09/08/2025
বইটা নিয়ে পড়তে বসলে এতো ঘুম পায়,মনে হচ্ছে বইতো নয় যেন ঘুমের ওষুধ। বইটা ভীষণ রকমের উপকারী যতই পড়ছি ততই অবাক হচ্ছি,এভাবে কেন এতোদিন ভাবিনী, লেখকের জন্য মন থেকেই বারাকাহর দোয়া আসছে।
মনে হচ্ছে প্রিয় লেখক মাহমুদ বিন নূর যদি সীরাত বই লিখে তাহলে কতইনা ভালো হতো। কারণ লেখকের কিছু লেখার বর্ণনা ভঙ্গি মারাত্মক সুন্দর। সাবা জাতির কাহিনি কুরআনের পড়া হলে ও এভাবে বিস্তারিত জানা হয়নি, আদ জাতি এমন আরও অনেক সত্যি জীবন্ত ঘটনার বর্ণনা ।
আমরা কতটা অকৃতজ্ঞ তা এই বইটা প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে।বইটা পড়ার পর মনে হচ্ছে আমি দুনিয়ার সেরা সুখী মানুষ।
দয়াময় আল্লাহ এই যে শারীরিক, মানসিকভাবে সুস্থ রেখেছেন, হাত দিয়ে কিবোর্ড ছুয়ে লিখতে পারছি, চোখ দিয়ে দেখতে পারছি,নিঃস্বাস নিতে পারছি প্রতিমুহুর্তে আসলে কোটি শোকর গুজার করলে ও এ নেয়ামতের শোকের হবেনা।
অকৃতজ্ঞতা শয়তানের স্বভাব। যে মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনা সে আসলেই রবের ও শোকের গুজার করেনা,
হাত, পা,চোখ, শারীরিক, মানসিক সুস্থতা ইমানের পর সবচেয়ে বড় দৌলত।
ইয়া রাব্বুল আলামিন শত কোটি শুকরিয়া আপনাকে আমি যে মুসলিম হয়েছি। এতো এতো নেয়ামতে ভরপুর আমার জীবন,বাবা আছে ভাই আছে বোন আছে আলহামদুলিল্লাহ। মাথা গোঁজার ঠাঁই আছে।
তিনবেলা নিশ্চিতে খেতে পারি,নিশ্চিতে ঘুমাতে পারি।
আমার তো আসলেই নেয়ামত দিয়ে ভরপুর বারাকাহ ময় জীবন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফিক।
যা কিছু নেয়ামত হারিয়েছে তার জন্য নিজের দূর্বলতাই হয়তো দায়ী,নিশ্চয়ই এতে আমার জন্য রয়েছে ভবিষ্যতে অফুরন্ত কোন কল্যাণ।
বইটা প্রতি মুহূর্তে এভাবেই আমার দিলে সুকুন এনে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এই যে এতো সুন্দর জীবন উপহার দিয়েছেন শুকরিয়া ইয়া রাব্বুল আলামিন তার জন্য আপনার দরবারে শত কোটিবার।
জীবনে পাওয়ার হিসাব করলে সুকুন মিলে, তাই আজ থেকে পাওয়ার হিসাব করে বলি আলহামদুলিল্লাহ।
নিজের ইমানের পরিচর্যা আর মজবুত করতে এই বই আপনার বন্ধ হৃদয়ের দরজা খুলে দিবে নিমিষেই।দোআ হলো খাজানা দোআ করার তৌফিক পাওয়া ও নিয়ামত।
বইয়ের শেষ অধ্যায়ে এতো বড় চমক আছে বুঝতে পারিনি, মনে হচ্ছিল আমি যেন রবের জান্নাতে পৌঁছে গিয়েছিলাম, হায়! এটা কিভাবে সম্ভব একবার ও মনে হয়নি আমি দুনিয়ায়, জান্নাতের সৌন্দর্য চোখের সামনে ভেসে ওঠে আর জান্নাতের খাবারের স্বাধ ফল যেন আমি উপভোগ করছিলাম।
তারপর প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেন জান্নাতে দেখলাম সত্যি আবেগে কান্না এসে যায়।
জান্নাতের বাজারের সুগন্ধি দোকান যেন চোখে লেগে আছে। ফেরেশতাদের আহবান যেন কান পাতলে শুনতে পাই।
জান্নাতের বাজারে হযরত আবু বকর রাঃ আনহু, উমর রাঃ আনহু, আলী রাঃ আনহুকে দু-চোখ দেখে এলাম, হযরত আলী রাঃ আনহু ভাষন যেন জীবন্ত মনে হলো।
সবশেষের চমকপ্রদ দিক হলো আমার রবকে দেখা।
এ চোখ কি সত্যিই দেখবে আমার আল্লাহকে।
ইয়া রাব্বুল আলামিন এই লেখা যারা পড়বে এবং এমন জীবন্ত লেখা যিনি লিখেছেন সেই শ্রদ্ধেয় লেখককেও আপনি কবুল করুন।
আপনি তো মহান দাতা আপনি তো ক্ষমাশীল আপনার রহমত আপনার গজবকে ছাড়িয়ে গেছে।
আমাদের মাফ করে আপনার জান্নাতে আপনার দিদার লাভে ধন্য করুন।
দয়াময় আল্লাহ লেখকের লেখায় ভরপুর বারাকাহ দান করুন ।
জান্নাতের সৌন্দর্য বর্ননা এতোটাই জীবন্ত, মনে হবে আপনি যেন চোখের সামনে দেখছেন, আর জান্নাতের বাগানে হেটে বেড়াচ্ছেন সত্যি সত্যি সুবহানআল্লাহ!
তার পর আপনার নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও আপনি যেন অবশেষে দেখতে পাবেন চোখের সামনে।
মারাত্মক সুন্দর বললেও ভুল হবে এতো অসাধারণ একটা বই,"নিয়ামত পেয়ে হারিয়ে ফেলোনা" ।
পড়া শেষে এমনই ছিল অনুভূতি। অবশ্য পাঠ্য একটা বই।
বইঃ নিয়ামত পেয়ে হারিয়ে ফেলেনা।
লেখকঃ মাহমুদ বিন নূর।
প্রকাশনাঃ রাইয়ান প্রকাশন
________
রিভিউ লিখেছেন: ফাতিমা পারভীন