিকে সুন্দরবনে অবুক্ত করে দেন তারা।

ফেসবুক প্রেম তারপর বিয়ে। কেটে গেল দেড়মাস। তারপর জানতে পারলো নববধু একজন পুরুষ। ভুক্তভোগীর নাম  মাহমুদুল হাসান শান্ত। তিন...
27/07/2025

ফেসবুক প্রেম তারপর বিয়ে। কেটে গেল দেড়মাস। তারপর জানতে পারলো নববধু একজন পুরুষ। ভুক্তভোগীর নাম মাহমুদুল হাসান শান্ত। তিনি যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ আসলে একজন পুরুষ। স্থানীয় সূত্রে জানা যায় নববধুর প্রকৃত নাম মোঃ শাহিনুর রহমান।

দোষ করে একজন আর মাথা নিচু করে ১০জন।
27/07/2025

দোষ করে একজন আর মাথা নিচু করে ১০জন।

সাধু সাবধান! চাঁদাবাজি বন্ধে এরকম আরো অনেকের দরকার
27/07/2025

সাধু সাবধান! চাঁদাবাজি বন্ধে এরকম আরো অনেকের দরকার

24/07/2025

গ্রেফতারের আগে কারন জানানো বাধ্যতামূলক ,
পুলিশকে দিতে হবে পরিচয়।

"জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দে...
24/07/2025

"জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!
রাজনীতি বড়ই কুটিল খেলা!
@আর এ রাশেদ

21/07/2025

প্রায় সাড়ে তিন কোটি মানুষের শহরের উপরে কেন বিমান প্রশিক্ষণ?

02/07/2025

আল্লাহর ৯৯ নাম ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন

11/12/2022

এভাবে সব শেষ হয়

28/11/2022
28/11/2022

ধানক্ষেত

Address

Dhaka, Dhaka Division
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abu Musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abu Musa:

Share