রাইয়ান প্রকাশন

রাইয়ান প্রকাশন বিশুদ্ধ জ্ঞানের আলোতে বিকশিত করি মনন

’প্র্যাক্টিসিং মুসলিম’ বইটি কেন পড়বেন? সংকটময় এই সময়ে ‘প্র্যাক্টিসিং মুসলিম’ সত্যান্বেষী পাঠকের জন্য রচনা করেছেন লেখক না...
10/08/2025

’প্র্যাক্টিসিং মুসলিম’ বইটি কেন পড়বেন?

সংকটময় এই সময়ে ‘প্র্যাক্টিসিং মুসলিম’ সত্যান্বেষী পাঠকের জন্য রচনা করেছেন লেখক নাদিউজ্জামান রিজভী। “প্র্যাক্টিসিং মুসলিম” এমন একটি বই যেখানে ইসলামের মূল ভিত্তি তথা মৌলিক আকিদা ও বুনিয়াদি বিষয়— সালাত, সিয়াম, হজ্জ, যাকাত— তদ্বসংশ্লিষ্ট আধুনিক ভ্রান্ত বিশ্বাসের— নিহিলিজম, সেক্যুলারিজম, ফেমিনিজম, হিউম্যানিজম, লিবারালিজম— ইসলামী দৃষ্টিকোণ উল্লেখ রয়েছে।

ফলস্বরূপ, দীনে ফিরে আসা তরুণেরা ইসলামের মৌলিক বুনিয়াদি বিষয়াদি জানার পাশাপাশি আধুনিক ভ্রান্ত আকিদা এবং শরিয়তবিরোধী প্রবণতাগুলো সম্পর্কেও অবগত হতে পারবে। প্র্যাক্টিসিং মুসলিম হওয়ার প্রথম পাঠ হিসেবে বইটি সত্যান্বেষী পাঠকদের উপকৃত করবে বলে দৃঢ় বিশ্বাস।

বই: প্রা‌ক্টি‌সিং মুস‌লিম
লেখক: না‌দিউজ্জামান খান রিজভী
প্রকাশনায়: রাইয়ান প্রকাশন
মু‌দ্রিত মূল‌্য: ৩৮০৳

"মেয়েরা সাধারণত এমন কাউকে কামনা করে যে তার মনের কথা বলার আগেই বুঝে নেবে।"বই : মখমলী ভালোবাসা
10/08/2025

"মেয়েরা সাধারণত এমন কাউকে কামনা করে যে
তার মনের কথা বলার আগেই বুঝে নেবে।"

বই : মখমলী ভালোবাসা

09/08/2025

"জোড়াতা‌লির সংসার"- রাইয়ান প্রকাশন থে‌কে আস‌বে ইন শা আল্লাহ।

ভি‌ডিও: tasrif al shahi

ইসলামিক ইউনিভার্সিটি অফ লাহোরের হাদিস অনুসদের প্রফেসর আবু ইউসুফ বিন আব্বাস তার ঈমান বিধ্বংসী সাতটি পাপ বইতে মুসলিম উম্মা...
09/08/2025

ইসলামিক ইউনিভার্সিটি অফ লাহোরের হাদিস অনুসদের প্রফেসর আবু ইউসুফ বিন আব্বাস তার ঈমান বিধ্বংসী সাতটি পাপ বইতে মুসলিম উম্মাহকে সতর্ক করার জন্য এই সাতটি কবিরা গুণাহর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন। বইটিতে এই গুনাহগুলোর পরিণতি এবং এগুলো থেকে নিজের ঈমান রক্ষা করার উপায়ও বর্ণনা করা হয়েছে।

আপনার ঈমানকে সুরক্ষিত রাখতে বইটি আজই সংগ্রহ করুন।

বই : ঈমান বিধ্বংসী সাতটি পাপ
লেখক : আবু সুফিয়ান বিন আব্বাস
অনুবাদ : ফাবিহা বিনতে কাশেম
সম্পাদক: মাহ‌দি আবদুল হা‌লিম
প্রচ্ছদ মূল্য : ১৪০ টাকা
প্রকাশনায় : রাইয়ান প্রকাশন

শর্ট পিডিএফ:
https://drive.google.com/file/d/1f-BsxZkfZ6fdxcWBUh8oDO1I-PoMgvuW/view?usp=drivesdk

বইটা নিয়ে পড়তে বসলে এতো ঘুম পায়,মনে হচ্ছে বইতো নয় যেন ঘুমের ওষুধ। বইটা ভীষণ রকমের উপকারী যতই পড়ছি ততই অবাক হচ্ছি,এভাবে ক...
09/08/2025

বইটা নিয়ে পড়তে বসলে এতো ঘুম পায়,মনে হচ্ছে বইতো নয় যেন ঘুমের ওষুধ। বইটা ভীষণ রকমের উপকারী যতই পড়ছি ততই অবাক হচ্ছি,এভাবে কেন এতোদিন ভাবিনী, লেখকের জন্য মন থেকেই বারাকাহর দোয়া আসছে।

মনে হচ্ছে প্রিয় লেখক মাহমুদ বিন নূর যদি সীরাত বই লিখে তাহলে কতইনা ভালো হতো। কারণ লেখকের কিছু লেখার বর্ণনা ভঙ্গি মারাত্মক সুন্দর। সাবা জাতির কাহিনি কুরআনের পড়া হলে ও এভাবে বিস্তারিত জানা হয়নি, আদ জাতি এমন আরও অনেক সত্যি জীবন্ত ঘটনার বর্ণনা ।

আমরা কতটা অকৃতজ্ঞ তা এই বইটা প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে।বইটা পড়ার পর মনে হচ্ছে আমি দুনিয়ার সেরা সুখী মানুষ।

দয়াময় আল্লাহ এই যে শারীরিক, মানসিকভাবে সুস্থ রেখেছেন, হাত দিয়ে কিবোর্ড ছুয়ে লিখতে পারছি, চোখ দিয়ে দেখতে পারছি,নিঃস্বাস নিতে পারছি প্রতিমুহুর্তে আসলে কোটি শোকর গুজার করলে ও এ নেয়ামতের শোকের হবেনা।

অকৃতজ্ঞতা শয়তানের স্বভাব। যে মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনা সে আসলেই রবের ও শোকের গুজার করেনা,

হাত, পা,চোখ, শারীরিক, মানসিক সুস্থতা ইমানের পর সবচেয়ে বড় দৌলত।

ইয়া রাব্বুল আলামিন শত কোটি শুকরিয়া আপনাকে আমি যে মুসলিম হয়েছি। এতো এতো নেয়ামতে ভরপুর আমার জীবন,বাবা আছে ভাই আছে বোন আছে আলহামদুলিল্লাহ। মাথা গোঁজার ঠাঁই আছে।

তিনবেলা নিশ্চিতে খেতে পারি,নিশ্চিতে ঘুমাতে পারি।
আমার তো আসলেই নেয়ামত দিয়ে ভরপুর বারাকাহ ময় জীবন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফিক।

যা কিছু নেয়ামত হারিয়েছে তার জন্য নিজের দূর্বলতাই হয়তো দায়ী,নিশ্চয়ই এতে আমার জন্য রয়েছে ভবিষ্যতে অফুরন্ত কোন কল্যাণ।

বইটা প্রতি মুহূর্তে এভাবেই আমার দিলে সুকুন এনে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

এই যে এতো সুন্দর জীবন উপহার দিয়েছেন শুকরিয়া ইয়া রাব্বুল আলামিন তার জন্য আপনার দরবারে শত কোটিবার।

জীবনে পাওয়ার হিসাব করলে সুকুন মিলে, তাই আজ থেকে পাওয়ার হিসাব করে বলি আলহামদুলিল্লাহ।

নিজের ইমানের পরিচর্যা আর মজবুত করতে এই বই আপনার বন্ধ হৃদয়ের দরজা খুলে দিবে নিমিষেই।দোআ হলো খাজানা দোআ করার তৌফিক পাওয়া ও নিয়ামত।

বইয়ের শেষ অধ্যায়ে এতো বড় চমক আছে বুঝতে পারিনি, মনে হচ্ছিল আমি যেন রবের জান্নাতে পৌঁছে গিয়েছিলাম, হায়! এটা কিভাবে সম্ভব একবার ও মনে হয়নি আমি দুনিয়ায়, জান্নাতের সৌন্দর্য চোখের সামনে ভেসে ওঠে আর জান্নাতের খাবারের স্বাধ ফল যেন আমি উপভোগ করছিলাম।

তারপর প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেন জান্নাতে দেখলাম সত্যি আবেগে কান্না এসে যায়।
জান্নাতের বাজারের সুগন্ধি দোকান যেন চোখে লেগে আছে। ফেরেশতাদের আহবান যেন কান পাতলে শুনতে পাই।

জান্নাতের বাজারে হযরত আবু বকর রাঃ আনহু, উমর রাঃ আনহু, আলী রাঃ আনহুকে দু-চোখ দেখে এলাম, হযরত আলী রাঃ আনহু ভাষন যেন জীবন্ত মনে হলো।

সবশেষের চমকপ্রদ দিক হলো আমার রবকে দেখা।
এ চোখ কি সত্যিই দেখবে আমার আল্লাহকে।

ইয়া রাব্বুল আলামিন এই লেখা যারা পড়বে এবং এমন জীবন্ত লেখা যিনি লিখেছেন সেই শ্রদ্ধেয় লেখককেও আপনি কবুল করুন।

আপনি তো মহান দাতা আপনি তো ক্ষমাশীল আপনার রহমত আপনার গজবকে ছাড়িয়ে গেছে।

আমাদের মাফ করে আপনার জান্নাতে আপনার দিদার লাভে ধন্য করুন।

দয়াময় আল্লাহ লেখকের লেখায় ভরপুর বারাকাহ দান করুন ।

জান্নাতের সৌন্দর্য বর্ননা এতোটাই জীবন্ত, মনে হবে আপনি যেন চোখের সামনে দেখছেন, আর জান্নাতের বাগানে হেটে বেড়াচ্ছেন সত্যি সত্যি সুবহানআল্লাহ!

তার পর আপনার নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও আপনি যেন অবশেষে দেখতে পাবেন চোখের সামনে।

মারাত্মক সুন্দর বললেও ভুল হবে এতো অসাধারণ একটা বই,"নিয়ামত পেয়ে হারিয়ে ফেলোনা" ।
পড়া শেষে এমনই ছিল অনুভূতি। অবশ্য পাঠ্য একটা বই।

বইঃ নিয়ামত পেয়ে হারিয়ে ফেলেনা।
লেখকঃ মাহমুদ বিন নূর।
প্রকাশনাঃ রাইয়ান প্রকাশন
________
রিভিউ লিখেছেন: ফাতিমা পারভীন

বই তিনটা পড়ার পর নিজেকে কেমন কেমন জানি ছোটখাটো একটা যোদ্ধা মনে হচ্ছে, মনে হচ্ছে আমিই পারবো নফসের বিরুদ্ধে লড়াই করতে, আমি...
08/08/2025

বই তিনটা পড়ার পর নিজেকে কেমন কেমন জানি ছোটখাটো একটা যোদ্ধা মনে হচ্ছে,

মনে হচ্ছে আমিই পারবো নফসের বিরুদ্ধে লড়াই করতে,
আমিই পারবো শয়তানের বিরুদ্ধে লড়াই করতে,
এই আমিই পারবো অলসতার বিরুদ্ধে লড়াই করতে,

চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ
আল্লাহ যেন সেই তাওফিক দান করেন।

১. নফসের বিরুদ্ধে লড়াই
২. শয়তানের বিরুদ্ধে লড়াই
৩. অলসতার বিরুদ্ধে লড়াই
লেখক ; মাহমুদ বিন নূর

ছবি ও রিভিউ পাঠকের ওয়াল থেকে সংগ্রহীত।

জুমা রিমাইন্ডার :দরুদপাঠ, দুআ ও সুরা কাহাফ।
08/08/2025

জুমা রিমাইন্ডার :
দরুদপাঠ, দুআ ও সুরা কাহাফ।

‘খানিক গেলেই পথ’ অনেকগুলো অনুপ্রেরণামূলক গল্পের সমষ্টি। এই বইতে ইসলামকে পেয়ে যারা তার কদর বুঝেনি, ভুলে থেকেছে মহামহিম তা...
07/08/2025

‘খানিক গেলেই পথ’ অনেকগুলো অনুপ্রেরণামূলক গল্পের সমষ্টি। এই বইতে ইসলামকে পেয়ে যারা তার কদর বুঝেনি, ভুলে থেকেছে মহামহিম তাদের রবকে, তাদের প্রতি একগুচ্ছ আহবান নিয়ে বইটি লেখা হয়েছে। লেখক গল্পগুলোতে ইসলামের সৌন্দর্য, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ক্ষমা, প্রতিদান ইত্যাদি বিভিন্ন দিক বিভিন্ন জনের কথোপকথনের মাধ্যমে তুলে ধরেছেন।

ইসলামকে পুরোপুরি ভুলে থাকা মানুষদের জন্য এই বইটা সবচেয়ে কাজে আসবে। আর যেকল ভাই-বোন দ্বীন পালন করেন কিন্তু দাওয়াতি কাজ করেন না, তারা বইটার মাধ্যমে কীভাবে দাওয়াত পৌঁছাতে পারবে তার একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবে।

লেখক খুব সহজ সাবলীল ভাষায় গল্পগুলো উপস্থাপন করেছেন। সাধারণ পাঠক থেকে যেকোনো পাঠক বইটার লেখা পড়ে বিষয়বস্তু বুঝতে পারবে। অনেক গুরুত্বপূর্ণ উপদেশ বইতে পাবেন, যেগুলো হয়তোবা জানতেন, কিন্তু গুরুত্ব দিয়ে দেখতেন না। সেই অভাবটাও এবার কেটে যাবে। দিন-রাত কাটবে আল্লাহর অনুগ্রহ তালাশে।

সবচেয়ে সুন্দর কথাটা বলে আলোচনার ইতি টানছি:
অনেকেই বলেছিল আগামীকাল থেকে নামাজ পড়বো, সামনে থেকে রোজা রাখবো, আরেকটু বয়স হলে ভালো কাজ করবো, ভালো হয়ে যাবো। কিন্তু হায়! সেই সময়টা অনেকের জীবনেই আর আসেনি। তাদের কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ অগ্নিকাণ্ডে, কেউ নৌডুবিতে মারা গিয়েছে। এমন আকস্মিক মৃত্যু হয়েছে যে, জীবনে আমল শুরুর আগেই শেষ হয়ে গিয়েছে।'

রিভিউ : Muhammad Ashraful

বই রিভিউ: খানিক গেলেই পথ
লেখক: Jobayer Ahmed
প্রকাশনায়: রাইয়ান প্রকাশন

শ্রাবণের ঝুপঝুপে আকাশ। গোটানো কাগজের মতো জুবুথুবু হয়ে আছে। থেমে থেমে বাতাস বইছে। ইলেকট্রিক তারগুলোতে শন শন শব্দের তুমুল ...
07/08/2025

শ্রাবণের ঝুপঝুপে আকাশ। গোটানো কাগজের মতো জুবুথুবু হয়ে আছে। থেমে থেমে বাতাস বইছে। ইলেকট্রিক তারগুলোতে শন শন শব্দের তুমুল আলোড়ন। বারান্দায় ঝিমিয়ে পড়া বিকেল। চেয়ারের সঙ্গে হেলান দিয়ে প্রকৃতির উত্থান-পতন দেখছি। দেখছি কীভাবে একটা ব্যস্ত শহর হঠাৎ করে থেমে গিয়ে টাল সামলে ফের উঠে দাঁড়ায়। পিচঢালা রাস্তাটা কয়েক মুহূর্তের জন্য বোধহয় বিশ্রাম পেল। কত রাত ভোর হয়। কত বিকেল সন্ধ্যে হয়। এ পথ তবু ক্লান্ত নয়। সে ছুটে চলে রোজ। কারও স্বপ্ন পূরণ। কারও স্বপ্নের অনাকাঙ্ক্ষিত মৃত্যু। কত নিরব কান্নার সাক্ষী এ শহর। এ রাস্তা। এ রাস্তা, এ শহরও হয়তো কখনো কখনো কাঁদে। নিরবে নিভৃতে একাকী বিমূঢ় থাকে। ফের পথ চলা। এ পথ কোথায় গিয়ে যে শেষ হলো। ঠিক কোথায় গেলে যে জীবনের শেষটা দেখা যায়—কেউ জানে না। অথচ এ শহর, এ সভ্যতা তো মানুষেরই সৃষ্টি। তবু মানুষ কত একা। ভীষণ একা। শূন্যঘর। শূন্য বিছানা। দেয়ালে দেয়ালে একাকিত্বের কানাঘুঁষা। যেন জীবনের বায়স্কোপ চলছে। থেমে থেমে দৃশ্য বদল।

বই: মেঘের কোলে রোদ

পাঠ‌কের‌ টে‌বি‌লে যা‌চ্ছে রাইয়ান প্রকাশ‌নের কিছু বই। পাঠ‌কের চ‌য়েস মা শা আল্লাহ।
07/08/2025

পাঠ‌কের‌ টে‌বি‌লে যা‌চ্ছে রাইয়ান প্রকাশ‌নের কিছু বই। পাঠ‌কের চ‌য়েস মা শা আল্লাহ।

04/08/2025

আগামীকাল আমাদের বাংলাবাজার দোকান বন্ধ থাকবে। আগামী পরশু দিন থেকে যথারীতি খোলা থাকবে ইন শা আল্লাহ।

04/08/2025

আল্লাহ কেন আমাদের থেকে নিয়ামত তুলে নেন?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রাইয়ান প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাইয়ান প্রকাশন:

Share

Category