23/07/2025
: স্বামী দুর্নীতির মামলায় জেলে, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ—চারদিকে শুধু অপমান, কানাঘুষা আর সন্দেহ। ঠিক তখনই এক মা, এক স্ত্রী, নিজের শেষ সাহসটুকু জড়ো করে নামলেন জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে। সংসার, সন্তান, সমাজ—সব সামলে আবার উকিলের কালো কোট পরে দাঁড়ালেন কোর্টে। এবার নিজের জন্য, নিজের পরিচয়ের জন্য। এটা এমন একটা সিরিজ, যা দেখলে মনে হবে আপনি নিজেও তারুনিকার সেই যন্ত্রণায়, তার সাহস হয়ে পাশে পাশে হাঁটছেন।
🎞 | Series : “Good Wife”
🌐 Language : Hindi Dub
🧠 Genre : Crime, Family & Mystery
🔰 Per. Rate : 7.1/10 🖤
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
🪶 গল্প ➤ ভাবেন তো, হঠাৎ একদিন সবকিছু ভেঙে পড়লো—স্বামী দুর্নীতির মামলায় জেলে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, বাড়ির খরচ চালানো দায়, ছেলেমেয়ের স্কুলেও কাঁটা হয়ে উঠলো বাবার কেলেঙ্কারি। এমন এক জায়গা থেকে একটা মেয়ে যদি নিজের জীবনটা আবার শুরু করে, তাহলে সেই লড়াইটা কি দেখা উচিত না?
‘Good Wife’ ঠিক সেই রকম একটা গল্প। কেন্দ্রীয় চরিত্রে তারুনিকা (প্রিয়ামণি)—একজন মা, একজন স্ত্রী, আর সবশেষে, নিজের পরিচয় খুঁজে ফেরা একজন নারী। স্বামী গুনা (সম্পথ)-র গ্রেপ্তারের পর তার জীবনে যেটুকু শান্তি ছিল, তাও হারিয়ে যায়। তখন থেকেই শুরু হয় তার নতুন করে দাঁড়ানোর লড়াই।
একটা সময় আইন নিয়ে পড়েছিলেন, কিন্তু এখন সেটা পেশা হিসেবে নেওয়ার সময় এসেছে। আর তার চাকরি হয় এমন একটা ল ফার্মে, যেটার বস তার পুরনো কলেজের প্রেমিক! শুরুতেই অনেক টেনশন, অনেক দ্বিধা, কিন্তু আস্তে আস্তে সেই জগতে নিজেকে গুছিয়ে নেয় তারুনিকা।
🎭 অভিনয়ের কথা যদি বলি...
▣ প্রিয়ামণি দারুণ করেছেন। চোখে-মুখে যে কষ্ট আর লড়াইয়ের ছাপ—সেটা খুব বিশ্বাসযোগ্য লেগেছে। মেয়ে হিসেবে, মা হিসেবে, আর একজন চাকুরিজীবী নারী হিসেবে তার ভেতরের টানাপোড়েন খুব ভালোভাবে উঠে এসেছে। সম্পথও তার ছোট উপস্থিতিতে চরিত্রে এক ধরনের ভার এনে দেন।
🎼 মিউজিক আর ক্যামেরার কাজ...
মিউজিক খুব বেশি জোরালো না, কিন্তু যেটুকু আছে, ঠিক জায়গায় আছে। কিছু আবেগঘন মুহূর্তে হালকা সুরগুলো যেন গল্পের সাথে মিশে যায়। আলাদা করে মনে না থাকলেও, তখনকার অনুভূতিকে বাড়িয়ে দেয়।
✍️ ব্যক্তিগত অনুভূতি...
সিরিজটা দেখে একটা কথাই মনে হয়েছে—নারী যদি চায়, তবে তারা তো ভেঙে পড়বেই না, বরং টুকরো টুকরো জীবনকেও জো