Mahmodul Hasan Akib

Mahmodul Hasan Akib Student | Content Creator | Public Speaker

1- Allahumma salli `ala Muhammad wa `ala ali Muhammad k**a sallayta `ala Ibrahim wa `ala ali Ibrahim, innaka hamidun maj...
30/05/2025

1-
Allahumma salli `ala Muhammad wa `ala ali Muhammad k**a sallayta `ala Ibrahim wa `ala ali Ibrahim, innaka hamidun majid. Allahumma barik `ala Muhammad wa `ala ali Muhammad k**a barakta `ala Ibrahim wa `ala ali Ibrahim, innaka hamidun majid.

2-
Allahumma salli `ala Muhammad wa `ala ali Muhammad k**a sallayta `ala ali Ibrahim, wa barik `ala Muhammad wa `ala ali Muhammad k**a barakta `ala ali Ibrahim fil-`alamin, innaka hamidun majid.

29/05/2025

এখনকার যুগে তাকবির ভুলে যাওয়া এক সুন্নাহে পরিণত হয়েছে।
বিশেষত এই সময়ের (জিলহজ্জের) প্রথম দিনগুলোতে।
এটা এতই হারিয়ে বসেছে যে একেবারে অল্পকিছু ব্যক্তি ছাড়া কারও কাছে মানুষ (সজোরে) তাকবির শুনে না বললেই চলে।

১. মৃত সুন্নাহকে জীবিত করার জন্য।
২. উদাসীনদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
এই তাকবির সশব্দে পাবলিক স্পেসে পড়া জরুরী।

ইবনু উমার এবং আবু হুরাইরাহ (রদিআল্লাহু আনহুম)
জিলহজ্জের প্রথম দশ দিন বাজার এলাকায় গিয়ে সশব্দে তাকবির দিতেন আর লোকেরা তাঁদের তাকবির শুনে নিজেরাও তাকবির দিতো।

- সবাই এক সাথে দেওয়াটা জরূরী না।
- আলাদা আলাদা দিলেই হয়।
- এটা ছিলো মূলত রিমাইন্ড করার জন্য।

08/05/2025

the story of homless people

08/05/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

01/05/2025

আমরা দিনে দিনে যা-কিছু হারাচ্ছি,
লজ্জা তার মধ্যে অন্যতম।
ছোট্ট একটা শব্দ, কিন্তু লাজ না থাকা অর্থ অনেক কল্যাণ হাত ছাড়া হয়ে যাওয়া।

মাওয়ারদী (রহ.) বলেছিলেন, মানুষের লজ্জাবোধ তিন রকমের হয়।

প্রথমটা — আল্লাহর প্রতি লজ্জা।

যে জানে, আল্লাহ তাকে দেখছেন, সে ভুল পথে পা বাড়াতে ভয় পায়। এই লজ্জা মানুষকে আল্লাহর নির্দেশ মানতে শেখায়, গুনাহ থেকে ফিরিয়ে রাখে।

দ্বিতীয়টা — মানুষের সামনে লজ্জা।

যে মানুষকে কষ্ট দিতে পারে না, খারাপ কিছু করতে গেলেই মনে হয়, ‘যদি কেউ দেখে ফেলে!’ এই বোধ তাকে সংযত রাখে, নম্র রাখে।

তৃতীয়টা — নিজের কাছে লজ্জা।

এটা তখনই জাগে, যখন কেউ একা থাকে। চারপাশে কেউ নেই, কিন্তু ভেতরের একটা কণ্ঠ বলে, ‘তুমি তো জানো, এটা ঠিক না।’ এই লজ্জা মানুষকে একাকিত্বেও গুনাহ থেকে বাঁচিয়ে রাখে।

যার ভেতরে এই তিনটা লজ্জাই জেগে থাকে — সে সত্যিকার অর্থেই ভালো মু'মিন।
গুনাহ তার ধারে-কাছে এসে সুবিধা করতে পারে না।
মানুষ তাকে সম্মান করে, পেছনে ভালো কথা বলে।

30/03/2025

ঈদ মুবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Send a message to learn more

21/03/2025

رَبَّنَآ اَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرًا وَّثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡکٰفِرِيۡنَؕ

হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কা ফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন।

27/02/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম

বেচারার নিষ্পাপ শৈশব কেড়ে নেওয়ার  দুঃসাহস দেখে আমি স্তব্ধ !
12/02/2025

বেচারার নিষ্পাপ শৈশব কেড়ে নেওয়ার দুঃসাহস দেখে আমি স্তব্ধ !

চীন থেকে ৯ কোটি টাকা দিয়ে বানিয়ে আনা মুজিব ভাস্কর্য। বাসাতে চেয়েছিলো ধোলাইপাড়ে। মনে আছে?
05/02/2025

চীন থেকে ৯ কোটি টাকা দিয়ে বানিয়ে আনা মুজিব ভাস্কর্য। বাসাতে চেয়েছিলো ধোলাইপাড়ে। মনে আছে?

আমাদের ঘরের পাশেই হিন্দুদের বেশকিছু ঘর আছে। স্বাভাবিকভাবেই প্রতিবেশী হিসেবে তাদের সাথে সম্পর্ক আছে বটে। কিন্তু, একবার কু...
03/02/2025

আমাদের ঘরের পাশেই হিন্দুদের বেশকিছু ঘর আছে।
স্বাভাবিকভাবেই প্রতিবেশী হিসেবে তাদের সাথে সম্পর্ক আছে বটে। কিন্তু,
একবার কুরবানির সালাত শেষে গরু জবাই করতে যাচ্ছি। পথ থেকে একটা বাচ্চাকে টেনে ঘরে নিয়ে যাচ্ছে তার মা। আর বোঝাচ্ছে।
ওখানে যেতে হয় না, বাবা !
ইমান আর শিরকের মাঝে একটা স্ট্রেইট রেখা আছে। ওটা অতিক্রম করলে নিজের পরিচয় মুছে যায়। অন্ধকারের মাঝে বিলীন হয়ে যেতে হয়।
এত বেইসিক একটা বিষয় এভাবে গুলিয়ে ফেললে কী করে হয়?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmodul Hasan Akib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmodul Hasan Akib:

Share

Category