19/07/2025
ছাএলীগ ও আম্লীগ চাঁদা+বাজি করতো, আমরা সাধারণ জনগণ টেরই পেতাম না।তাদের ম্যানেজমেন্ট ও চেইন অফ কমান্ড ছিল প্রসংসাযোগ্য। তারা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছিল, জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরন করছে।
চাঁদা+বাজ যদি দেশে না থাকে তাহলে ফুটপাতে, সরকারি জমি,খালের উপর যারা দোকানপাট দিবে তারাতো এতীম হয়ে যাবে।তাই তাদের দায়িত্ব কারো না কারো নিতেই হবে।
দীর্ঘ ১৬ বছর বিম্পি বে-লাইনের থাকায় লাইনে আসতে একটু সময় দিতে হবে।দীর্ঘ সময় অস্তিত্বহীন থাকায়, বর্তমানে কে নেতা আর কে পাতিনেতা নিজেরাই ঠাওর করতে পারছে না।ফলে চাঁদা+বাজির মত শিল্পটাকে লাঞ্চিত করছে। সাধারণ জনগনের উচিত ধৈর্য ধরা।নির্বাচন না হলে চাঁদা-বাজিতে শৃঙ্খলা আনা কষ্টসাধ্য। কারন পুলিশ-প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য একটি নির্বাচিত সরকারের বিকল্প দেখছি না।