05/08/2025
জুলাই আন্দোলনের ৩৬ টা কতটা বীভৎস ছিল!সেটা লিখে প্রকাশ করা সম্ভব নয়।কত রাত জাগা, উৎকণ্ঠা আর আন্দোলন সংগ্রামের এই ৩৬ দিন কখনো ছুটে গিয়েছি শাহবাগ,কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, কখনো বা পুরাণ ঢাকায়। আন্দোলন যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যায় তখন মিরপুর ১০,২ এ প্রতিরোধ গড়েছি।শেষ মুহূর্তে যখন আমার নিজ জেলা সিরাজগঞ্জ থেকে ডাক আসে তখন ছুটে যাই সিরাজগঞ্জে। ২রা আগস্ট থেকে ৫ই আগস্ট বিজয় মুহূর্ত পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় স্বৈরাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছি।
বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।আজ সেই ৫ই আগস্ট অর্থাৎ ৩৬ শে জুলাই। সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। একজন জুলাই যোদ্ধা হিসেবে শুধু এতটুকুই বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান কারও একার না, এদেশের নিপীড়িত নির্যাতিত সাধারণ ছাত্র-জনতা সবার।
তাই আসুন, বিভেদ ভুলে ঐক্য গড়ি।
ইনকিলাব জিন্দাবাদ।