Jahidul Islam Jabed

Jahidul Islam Jabed সততা মানুষকে সফলতার দিকে নিয়ে যায় সততার মাধ্যমে জীবন পরিচালনা করুন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর

মনপুরা থেকে ঢাকা চলে যাচ্ছে সফলতার জন্য ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য ঢাকা চলে যাচ্ছি এবং যে কারণে ঢাকা যাচ্ছ...
14/06/2023

মনপুরা থেকে ঢাকা চলে যাচ্ছে সফলতার জন্য ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য ঢাকা চলে যাচ্ছি এবং যে কারণে ঢাকা যাচ্ছি তা নিয়ে একটি ব্লক আসতেছে কিছুদিনের ভিতরে

12/06/2023

এই পৃথিবীতে মানুষ পরিবারের কাছে শান্তি খুঁজে সেখানে না

08/06/2023

বিদ্যুৎ ছাড়া একটি রাত যদি এত কষ্টদায়ক হয়,তাহলে ক'ব'রের একটি রাত কত না কঠিন হবে ভেবেছেন কি কখনো?😢
আল্লাহ তুমি হিফাজত করিও
🤲আমিন🤲

06/06/2023

"বিদ্যুৎ অফিস" লিখার পরে কিবোর্ড এর মাঝখানে
যেইটা আসবে সেইটাই দিবেন!
কোনোরকম চিটিং করবে না কিন্তু 🥴🐸

04/06/2023

আমি তো বিদ্যুৎতের বিল বাকি রাখি নাই,তাহলে কয়লার বিল বাকি রইলো কেন..?

04/06/2023

পোস্টটা যার সামনে পড়বে, দয়া করে একটা সালাম দিয়ে যাবেন! একটু মানসিক শান্তি দরকার!

সবার সালামের উত্তর দিবো ইন-শা-আল্লাহ🌸

04/06/2023

'কোন বছরটা সব চেয়ে বেশি ক!ষ্টের ছিল?
2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023!🙂

01/06/2023

২০২৩ ও ২৪ বছরের বাজেটে প্রকৃতপক্ষে ভোগ করবে কারা ?

বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়বে-কমবে
আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রতিবছরই বাজেট ঘোষণার পর কিছু কিছু পণ্যের দাম বাড়ে, আবার কোনো কোনো পণ্যের দাম কমেও। এবারের বাজেটে সরকারের নেয়া সিদ্ধান্তে কোন পণ্যের ওপর কেমন প্রভাব পড়তে পারে, তা নিয়েই এ প্রতিবেদন।নতুন অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। এদিকে জিডিপির আকার ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা করা হচ্ছে।


নতুন অর্থবছরের মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। সেই মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৬ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা। যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

তবে ঘাটতি থাকছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

আরও পড়ুন: বাজেট: ক্রীড়া বাজেট বাড়লেও উন্নয়ন হবে তো?

দেশের জনসাধারণের স্বার্থে ও দেশীয় শিল্পর সুরক্ষায় আগামী অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর আরোপ বা ছাড়ের প্রস্তাবনা আসতে পারে। যার সামগ্রিক প্রভাব পড়বে দেশের বাজারে। ফলে কিছু কিছু পণ্যের দাম বাড়তে পারে আবার কিছু কিছু পণ্যের দাম কমতেও পারে।

যে পণ্যের দাম বাড়বে:

আমদানি করা স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড

নতুন অর্থবছর আমদানি করা স্বর্ণের দাম বাড়বে। কারণ, ব্যাগেজ বিধিমালার আওতায় বিদেশে থেকে আসার সময় ব্যাগে স্বর্ণ আনার পরিমাণ ২৩৪ গ্রাম (২০ ভরি) থেকে কমিয়ে ১১৭ গ্রাম করা হচ্ছে। আবার ভরিপ্রতি শুল্কের পরিমাণ ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে।

জমি ও ফ্ল্যাটের দাম

ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) আওতায় জমি ও ফ্ল্যাটের নিবন্ধনে গেইন ট্যাক্স ৪ থেকে ৮ শতাংশ করা হচ্ছে। আর দেশের অন্য এলাকার ক্ষেত্রে তা ৩ থেকে ৬ শতাংশ। তাই আগামী অর্থবছরে জমি ও ফ্ল্যাটের দাম বাড়তে পারে।

সিগারেট

প্রতি বাজেটেই দেখা যায় বিড়ি-সিগারেটের দাম বাড়ানো হয়। এবারও তাই হতে যাচ্ছে। নিম্নস্তরের এক প্যাকেট (২০ শলাকার) সিগারেটের দাম ৯০ টাকা, মধ্যম স্তরের ১৩৪ টাকা, উচ্চস্তরের ২২৬ টাকা এবং অতি উচ্চস্তরের সিগারেটের দাম ৩০০ টাকা করা হচ্ছে। পাশাপাশি জর্দা-গুলের দামও বাড়ানো হচ্ছে। তবে দাম অপরিবর্তিত থাকছে বিড়ির দাম।

বাসমতি চাল

এবার বাসমতি চাল আমদানিতে ভ্যাট বসানো হচ্ছে। যার প্রভাবে বাড়বে এই চালের দাম। অর্থাৎ এর ফলে দাম বাড়তে পারে বিরিয়ানি বা কাচ্চির।

কাজুবাদাম

স্থানীয় বাদামচাষিদের উৎসাহিত করতে কাজুবাদাম আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে। বিদ্যমান ১৫ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে ৪৩ শতাংশ করা হচ্ছে। সুতরাং আমদানি করা কাজুবাদামের দাম বাড়বে।

খেজুর

বাজেটে তাজা ও শুকনো খেজুর আমদানিতে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট বসতে যাচ্ছে। ফলে পণ্যটির দাম বাড়বে।

সিমেন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী

এরই মধ্যে বাড়তি দামে বিক্রি হওয়া নির্মাণসামগ্রী যেমন: রড, সিমেন্ট, ইট ও বালু ইত্যাদি পণ্যের দাম আরও বাড়ছে। আসন্ন বাজেটে প্রতি ব্যাগ সিমেন্টে ২০ টাকা ভ্যাট আরোপ হতে পারে।

দামি গাড়ি

নতুন অর্থবছরের বাজেটে দামি গাড়ির ওপর নতুন করে শুল্ক আরোপ হতে পারে। ফলে দামি গাড়ির দাম আরও বেশি বাড়বে। ২০০১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ি আমদানিতে বর্তমানে সম্পূরক শুল্ক বসে ২০০ শতাংশ, যা ২৫০ শতাংশ করা হতে পারে। আর ৩০০১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য ৩৫০ শতাংশ বেড়ে হতে পারে ৫০০ শতাংশ।

এ ছাড়া পরিবেশদূষণ এবং যানজট ঠেকাতে এই প্রথমবারের মতো একটির বেশি গাড়ি থাকলে কার্বন কর আরোপ করতে যাচ্ছে সরকার।

এলপিজি গ্যাস

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) তৈরির কাঁচামালে শুল্ক বাড়তে পারে। সেই সঙ্গে বাড়বে ভ্যাটও। শুল্ক বিদ্যমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হতে পারে। আর ভ্যাট বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হতে পারে।

ভ্রমণ খরচ

ভ্রমণ কর ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব আসতে পারে। বর্তমানে গন্তব্য বিবেচনায় ৫০০ থেকে ৪ হাজার টাকা ভ্রমণ কর দিতে হয়। এর ফলে উড়োজাহাজে ভ্রমণে ভোক্তার খরচ বাড়তে পারে।

অ্যালুমিনিয়াম ও প্ল্যাস্টিকের গৃহস্থালি পণ্য

প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি টেবিল ও রান্নার পাত্র, টিস্যু পেপারসহ বিভিন্ন পণ্যের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হতে পারে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

আমদানি করা ফ্রিজ, ফ্যান, ও এস্কেলেটর

আমদানি নিরুৎসাহিত করতে বাজেটে এস্কেলেটর তৈরির কাঁচামালের শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে। বর্তমানে এর হার ৬ শতাংশ থেকে ১১ শতাংশ।

কোমল পানীয়

কোমল পানীয় খাতে বিদ্যমান টার্নওভার কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হতে পারে। যার কারণে বাড়বে দাম।

ওভেন

আগামী জুলাই থেকে বিদেশি ওভেন আমদানি শুল্ক ৩০ শতাংশ বাড়িয়ে মোট করভার করা হচ্ছে ৮৯ দশমিক ৩২ শতাংশ। ফলে বাড়বে ওভেনের দাম।

কলম

বাজেটে কলমের ওপরও ১৫ শতাংশ ভ্যাট বসবে। সুতরাং দাম বাড়তে যাচ্ছে এই প্রয়োজনীয় পণ্যটিরও।

চশমা ও সানগ্লাস

চশমার ফ্রেম ও সানগ্লাস আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে এবারের বাজেটে। পাশাপাশি উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হচ্ছে।

আরও পড়ুন: বরাদ্দের শতভাগ অর্থ ব্যয়ে ব্যর্থ অনেক প্রকল্প: পরিকল্পনামন্ত্রী

দাম কমতে পারে যেসব পণ্যের

মাংস

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব আসতে পারে। একই সঙ্গে এই পণ্যের উৎসে অগ্রিম আয়কর ৭ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হতে পারে। যার প্রভাবে মাংসের দাম কমতে পারে।

দেশে উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেট

উৎপাদন উৎসাহিত করতে স্থানীয়ভাবে উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস সকেট আমদানি করতে শুল্ক ও সম

Jibon ta keno ai rokhom  manus keno manuse sukho cayna
31/05/2023

Jibon ta keno ai rokhom manus keno manuse sukho cayna

31/05/2023

কোরআন তেলওয়াত যাদের সুনতে ভালো লাগে তারা বলি

আলহামদুলিল্লাহ

31/05/2023

❝যে বয়সে আমি আল্লাহকে সিজদাহ দেওয়ার সুযোগ পাচ্ছি সে বয়সে অনেকে কবরে শুয়ে আছে❞
তাই শুকরিয়া আদায় করি!!
•──ლআলহামদুলিল্লাহლ──•

Sobai amare sapot korbe ami aponader sapote oneko dure jabo amar monitored korte parina aponare sapot pojon monitored de...
31/05/2023

Sobai amare sapot korbe ami aponader sapote oneko dure jabo amar monitored korte parina aponare sapot pojon monitored deina tai aponer akotu sapot deno tahole Pete pari

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jahidul Islam Jabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahidul Islam Jabed:

Share

Category