Wish Mart BD

Wish Mart BD Never forget to say Mashaallah, Inshaallah and Alhamdulillah.

18/09/2025

ফালতু লোকের, ফালতু চিন্তা ভাবনা।
এটাই বাস্তব 🫵

16/09/2025

মানুষের গা থেকে ঘামের গন্ধ আসা স্বাভাবিক।
কিন্তু,
সকাল ৮টায় গা থেকে হাঁসের গন্ধ কেনো আসবে?!
WHY?

14/09/2025

আজকাল কোনটা ভূমিকম্প আর কোনটা লো-প্রেসার বুঝা দায়। 🤷‍♀️

Only Three types of people are always right: Women, Firstborn daughter and Firstborn Granddaughter.If She is all Three.....
14/09/2025

Only Three types of people are always right: Women, Firstborn daughter and Firstborn Granddaughter.

If She is all Three.........Run.

যে আদর করে না, ভালোবাসে নাতার শাসন করারও কোনো অধিকার নেই।ঠিক তেমনই,,,যে আদর করে, ভালোবাসেসে শাসনও করবে এটাই স্বাভাবিক।
09/09/2025

যে আদর করে না, ভালোবাসে না
তার শাসন করারও কোনো অধিকার নেই।

ঠিক তেমনই,,,

যে আদর করে, ভালোবাসে
সে শাসনও করবে এটাই স্বাভাবিক।

আল্লাহ পাকের অসংখ্য কুদরতের মধ্যে আজকের এই কুদরতের স্বাক্ষী হতে পেরে বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।৭ সেপ্টেম্বর ২০২৫।
07/09/2025

আল্লাহ পাকের অসংখ্য কুদরতের মধ্যে আজকের এই কুদরতের স্বাক্ষী হতে পেরে বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।
৭ সেপ্টেম্বর ২০২৫।

তোরা যে এতো jealous রে ভাই, লুকিয়ে লুকিয়ে না দেখেও থাকতে পারিস না।আবার ভাবের চোটে সামনে আসতেও তোদের ঢং।এতো ভাব আসে কোথা ...
31/08/2025

তোরা যে এতো jealous রে ভাই, লুকিয়ে লুকিয়ে না দেখেও থাকতে পারিস না।
আবার ভাবের চোটে সামনে আসতেও তোদের ঢং।

এতো ভাব আসে কোথা থেকে তোদের?
মানে আসলেই খুব জানতে ইচ্ছে করে তোদের কিসের এতো ইগো? না আছে পড়াশোনা, না আছে টাকা-পয়সা। বোঁচা নাক, আর কাঁঠালের বিঁচির মতো চোখ নিয়ে কি নিজেদের খুব রূপবতী মনে হয়? মেকআপ ছাড়াতো বারান্দায় ও যেতে পারিস না।
বাকি থাকে আত্মসম্মানের গরম।
তা চরিত্রহীনদের আবার আত্মসম্মান আছে????????

তাহলে ভাই তোদের এতো ভাবের কারনটা কি???
ভিক্ষা করে যখন খাস তখন এই অহংকার যায় কোথায় তোদের?
নাকি সমস্যা শুধু নষ্টামি করতে না দিলেই? যে করতে দেয় তার সাথেই ভালো? সব মিলে ব্যবসা তাহলে ভালোই চলছে নাকি?
পারিস তো শুধু পরের ক্ষতি করা। সময় আছে এখনও। আল্লাহকে একটু ভয় কর।🙏

চোখের জলের নিজের কোনো রং নেই,কিন্তু চোখের জল জীবনের অনেক রং পাল্টে দেয়।
28/08/2025

চোখের জলের নিজের কোনো রং নেই,
কিন্তু চোখের জল জীবনের অনেক রং পাল্টে দেয়।

একটা স্মার্টফোন চালালেই কি সবাই স্মার্ট হয়! কতগুলো অশিক্ষিত ক্ষেতেরা মনে করে স্মার্টফোন চালাই, তাও আবার স্যামসাং ছাড়া চা...
24/08/2025

একটা স্মার্টফোন চালালেই কি সবাই স্মার্ট হয়!

কতগুলো অশিক্ষিত ক্ষেতেরা মনে করে স্মার্টফোন চালাই, তাও আবার স্যামসাং ছাড়া চালাই না, বাপের বাড়ির চেয়ে স্বামীর বাড়ি ভালো-মন্দ খাই, মাসে মাসে হলুদ-কমলা রংয়ের জামা বানাই, নতুন টিনের ঘর বানাইসি, ২টা মরিচ গাছও আছে। আমিতো এখন সেরাদের সেরা, হোক আমি অশিক্ষিত, তারপরও সবাইকে যা খুশি তাই বলতেই পারি।

এসমস্ত লোকদের ঠিক কি ভাবে ইগনোর করলে এরা আজেবাজে কথা বলা বন্ধ করবে, সেটা আমার জানা নেই। মনে হয় আরোও কিছু ডিগ্রি অর্জন করে দেখতে হবে।

21/08/2025

মানুষের রুচির চরম দুর্ভিক্ষ হলে
ইলিশ ভাঁজা রেখে ডাইলের পানি খাওয়ার রুচি হয়।🤷‍♀️

আবার মাতারি ডাইলের পানি রাইন্ধা আশা করে ইলিশের চেয়েও ভালো হইসে, "উফ সেই টেশ"🤦‍♀️

6 Painful Truths of Life👇1- Nobody is real in this worldeveryone has a dual face.2- People respect moneyNot the person. ...
20/08/2025

6 Painful Truths of Life👇

1- Nobody is real in this world
everyone has a dual face.

2- People respect money
Not the person.

3- The person you love the most
Will hurt you the most.

4- When you're happy you enjoy the music
but when you're sad you understand the lyrics.

5- In life two things define you, your patience when you have nothing and your attitude when you have everything.

6- Trust means everything but once it is broken sorry means nothing.

Address

Dhaka

Telephone

+8801531762405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wish Mart BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share