Bobi's lifestyle

Bobi's lifestyle Hi I am bobi.i will share my daily cooking and activities

সবাইকে মিষ্টি খাইয়ে ফেসবুক থেকে বিদায় নিলাম বন্ধুরা।এই জ্বালা আর ভালো লাগে না। আমি অতিষ্ঠ হয়ে গেছে।বিদায় বন্ধু গন।  ...
18/10/2025

সবাইকে মিষ্টি খাইয়ে ফেসবুক থেকে বিদায় নিলাম বন্ধুরা।এই জ্বালা আর ভালো লাগে না। আমি অতিষ্ঠ হয়ে গেছে।বিদায় বন্ধু গন।

আলহামদুলিল্লাহ আরো একটি নতুন সকালের শুরু
18/10/2025

আলহামদুলিল্লাহ আরো একটি নতুন সকালের শুরু

16/10/2025

Small kids making ruti🤣

WiFi এর মালিক মনে হয় মোরে হিংসা করে তাই তো পাঁচ দিন হয়ে যাচ্ছে নেট ঠিক করে দেয় না। মানুষের নেট ধার করে কোন রকম চলতেছি...
16/10/2025

WiFi এর মালিক মনে হয় মোরে হিংসা করে তাই তো পাঁচ দিন হয়ে যাচ্ছে নেট ঠিক করে দেয় না। মানুষের নেট ধার করে কোন রকম চলতেছি‌।এই নেট আমার পেইজের ১০০০ টা বাজায় দিলো।কেও আমাকে ভুলে যাবেন না। আমি আবার ফিরবো সবার মত ভয়ংকর রুপে🫣🫣😂😂

Good morning friend
16/10/2025

Good morning friend

চার দিন ধরে নেটের অবস্থা ভয়াবহ। ফেসবুক শুধু ঘুরতেই থাকে। পোষ্ট তো দূরের কথা লাইক কমেন্ট ও করতে পারি না। এমন চলতে থাকলে ...
15/10/2025

চার দিন ধরে নেটের অবস্থা ভয়াবহ। ফেসবুক শুধু ঘুরতেই থাকে। পোষ্ট তো দূরের কথা লাইক কমেন্ট ও করতে পারি না। এমন চলতে থাকলে পেইজে লাল নীল হলুদ বাতি জ্বলে উঠবে। কেউ আমাকে ভুলে যাবেন না। আমি আবার ফিরে আসবো।
সবাইকে শুভ দুপুরর শুভেচ্ছা

#শুভদুপুর

🌾 আমার ছোটবেলা... 🌾ভোলা-ভালা, সাদা-সিধে সেই জীবনের নাম — ছোটবেলা!না ছিলো কোনো চিন্তা, না ছিলো কাজের টেনশন,দিন কেটে যেতো ...
15/10/2025

🌾 আমার ছোটবেলা... 🌾
ভোলা-ভালা, সাদা-সিধে সেই জীবনের নাম — ছোটবেলা!
না ছিলো কোনো চিন্তা, না ছিলো কাজের টেনশন,
দিন কেটে যেতো হাসি-আনন্দে, গল্পে আর খেলায়।

মামাতো বোনের বিয়েতে আমরা দুই বোন একই ড্রেস পরে,
ছবির জন্য পোজ দিচ্ছি — মুখে লাজুক হাসি, চোখে আনন্দের ঝিলিক।
সেই দিনগুলো কত মধুর ছিলো! ❤️

আজ সবই যেন দূরের কোনো গল্প...
না আছে নানির বাড়ি যাওয়ার আনন্দ,
না আছে সেই চেনা মুখগুলো।
সবাই এখন যার যার সংসারে ব্যস্ত,
আর আমি? শুধু স্মৃতির পাতায় খুঁজি সেই হাসিগুলো...

🌿 ছোটবেলা মানেই শান্তি, ভালোবাসা আর এক টুকরো হারানো সুখ... 🌿

#ছোটবেলারস্মৃতি #গ্রামীনজীবন #হারানোদিন

14/10/2025

শুঁটকি বাজার

🌞 সকাল মানেই নতুন আশার আলো 🌾রাতের অন্ধকার মুছে যখন প্রথম সূর্যের কিরণ মুখে পড়ে, তখন মনে হয়—জীবন আসলে আবার শুরু করা যায...
14/10/2025

🌞 সকাল মানেই নতুন আশার আলো 🌾
রাতের অন্ধকার মুছে যখন প্রথম সূর্যের কিরণ মুখে পড়ে, তখন মনে হয়—জীবন আসলে আবার শুরু করা যায়।
যে গতকাল হারিয়ে গেছে, সেটাকে আজ আবার নতুন করে গড়ে তোলার সুযোগ দেয় এই সকাল।
এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে পাখির ডাক শোনা, বাতাসের ঠান্ডা ছোঁয়া নেওয়া, এ যেন জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত।
সব দুঃখ, ব্যর্থতা, ক্লান্তি যেন এই সকালের আলোয় গলে যায় ধীরে ধীরে।
যতই কঠিন দিন আসুক, সকালের সূর্য মনে করিয়ে দেয়—
“তুমি পারবে, তুমি এখনো বেঁচে আছো, আর সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ।” 🌤️

তাই আজকের সকাল হোক হাসিতে, ভালোবাসায় আর নিজের প্রতি নতুন বিশ্বাসে ভরা।
কারণ, যে দিনটার শুরু সুন্দর হয়, তার শেষও হয় আনন্দে 💛

#সুপ্রভাত #সকালের_আলো

13/10/2025

এত সহজ ভাবে যাকে নষ্ট করা যায় তার এত দাম কেনো🤔🤔

শুভ সকাল বন্ধুরা
13/10/2025

শুভ সকাল বন্ধুরা

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
12/10/2025

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bobi's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share