30/03/2025
স্বৈরাচারের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, স্বজনহারা পরিবারগুলো অবশ্যই ন্যায় বিচার পাবে
ডা:মিজানুর রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন। তাদের কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরাঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি ও ভবিষ্যতেও থাকবো। সমৃদ্ধ বাংলাদেশ করতে গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরো বলেন এই শহীদ পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই।তবে আমাদের জন্য স্বস্তি এতটুকুই যে যার নির্দেশে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। জনগণের উত্তাল আন্দোলনে পালিয়ে যাওয়া সেই স্বৈরাচারের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সজনহারা পরিবারগুলো অবশ্যই ন্যায় বিচার পাবে। যারা ন্যায়ের জন্য জীবন দিয়েছে রাসূল (সাঃ) তাদেরকে শহীদ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম। আল্লাহ তাদের উত্তম মর্যাদা দান করবেন। গত ২৮ মার্চ (শুক্রবার) খিলগাঁও, তালতলা, রামপুরাবাজার , বাড্ডা , কুড়িল বিশ্বরোড বিভিন্ন এলাকায় জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় তিনি আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১ গঙ্গাচরণ রাজবংশী ২ সৈয়দ নাজমুল হাসান ৩ মোঃ রমজান ৪ সজীব হাওলাদার ৫ মো: সাইফুল হাসান ৬ সাগর রহমান ৭ মো: মনির হোসেন ৮মারুফ হোসেন ৯ মো: আল-আমিন হোসেন ১০ মো: সেলিম তালুকদার ১১ আব্দুল্লাহ আল মামুন ঈদের উপহার সামগ্রী তুলে দেন।
প্রসঙ্গত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরীকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এ কমিটির সদস্য সচিব ডাঃ মো.মজিবুর রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে রয়েছেন ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম, কৃষিবিদ জুনাইদ নূর টিটু, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মাসুম হাসান, অধ্যাপক বেলাল হোসেন ও প্রকৌশলী মাহবুব হোসেন।