14/09/2025
ভেনিসে এমএসএ মারঘেরা এসোসিয়েশন এর আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।মারঘেরা স্থানীয় মাঠে ১২দলীয় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী ম্যাচে রিভেরা ইতাল বাংলা ৪-২গোলে ফরিয়স মেস্ত্রে ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার,বাংলাদেশ ক্রিড়া সংস্থা ভেনিসের সভাপতি সোলাইমান হোসেন, নির্বাচিত কাউন্সিল আফাই আলী।সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সহ-সভাপতি জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে এ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন মিজান,হাসান মিয়া,আহমেদ হৃদয়,শাওন মিয়া,সালাম প্রমূখ।এই সময় তারা জানান,খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদন দেওয়া এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ মুখরিত ছিল।রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন।