Roaster Bro

Roaster Bro চিল ,মাস্তি ফান হবে আড্ডা হবে

15/11/2024

মাথা মোটা ময়ুখ এখনো বেঁচে আছে। সত্যি সত্যি মরেনাই । সে তো চট্রগ্রাম ভারতের মধ্যে নিয়ে নিল😅

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
04/10/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/09/2024
16/08/2024

ওরা বলেছিল, "বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে যাচ্ছে!
চেয়ে দেখ,"আজ পাকিস্তান নিজেই বাংলাদেশ হতে চাচ্ছে!

সকাল সকাল ঘুম থেকে উঠে পরিচিত জনদের মেসেজ - তুই/আপনি তো বিসিএস ক্যাডার হয়ে গেলেন। বলে কি? আমি থাকি আমেরিকা, সম্প্রতি তো...
15/08/2024

সকাল সকাল ঘুম থেকে উঠে পরিচিত জনদের মেসেজ - তুই/আপনি তো বিসিএস ক্যাডার হয়ে গেলেন। বলে কি? আমি থাকি আমেরিকা, সম্প্রতি তো বিসিএস দেওয়াই হয়নি। যাই হোক- ১৩ বছর আগে বিসিএস এর পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছিলাম: আলহামদুলিল্লাহ। এখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে একটা প্রাইভেট ফার্মে কর্মরত আছি- সেটাও আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের কয়জন মানুষ ঠিকমতো জানত যে, গত ১৫ বছরে দেশ থেকে শুধু ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়নি, অন্তত ২৫৯ জনকে বিসিএস এর ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পরেও গেজেট প্রকাশের সময় বাদ দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে। চিন্তা করতে পারেন কত লক্ষ মেধাবীকে বাদ দিয়ে শুধু দলকানা দালালকে নিয়োগ দেয়া হয়েছে?
আমার প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে আমার বিন্দুমাত্রও আক্ষেপ নেই। বিসিএস না হলেও আমি এশিয়া প্যাসিফিক এর মত স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তিতাস গ্যাসে সিভিল ইঞ্জিনিয়ারিং মেধাক্রমে ছিলাম ১ এ, আমেরিকাতে ফুল ফান্ডিং নিয়ে উচ্চতর শিক্ষায় আসি, মাস্টার্স শেষে গত ৫ বছরে ৪ টা ফেস-টু-ফেস ইন্টারভিউ দিয়ে ৪টা চাকরিই পেয়েছি, সম্প্রতিই উপজেলা/কাউন্টি লেভেলে ডেপুটি চিফ অফ ইঞ্জিনিয়রিং সার্ভিস এর ইন্টারভিউ দিয়ে এলাম - আক্ষেপ করার কী কোন কারণ আছে? একটু হয়ত আছে - ১৩ বছর আগে এই চাকরিটা হয়ত আমি চেয়েছিলাম, হয়ত আমার রেমিটেন্স এর বদলে মেধা দেশের কাজে একটু হলেও লাগাতে পারতাম। একটু হিউমিলিয়েশনও কি ফেস করিনি?
রাজনৈতিক প্রতিপক্ষের পরিবার থেকে কাউকে বিসিএস এর মত সিস্টেমে চাকরি দেওয়া হবে না- একটা স্বৈরাচার সরকারের এমন আচরণের কি ব্যাখ্যা দেয়া সম্ভব ছিল আমার পরিচিতজনদের? চাকরি না দিয়ে আমাকে যদি অপমান করার চেষ্টা হয়, তাহলে আমি তো বলব আল্লাহ আমাকে অনেক ভাল রেখেছেন, দিয়েছেন উত্তম রিজিকও। বিভিন্ন প্রফেশনাল ও স্টুডেন্ট অর্গানাইজেশনে আমি তো আমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছি ভাল কিছু করার!
But I would like to note the bright side of all of these. Along the way, I have met lots of beautiful minds and learned a lot from them. আমার মনে পড়ে না আমার আচরণে ইচ্ছে করে কাউকে কষ্ট দেয়ার উদ্দেশ্য কখনোই ছিল, কেউ কোনোভাবে কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। স্বাধীন বাংলাদেশ আরও উন্নত হোক- মেধায়, মননে আর প্রাতিষ্ঠানিকতায়। এই মুহূর্তে এই চাকরিতে যোগ দেয়া সম্ভব হচ্ছে না - ইনশা’আল্লাহ ভবিষ্যতে চিন্তা করব কিভাবে দেশের উন্নতিতে অবদান রাখতে পারি। Thank you my family and all my friends for all of your supports.
-ইব্রাহিম সাবিত

কে এই দাদু
13/08/2024

কে এই দাদু

11/08/2024

সব ডাকাত গোপালগঞ্জের এমন ভাবাটা ভুল। দুই একটা অন্য জেলাতেও আছে

11/08/2024

মসুলিমরা দিচ্ছে মন্দির পাহারা আর শাহবাগ কাঁপাচ্ছে জনৈক কিছু হিন্দুরা। এরা কারা জাতি ভালো করেই জানে। যে পরিমানে মানুষ মাঠ কাঁপাচ্ছে এর দশভাগ ও যদি মন্দির পাহারা দিত তাইলে কোন মন্দিরের একটা ইট ও নড়ত না। কিন্তু তারা তা করবে না। রাজনৈতিক পট পরিবর্তন হলেই আপনাদের উপর হামলা করে পাশের দেশে নালিশ পাঠাবে কারা এটা কি আপনারা বুঝেন না?এখন যারা মাঠে আছে ধরেই নিবেন এরা ছাত্র আন্দলনের বিরোধী শক্তি। শুধু হিন্দু ট্যাগ ব্যবহার করছে

Address

Mohakhali, Dhaka
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roaster Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category