বায়ান্ন ’৫২

বায়ান্ন ’৫২ একটি সৃজনশীল প্রকাশনী

বইমেলা তো এগিয়ে আসলো। এবারের মেলা হবে ১৭ ডিসেম্বর '২৫ - ১৭ জানুয়ারি '২৫। যাদের পাণ্ডুলিপি রেডি, কিন্তু সিদ্ধান্ত নিতে পা...
27/09/2025

বইমেলা তো এগিয়ে আসলো। এবারের মেলা হবে ১৭ ডিসেম্বর '২৫ - ১৭ জানুয়ারি '২৫। যাদের পাণ্ডুলিপি রেডি, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন্ প্রকাশনী থেকে বের করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

25/09/2025
25/09/2025
25/09/2025
18/09/2025
27/08/2025
05/08/2025

বায়ান্ন ’৫২ এর Asif Asif এর জন্মদিন ছিল কাল
নিশ্চিন্ত নির্ভাবনায় অনাবিল সুখের হোক প্রতিটি সকাল।

Many many happy returns of the day.

শুভ জন্মদিন।
ভালো থেকো, ভালো রেখো।

মোহাম্মদ নূরে আলম সরকার

26/07/2025
https://www.facebook.com/share/p/1M9GekDkUF/আমাদের উপরোক্ত ইভেন্ট এর ফলাফল প্রকাশে অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আন্তরিকভাব...
12/07/2025

https://www.facebook.com/share/p/1M9GekDkUF/

আমাদের উপরোক্ত ইভেন্ট এর ফলাফল প্রকাশে অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এ ইভেন্টে বিজয়ী কে হয়েছেন, আশা করি তা আর বলে দিতে হবে না।

অভিনন্দন সুহৃদ Tasifa Tanim

আমাদের পেইজের হোয়াটসআপে / ইনবক্সে আপনার ঠিকানা দিন, প্লিজ।

কার্টেসি : Shahriar Takee Afindiউন্মাদ আশ্রম’এর মতোন গল্প হক সাহেব কেনো লিখলেন? এর সূক্ষ্ম উত্তর মিলবে উৎসর্গপত্রে— বুদ্...
10/06/2025

কার্টেসি : Shahriar Takee Afindi

উন্মাদ আশ্রম’এর মতোন গল্প হক সাহেব কেনো লিখলেন? এর সূক্ষ্ম উত্তর মিলবে উৎসর্গপত্রে— বুদ্ধিজীবী এবং প্রতারকদের।

গল্পে ঠগ জহিরের রঙ্গমঞ্চে কর্তির ব্যবচ্ছেদ থেকে এই ধারণা করা যায় যে, বুদ্ধির চর্চা না করে মানুষ ঠকানো অসম্ভব। জহির চরিত্রে এখন সামাজিক যেকোনো স্তরের মানুষের প্রতিস্থাপন সম্ভব, বিশেষত রাজনীতিবিদ।

২০২১ সালে শুরুর দিকে জানলাম, ভিক্ষুক আশ্রম নামে হক সাহেবের বই আসবে। করোনা মহামরি শুধু মানব শরীর নয়, আক্রমণ করেছিলো বইমেলাকেও। অতঃপর জানা গেলো, ভিক্ষুক আশ্রম প্রকাশিত হচ্ছে না; এপ্রিল মাসে এসে কাঙালসংঘ নামক নয়া উপন্যাসের আবির্ভাব ঘটলো।

দিনে দিনে চার বছর সময়, ২০২৫ সালের বইমেলায় বোধকরি ভিক্ষুক আশ্রম নাম পাল্টে উন্মাদ আশ্রম ধারণ করে প্রকাশিত হলো। মাঝখানে '২৪ বইমেলায় লেখকের দুটো বই এলো, হক সাহেব নিভৃতচারণ ক্ষান্ত দিয়ে ক্যামেরামুখী হলেন— সাক্ষাৎকার আর সোস্যালে উনার এক্টিভিটি বাড়লো। ব্যক্তিগত জীবনেও নানান ঝড়ঝাপটা সইতে লাগলেন। জানা গেলো, অর্থ কষ্টে পড়েছেন বিধায় এক মেলায় দুই বই! '২২ সালে এক প্রবন্ধে লিখেছিলাম কমার্শিয়াল ওবায়েদ হক'কে চাইনে; নিজের লেখা নিজে পড়ে '২৪ সালে হাসলুম খানিক্ষণ।

কাঙালসংঘের পর অর্ধ দশক ক্ষোভ নিয়েই ছিলাম, লেখক নিজের প্রতি অবিচার করছেন। অবশেষে উন্মাদ আশ্রমে এসে সে অভিযোগ উঠিয়ে নিলাম।

পরাবাস্তব ন্যারেটিভ মানেই সমাজ এবং রাজনীতি দুটোকেই প্রশ্নবানে মেরে ফেলা। তবে সে প্রশ্নের কোনো লেবাস থাকবে না, আওয়াজ হবে না কিন্তু পাঠকের করোটির ভেতরে প্রচন্ড চাপ সে সৃষ্টি করবে। পাঠক বিহ্বল হবেন, ভাববেন এবং তার দৃষ্টি সমাজের প্রতি হবে কঠোর।

মানুষ ঠকানোতে পারদর্শী জহিরের প্রতি তাই কোনো টান গল্পে তৈরি হবে না। হক সাহেব নিজেই বলছেন বইটাকে কিংবা বই কিভাবে পড়া উচিত সে সম্পর্কে— “অক্ষর যেমন মানুষের চিন্তাকে মুক্তি দিতে পারে, তেমনি পাশাপাশি বসে অক্ষর শেকলের মতো মানুষের চিন্তাকে বেঁধেও রাখতে পারে।”

শেকল থেকে পরিত্রাণের উপায়ও বলে দিচ্ছেন— চারপাশে তাকিয়েও দেখতে হবে। বই থেকে প্রাপ্ত জ্ঞান নিজের সামাজিক অবস্থানে প্রয়োগ না করলে সে জ্ঞান শিকল ছাড়া আর কিছু নয়।

অমাবস্যার মতোন কালো কাক কাঠির মতো দুটো পা লাগিয়ে জহিরের জীবনে ‘লাল গোলাম’ হয়ে এসেছিলো, আর বাটপার জহির তার শুকিয়ে যাওয়া এক পা ধরে খুঁড়াতে খুঁড়াতে মার্ডার মামলা থেকে বাঁচার জন্য ১১২ পাতা পর্যন্ত দৌড়ে গেছে। কি পেলো তাহলে জহির? পাঠক?

ওবায়েদ হক জানান— মানুষের সব অহংকার তার দেহের সাথে এক আচলে ফাঁস নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে পালিয়ে বাঁচে।

[ক্যালিগ্রাফি: সব্যসাচী হাজরার ‘মৃত্যুক্ষুধা’ থেকে অনুপ্রাণিত]

07/06/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় লেখক পাঠক শুভানুধ্যায়ী সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ মুবারক।

কবে হতে পারে পুরষ্কার ঘোষণা?এর সঠিক উত্তর পোষ্টের আরামে ঘুমওয়ালাই জানে। যার উত্তর Asif Asif এর উত্তরের সাথে মিলে যাবে, ত...
19/05/2025

কবে হতে পারে পুরষ্কার ঘোষণা?

এর সঠিক উত্তর পোষ্টের আরামে ঘুমওয়ালাই জানে।

যার উত্তর Asif Asif এর উত্তরের সাথে মিলে যাবে, তিনিও পাবেন প্রিয় বায়ান্ন ’৫২ এর সৌজন্যে দুই বাংলার পাঠকপ্রিয় আরেক লেখক Muhommod Nijam এর অসামান্য কথাসাহিত্য #রক্ত_শ্বাপদ_প্রেম।
এ সম্পর্কে কমেন্ট এ দেখুন।

তো প্রিয় পাঠক, হয়ে যাক সুস্থ ধারার সৃজনশীল দিলখোশ প্রতিযোগিতা...

https://www.facebook.com/share/p/1ASvzLrwZd/

আহা! কি আরামের ঘুম!
কয়জনের ভাগ্যে এমন নিয়ামত জুটে?
অনেকের তো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের তুলতুলে নরম বিছানায়ও এমন গভীর ঘুম আসে না!

আচ্ছা, বলতে পারেন, এটা দুই বাংলার পাঠকপ্রিয় লেখক ওবায়েদ হক - Obayed Haq এর কোন্ উপন্যাসের কোন্ চরিত্রের সাথে যায়? নাকি দুই বাংলার আরেক পাঠকপ্রিয় লেখক Muhommod Nijam এর কথাসাহিত্যের কোনো বিশেষ চরিত্র?

সেরা/সঠিক/মজার উত্তরদাতা, যার উত্তরে/কমেন্টে সর্বোচ্চ লাইক, কমেন্ট হবে, তিনি পাবেন প্রিয় লেখকের যে কোনো দুটি বই।

তাহলে হয়ে যাক শুরু!

Address

38/3, Banglabazar
Dhaka
1000

Telephone

+8801973389068

Website

Alerts

Be the first to know and let us send you an email when বায়ান্ন ’৫২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বায়ান্ন ’৫২:

Share

Category