Munshi Media House

Munshi Media House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munshi Media House, Social Media Agency, Dhaka.

05/10/2024

মধুর সমস্যায় আছি—
খাইলেই ঘুমে ধরে
ঘুমালেই ক্ষুধা লাগে!

21/09/2024

“কারুন” যদি আমাদের পকেটে থাকা এটিএম কার্ডের কথা জানতেন, তবে তার ধনভাণ্ডারের চাবি বহনকারী চাকরের বহর নিয়ে দম্ভ করতেন না!

পারস্য সম্রাট কিসরা যদি আমাদের বাসার ড্রয়িং রুমের বিলাসী সোফায় বসার সুযোগ পেতেন, তবে আর নিজের সিংহাসনের চেয়ার নিয়ে গর্ব করতেন না!

রোম সম্রাট কায়সার যদি আমাদের এয়ারকন্ডিশন দেখতেন, তবে মাথার উপর উটপাখির পালক দিয়ে কৃতদাসদের করা বাতাসকে আয়েশ ভাবতেও লজ্জা পেতেন!

পাইক-পেয়াদাদের লোভাতুর দৃষ্টি উপক্ষা করে হেরাক্লিয়াস গ্রীষ্মকালে মাটির হাড়ি কাত করে আয়েশী ভঙ্গিতে ঠান্ডা পানি পান করতেন। আজ আমাদের সহজলভ্য ফ্রিজের ঠান্ডা পানি পানের স্বাভাবিক দৃশ্য দেখলে হয়তো নিজেকে সম্রাটই ভাবতেন না‍!

শাহী ভঙ্গিমায় ঘোড়ায় চড়া হালাকু খানের সামনে দিয়ে যদি আপনি চকচকা করোলা গাড়ি কিংবা ইসুজু বাইক হাঁকিয়ে যেতেন, তবে তিনি নিজের বাহন নিয়ে গর্ব করতে লজ্জাবোধ করতেন হয়তো!

রাজা-মহারাজারাও মাসের পর মাস পায়ে হেঁটে কিংবা ক্লান্ত উট বা ঘোড়ায় চড়ে হজ্জে যেতেন। আর আমরা কয়েক ঘন্টায় বিলাসবহুল বাহনে উড়াল দিয়ে হাজারো মাইল মাড়িয়ে এসে হজ্জ করি!

রাজা-বাদশারাও যে সুখভোগের সুযোগ পায়নি, বরং স্বপ্নেও কল্পনা করে নি, তা আমরা সহজেই উপভোগ করছি প্রতিনিয়ত!

মহান রব অগণিত সুখ-স্বাচ্ছন্দ্যে ডুবিয়ে রেখেছেন আমাদের। আপনি চোখ দুটো যতো বেশি মেলবেন ততো বেশি মাথাটা নিচু হয়ে আসবে...

এরপরও আমরা অনেকে ভাগ্য নিয়ে বিলাপ করি! ‘হে প্রতিপালক, তুমি আমাকে সামর্থ দাও, যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ..’। (সুরা নামাল আয়াত ১৯)

Chief Adviser Professor Muhammad Yunus on Sunday sought support from the United States to rebuild the country, carry out...
15/09/2024

Chief Adviser Professor Muhammad Yunus on Sunday sought support from the United States to rebuild the country, carry out vital reforms, and bring back stolen assets.

The Chief Adviser sought the assistance when a high-powered US delegation met him at the State Guest House Jamuna in Dhaka.
The 2006 Nobel Peace Prize winner described the challenges facing the Interim Government, saying his administration has moved quickly to "reset, reform, and restart" the economy, initiate reforms in financial sectors, and fix institutions such as the judiciary and police.

"It is a very important time for us and a significant moment in our history," the Chief Adviser said, as he spoke about the student-led revolution, which has ushered in a new era of hope in Bangladesh.
The Chief Adviser described an outline of the reform initiatives undertaken by the Interim Government. He said six commissions have been set up barely weeks after his government took over in an effort to prevent vote rigging, reform the judiciary, police, civil administration, the country's anti-graft agency, and amend the constitution.

He said his government was committed to getting back the stolen assets siphoned off by corrupt individuals linked with the previous autocratic regime.

"We were in an ocean of corruption," the Chief Adviser said, while describing the challenges the government faces to tackle graft.
The US delegation, led by Brent Nieman, the assistant secretary of the US Treasury Department, praised Professor Yunus's leadership and said Washington DC would be happy to support his reform agenda.

US officials have said they were eager to offer technical and financial assistance for reforms being carried out by the Interim Government.

During the hour-long talks, financial and economic reforms, investment, labour issues, the Rohingya crisis, and the Chief Adviser's upcoming visit to New York for the UN General Assembly were also discussed.

Donald Lu, the US Assistant Secretary of State, Brendan Lynch, Assistant US Trade Representative, Anjali Kaur, Deputy Assistant Administrator and Jerrod Mason, a Director of the US Treasury Department, represented the US in the meeting.

Lutfey Siddiqi, the special envoy of the Chief Adviser on international affairs; Lamiya Morshed, senior secretary and the head of SDG affairs, Md. Jashim Uddin, foreign secretary, and Md. Shahriar Kader Siddiky, secretary of the Economic Relations Division, also attended the meeting.

05/09/2024

“জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে যেসব দেশ”

জাতীয় সংগীত হচ্ছে একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এটি সেই দেশের ইতিহাস, সংস্কৃতি, এবং মূল্যবোধকেও তুলে ধরে বিশ্বের সামনে। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক, এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের জাতীয় সংগীতে পরিবর্তন এনেছে। এমন পরিবর্তনগুলো সাধারণত জাতীয় উন্নতি, লিঙ্গ সমতা, বা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর জন্য করা হয়।

আসুন জেনে নেওয়া যাক বিশ্বের কিছু দেশ সম্পর্কে, যারা বিভিন্ন কারণে তাদের জাতীয় সংগীতে পরিবর্তন এনেছে:

#অস্ট্রেলিয়া

প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর ২০২১ সালের ১ জানুয়ারি থেকে পরিবর্তন হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। নতুন এ জাতীয় সংগীতে অস্ট্রেলিয়াকে ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ হিসেবে আর অভিহিত করা হবে না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই এ পরিবর্তন।

#জার্মানি

দেশটির সমতাবিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে-ম্যোরিং জাতীয় সংগীতে আরো বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন। সংগীতের যে অংশে ‘ফাটারলান্ড’ অর্থাৎ ‘পিতৃভূমি’ বলা হচ্ছে, সেখানে ‘হাইমাট’ অর্থাৎ ‘জন্মভূমি’ লেখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ অনেকেই মনে করছেন, জাতীয় সংগীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই।

#অস্ট্রিয়া

২০১২ সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সংগীতে ‘ছেলেরা’-এর জায়গায় ‘মেয়েরা এবং ছেলেরা’ লেখা হয়েছে।

#কানাডা

উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সংগীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে। সংগীতের দ্বিতীয় লাইনে ‘তোমার সব ছেলেরা’-এর জায়গায় লেখা হয়েছে ‘আমরা সবাই’।

#নেপাল

২০০৮ সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সংগীতের স্বীকৃতি দেওয়া হয়। ১৯৬২ সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সংগীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল। তাই এতে পরিবর্তন আনা হয়।

#আফগানিস্তান

দেশটিতে বেশ কয়েকবার জাতীয় সংগীতে পরিবর্তন আনা হয়। তালেবান শাসনামলে আফগানিস্তানে কোনো জাতীয় সংগীতই ছিল না। পরে ২০০২ সালে পুরোনো জাতীয় সংগীতকে ফিরিয়ে আনা হয়েছিল। পরে ২০০৬ সালে তৎকালীন কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সংগীতও পরিবর্তন করে।

#রুয়ান্ডা

আফ্রিকার এই দেশটির কথা উঠলেই গণহত্যার কথা মনে পড়ে। ১৯৯৪ সালে মাত্র ১০০ দিনের মধ্যে ওই দেশে পাঁচ থেকে ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা-পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি ২০০১ সালে একটি নতুন জাতীয় সংগীত বেছে নেয়।

্রিকা

দেশটি ১৯৯৭ সালে আগের দুটি জাতীয় সংগীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সংগীত তৈরি করে। আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত। তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সংগীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকে। নেলসন ম্যান্ডেলা সেটি রিকনসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকার সংগীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন।

#রাশিয়া

ভ্লাদিমির পুতিন ২০০০ সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৯৯০ সালের আগে ব্যবহৃত জাতীয় সংগীত ফিরিয়ে আনেন। তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। ১৯৯০ সালে যে জাতীয় সংগীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলিটরা এর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারেনি। (সূত্র : ডয়চে ভেলে)

01/09/2024


আওয়ামী দুঃশাসন ও জুলুমের ফিরিস্তি নিয়ে ধারাবাহিক কিছু প্রতিবেদন প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। আশা করছি, লেজুড়বৃত্তিক কর্মকাণ্ড থেকে বের হয়ে আসবে রাষ্ট্রীয় মালিকানাধীন এই সংবাদমাধ্যম।

24/08/2024

আস-সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে গণমানুষের ভালোবাসা পাচ্ছে তা দেখে কিছু দুষ্টু NGO মন খারাপ করেছে। ইসলামি পোশাক দেখলে যাদের চুলকানি বাড়ে তারা কি আসলেই মানবসেবা করে?

03/08/2024

আমরা কেউ ভালো নেই...

আমি ঘুমুতে পারি না; হাঁসফাঁস করি
সারারাত বসে থাকি, পানির ঢোক গিলি।
নিশ্চিন্তে কাটানোর কোনো সময় কি আসবে?
শিশুরা হাসবে, তারুণ্য গাইবে সুখের গান।

অসহনীয় যন্ত্রণায় মনটা বিষিয়ে আছে; কেন
স্বাধীন দেশে অধিকার আদায়ে এতো প্রাণহানি
এতো মা-বোনের ওপর নির্যাতন, হামলা
শিক্ষার্থীরা তো কখনোই দেশের অমঙ্গল চায়নি!
০৩.০৮.২০২৪

03/08/2024

শোক দিবস/মাস উদযাপন 🙄

মার্কিন জাতির পিতা জর্জ ওয়াশিংটন মারা গেছেন ডিসেম্বর মাসে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ডিসেম্বর শোকের মাস নয়। চীনের জাতির পিতা সান ইয়াৎসেনের মৃত্যু ঘটেছে মার্চ মাসে, কিন্তু চীনে মার্চ শোকের মাস হিসেবে উদযাপিত হয় না। ভারতের জাতির পিতা করমচাঁদ গান্ধী নিহত হয়েছেন জানুয়ারি মাসে, কিন্তু ভারতে জানুয়ারি মাসব্যাপী শোক পালিত হয় না। মালয় জাতির পিতা টুংকু আবদুর রহমান ইন্তিকাল করেছেন ডিসেম্বর মাসে, কিন্তু শোকের মাস দূরের কথা, মালয়েশিয়া তাঁর মৃত্যুর দিবসটা পর্যন্ত জাতীয় ‘শোক দিবস’ পালন করে না।

16/03/2024

To the Government of India,

Be warned, the challenge emanating from the people of Bangladesh will be formidable. It seems you underestimate the gravity of what lies ahead. This is not merely a spontaneous uprising; it is a meticulously planned, targeted, and strategic movement. For those observing closely, our strategies and objectives are transparent, illustrating the path we intend to take this movement.

We have reached a pivotal threshold where the initiators of this movement become irrelevant; the movement is now self-sustaining. It will continue to gather unparalleled momentum, and soon, you will be engulfed by its intensity. The time will come when you regret not safeguarding your interests for the long term, but by then, it will be too late.

Do not mistake this for mere rhetoric. The consequences of your actions, or the lack thereof, will resonate through the annals of history. You stand at the precipice of being expunged from this land for centuries. Heed my words; this is not a threat but a solemn promise.

ইসলামের প্রথম বিজয় ❣️
16/03/2024

ইসলামের প্রথম বিজয় ❣️

16/03/2024
22/05/2023

চরমোনাই পীর
জয় বাংলা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munshi Media House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munshi Media House:

Share