13/03/2023
১. ডিজিটাল মার্কেটিং: ডিজিটাল যুগে ডিজিটাল ইন্টারনেট যোগাযোগ এর মাধ্যমে সকল ধরনের সকল পণ্য পাবলিকদের সামনে সুঠোম ভাবে প্রচলিত করাকেই ডিজিটাল মার্কেটিং বলে।
২. ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয় ও গুরুত্ব: ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয় অপরিহার্য অংশ। ইন্টারনেট ব্যবহার কারী মানুষ গুলো যে কোনো ধরনের পণ্য কেনার আগে ইন্টারনেট এ পণ্য গুলো সম্পর্কে ভালো করে জেনে বুঝে যাচাই করে ক্রয় করে।
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম। কম খরচে অধিক মানুষদের কাছে পৌছানো জায়। সহজে ও তারাতারি ব্যবসা 💼📝💰প্রচার করা যায়। ব্রান্ডের সুনাম অর্জন করা যায়।
৩.ডিজিটাল মার্কেটিং এর সুবিধা:👤ডিজিটাল মার্কেটিং এর সুবিধা হলো ফ্রিল্যান্সিং সবচেয়ে ভালো একটি সেক্টর নতুন দের জন্য কারণ এই সেক্টর থেকে আপনি নিজেকে খুব কম সময়ে🕓দক্ষ করার পাশাপাশি ইনকাম💶 করতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ মোবাইল 📱ফোন দিয়ে শুরু করা যায়।🌿 এটি খুব নিখুঁত ভাবে আপনার ব্যবসার জন্য আদর্শ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ সহজ করে দেয়। বেকারত্ব দূর হয়। মেয়েরা ঘরে বসেই হালাল ইনকাম করে সাবলম্বী হচ্ছে।
🖥️📱💻