Movie Lovers

Movie Lovers আপনার পছন্দের মুভি ওয়েব সিরিজ দেখতে Movie Lover পেজটিতে জয়েন থাকুন।

24/07/2025

সাউথের প্রিয় ১৫ টি থ্রিলার মুভি সাউথ ইন্ডিয়ান ফ্যানদের জন্য স্পেশাল লিস্ট, যারা ধুমধাম একশন আর ভাড়ামি মার্কা রোমান্টিকের...
24/07/2025

সাউথের প্রিয় ১৫ টি থ্রিলার মুভি

সাউথ ইন্ডিয়ান ফ্যানদের জন্য স্পেশাল লিস্ট, যারা ধুমধাম একশন আর ভাড়ামি মার্কা রোমান্টিকের বাইরে কিছু দেখে থ হয়ে যেতে চান তাদের জন্য বাছাইকরা সেরা ১৫ টি সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভির লিস্ট দেওয়া হলো :

মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।

1. Ratsasan

গল্পটা হলিউডের Red dragon মুভির সাথে অনেকটা মিলে যায়। রাকশাসান অর্থাৎ পিচাশ। সাইকো সিরিয়াল কিলিং মুভি বরাবরই আমাকে টানে। সেদিক থেকে মুভির থাকতে হয় দারুন একটা গল্প, টাইট স্ক্রীনপ্লে আর সাথে চমৎকার বিজিএম। রাকশাসানে এর সবকিছুই পূর্ণাঙ্গ ছিল। সামনে এটার তেলেগু রিমেক Rakshavadu বের হয়েছে।শুনা যাচ্ছে এর সিক্যুয়াল আসবে।

2. D-16

একজন সাংবাদিক একদিন এক এক্স পুলিশ অফিসারের কাছে ইন্টারভিউ নিতে আসে তার শেষ অমিমাংসীত কেসের ঘটনা শুনতে। এই কেসের ঘটনা নিয়েই মুভির গল্প এগিয়েছে। এই কেস ছিল একটি সুইসাইড, একটি রোড এক্সিডেন্ট আর একজন মেয়ের মিসিং নিয়ে। তিনটি ঘটনা কি কোনভাবে যুক্ত নাকি সম্পূর্ণ আলাদা? নাকি এটা পরিকল্পিত কোনো মার্ডার? জানতে হলে দেখতে হবে Dhuruvangal Pathinaaru.

3. Game Over

গতানুগতিক থ্রিলার তো দূরে থাক, পুরো নতুন এক থ্রিলারের জন্ম দিলো যেন এই মুভি। গল্পের শুরু হয় এক মেয়ের খুন দিয়ে। এরপর দেখা তাপসি পান্নু ওরফে স্বপ্নার গল্প। যে কিনা নাইটোফোবিয়া নামের একটি রোগে আক্রান্ত। সে অন্ধকার ভয় পায় এবং দিন কে দিন মানসিক অবস্থা প্রকট হতে থাকে। সে একজন গেমার গার্ল এবং সাথে সাথে গেম ডিজাইনারও। আর মুভিটিও গেম রিলেটেড। রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে দেখলে হয়তো অনেকে মুভিটার লজিক খুজতে শুরু করবে।

4. U Turn

২০১৬ সালের কন্নড় মুবি ইউ-টার্ণ এর অফিসিয়াল রিমেক। শহরের একটি নির্দিষ্ট ফ্লাইওভারের ইউ-টার্ন ভেঙে যারা শর্টকাট পথ অতিক্রম করে তাদের একটা লিষ্ট তৈরী করে এক সাংবাদিক (সামান্তা)।
হঠাৎ তাদের একেকজনের মৃত্যু হতে থাকে। সব গুলো মৃত্যুই আত্মহত্যা। পুলিশ মনে করে এর পেছনে হাত আছে এই সাংবাদিকের। কিন্তু আসল ঘটনা কি?

5. Imaikka Nodigal

এটাও সিরিয়াল কিলিং এর উপর গল্প। কিন্তু এখানের সিরিয়াল কিলারের একটি বিশেষ দিক হলো তার প্রত্যাবর্তন। ৫ বছর আগে পুলিশের হাতে এনকাউন্টারে মায়া যাওয়া রুদ্র ৫ বছর পর ফিরে এসে আবারো একই ভাবে খুন করছে। রুদ্র এবার এসেছে তাকে পূর্বের ব

  : স্বামী দুর্নীতির মামলায় জেলে, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ—চারদিকে শুধু অপমান, কানাঘুষা আর সন্দেহ। ঠিক তখনই এক মা, এক স...
23/07/2025

: স্বামী দুর্নীতির মামলায় জেলে, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ—চারদিকে শুধু অপমান, কানাঘুষা আর সন্দেহ। ঠিক তখনই এক মা, এক স্ত্রী, নিজের শেষ সাহসটুকু জড়ো করে নামলেন জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে। সংসার, সন্তান, সমাজ—সব সামলে আবার উকিলের কালো কোট পরে দাঁড়ালেন কোর্টে। এবার নিজের জন্য, নিজের পরিচয়ের জন্য। এটা এমন একটা সিরিজ, যা দেখলে মনে হবে আপনি নিজেও তারুনিকার সেই যন্ত্রণায়, তার সাহস হয়ে পাশে পাশে হাঁটছেন।

🎞 | Series : “Good Wife”
🌐 Language : Hindi Dub
🧠 Genre : Crime, Family & Mystery
🔰 Per. Rate : 7.1/10 🖤

মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।

🪶 গল্প ➤ ভাবেন তো, হঠাৎ একদিন সবকিছু ভেঙে পড়লো—স্বামী দুর্নীতির মামলায় জেলে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, বাড়ির খরচ চালানো দায়, ছেলেমেয়ের স্কুলেও কাঁটা হয়ে উঠলো বাবার কেলেঙ্কারি। এমন এক জায়গা থেকে একটা মেয়ে যদি নিজের জীবনটা আবার শুরু করে, তাহলে সেই লড়াইটা কি দেখা উচিত না?

‘Good Wife’ ঠিক সেই রকম একটা গল্প। কেন্দ্রীয় চরিত্রে তারুনিকা (প্রিয়ামণি)—একজন মা, একজন স্ত্রী, আর সবশেষে, নিজের পরিচয় খুঁজে ফেরা একজন নারী। স্বামী গুনা (সম্পথ)-র গ্রেপ্তারের পর তার জীবনে যেটুকু শান্তি ছিল, তাও হারিয়ে যায়। তখন থেকেই শুরু হয় তার নতুন করে দাঁড়ানোর লড়াই।

একটা সময় আইন নিয়ে পড়েছিলেন, কিন্তু এখন সেটা পেশা হিসেবে নেওয়ার সময় এসেছে। আর তার চাকরি হয় এমন একটা ল ফার্মে, যেটার বস তার পুরনো কলেজের প্রেমিক! শুরুতেই অনেক টেনশন, অনেক দ্বিধা, কিন্তু আস্তে আস্তে সেই জগতে নিজেকে গুছিয়ে নেয় তারুনিকা।

🎭 অভিনয়ের কথা যদি বলি...

▣ প্রিয়ামণি দারুণ করেছেন। চোখে-মুখে যে কষ্ট আর লড়াইয়ের ছাপ—সেটা খুব বিশ্বাসযোগ্য লেগেছে। মেয়ে হিসেবে, মা হিসেবে, আর একজন চাকুরিজীবী নারী হিসেবে তার ভেতরের টানাপোড়েন খুব ভালোভাবে উঠে এসেছে। সম্পথও তার ছোট উপস্থিতিতে চরিত্রে এক ধরনের ভার এনে দেন।

🎼 মিউজিক আর ক্যামেরার কাজ...

মিউজিক খুব বেশি জোরালো না, কিন্তু যেটুকু আছে, ঠিক জায়গায় আছে। কিছু আবেগঘন মুহূর্তে হালকা সুরগুলো যেন গল্পের সাথে মিশে যায়। আলাদা করে মনে না থাকলেও, তখনকার অনুভূতিকে বাড়িয়ে দেয়।

✍️ ব্যক্তিগত অনুভূতি...

সিরিজটা দেখে একটা কথাই মনে হয়েছে—নারী যদি চায়, তবে তারা তো ভেঙে পড়বেই না, বরং টুকরো টুকরো জীবনকেও জো

  : মারাত্মক একটা মালায়ালাম থ্রিলার!🔥 কে বন্ধু আর কে শত্রু আপনি ধরতেই পারবেন না! সবাই যেন ফেঁসে গেছেন এক মারাত্মক ফাঁদে...
23/07/2025

: মারাত্মক একটা মালায়ালাম থ্রিলার!🔥 কে বন্ধু আর কে শত্রু আপনি ধরতেই পারবেন না! সবাই যেন ফেঁসে গেছেন এক মারাত্মক ফাঁদে। একটা রাত, দু'জন পুলিশ, এক ফরেনসিক–আর অসংখ্য প্রশ্ন… উত্তর হয়তো মিলবে, কিন্তু দাম দিয়ে! 🧠💥


🎬 Movie : Ronth (2025)
⭐ IMDb Rating : 7.9/10 🔥
🎭 Genre : Crime | Drama | Thriller
🌐 Language : Hindi Dub

মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।
মুভি দেখতে ইনবক্সে মেসেজ করুন।

🕵️‍♂️ স্টোরি : একটা রাতের নাইট শিফটে পেট্রল ডিউটিতে নামে দুই পুলিশ অফিসার। কিন্তু যত রাত বাড়ে, তত যেন পাল্টে যায় সবকিছু।

ডিউটির মধ্যে একটার পর একটা ভয়ানক কল আসা, খুন, আর সন্দেহজনক পরিস্থিতি— এই সবকিছুর মাঝেও সবচেয়ে ভয়ংকর হয়ে ওঠে তাদের নিজেদের মধ্যে ভাঙা সম্পর্ক আর দ্বন্দ্ব নিয়ে।

❝ আপনি যতই ভাববেন—এই তো বুঝে ফেললাম, ঠিক তখনই গল্প এমন বাঁক নেয়, আপনি নিজেই গুলিয়ে ফেলবেন, কার উপর বিশ্বাস করবেন! ❞

📌 কি কারণে দেখা উচিত?

এই সিনেমার সবচেয়ে বড় শক্তি—এর টানটান থ্রিল, রিয়ালিস্টিক অভিনয়, আর সেই চাপা টেনশন যা এক মুহূর্তের জন্যও আপনাকে শান্ত থাকতে দেবে না।

📣 শেষ কথা : এক কথায় বলি যারা মালায়ালাম থ্রিলারের জন্য অপেক্ষা করেন তাদের জন্য একদম পারফেক্ট এবং মাস্ট ওয়াচ 🔥

23/07/2025

If You're Crying After Watching Saiyaara Then You Should Definitely Watch These Movies 🖤No Hate to Saiyaara ❤️
23/07/2025

If You're Crying After Watching Saiyaara Then You Should Definitely Watch These Movies 🖤

No Hate to Saiyaara ❤️

  : এক মারাত্মক সাইকোলজিক্যাল থ্রিলার!🔥 একবার দেখা শুরু করলেই আপনার মাথার ভেতর একরাশ সন্দেহ ঢুকে যাবে— সত্যি কি, মিথ্যে ...
21/07/2025

: এক মারাত্মক সাইকোলজিক্যাল থ্রিলার!🔥 একবার দেখা শুরু করলেই আপনার মাথার ভেতর একরাশ সন্দেহ ঢুকে যাবে— সত্যি কি, মিথ্যে কি, কিছুই আর বুঝবেন না! আস্তে আস্তে আপনি নিজেই সন্দেহে পড়ে যাবেন—“নাহ, কিছু একটা গণ্ডগোল আছে!” এই সিনেমা আপনাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে নিজের চোখেও সন্দেহ হবে!

🎬 Movie : DNA (2025)
⭐ IMDb Rating : 8.2/10 🌟
🎭 Genre : Thriller | Psychological | Drama
🌐 Language : Hindi Dub

🕵️‍♂️ স্টোরি : গল্পটা এক তরুণীকে নিয়ে, যার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সন্তান জন্মানোর পর থেকে সে বিশ্বাস করতে থাকে, তার আসল বাচ্চাটাকে বদলে ফেলা হয়েছে!

শুরুর দিকে সবাই ভাবে—এই মেয়েটা হয়তো মানসিকভাবে ঠিক নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্প এমন জায়গায় পৌঁছায়, যেখানে দর্শকরাও কনফিউশনে পড়ে যান—"যা দেখছি, সেটা কি সত্যি?"

📌 সবচেয়ে শক্তিশালী দিক...

এই সিনেমাটা যেমন তেমন থ্রিলার না — এটা একজন মায়ের আবেগ, তার সন্দেহ আর মানসিক রোগীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ!

📣 শেষ কথা : যারা সাইকোলজিক্যাল থ্রিলার, আর একটু অন্যরকম গল্প খোঁজেন — DNA মুভি তাদের জন্য মাস্ট ওয়াচ! ❤️

👉 এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ➤【লিংক কমেন্টে】

▸ Enjoy & Happy Watching! 🍿

Address

Shaympur
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Movie Lovers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share