04/01/2024
শরীয়তপুর-১ আসনের নৌকার মাঝির পক্ষে ভোট চাইছেন নাদির ও হামিদ সাকিদার
জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর কয়েক দিন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দিনভর চলছে মাইকিং। তারই অংশ হিসেবে শরীয়তপুর-১ আসনের নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু মিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিনোদপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের গ্রামে গ্রামে ভোট চাইছেন বিনোদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার ও তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নাদির সাকিদার। শনিবার ৩০ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চান তারা। ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে সকলকে ভোট দেওয়ার আহবান জানান বিনোদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার ও তার ভাই নাদির সাকিদার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিনোদপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।