Somewhere in BD

Somewhere in BD একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে চাই! 💚☘️
(1)

দিনশেষে এসব 'ওয়েলফেয়ার পলিটিক্স' এর প্রভাব ক্যাম্পাসের রাজনীতিতে পড়তেছে, এটা আর অস্বীকার করার উপায় নাই। ঢাবিতেও হয়েছে, জ...
14/09/2025

দিনশেষে এসব 'ওয়েলফেয়ার পলিটিক্স' এর প্রভাব ক্যাম্পাসের রাজনীতিতে পড়তেছে, এটা আর অস্বীকার করার উপায় নাই। ঢাবিতেও হয়েছে, জাবিতেও হয়েছে, অন্যান্য ক্যাম্পাসগুলোর নির্বাচনেও প্রভাব পড়বে।

যে ছেলে বা মেয়ে একবার শিবির থেকে উপকার বা বেনিফিট যেটাই বলেন, পেয়েছে; সে ভোটের সময়তো মনে রাখবেই এসব।

ওয়েলফেয়ার পলিটিক্স বাগছাসের দ্বারা সম্ভব না। এখানে প্রচুর পরিমাণ ফান্ডিং দরকার হয়।

এই ইকোসিস্টেম শিবিরের আছে। তাদের কোচিং সেন্টার, আর্থিক প্রতিষ্ঠান, স্ট্রং ও রিচ বিশাল এ্যালামনাই আছে, আরো আছে সংগঠনের নেতা-কর্মীদের মাসিক চাঁদা। শিবিরের ফান্ডিংয়ে ঘাটতি থাকার কথা না কখনোই।

বাগছাসের এই পাইপলাইন নাই। এই ইকোসিস্টেম দাঁড় করাতে কমপক্ষে ১০ বছর লাগবে।

ছাত্রদল ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারবে না। ছাত্রদল পুরোপুরি পাওয়ার পলিটিক্সের সংগঠন। সংগঠনের সদস্যদের এরকম মন-মানসিকতা গড়ে তুলতে অনেক সময় লাগবে। ঢেলে সাজাতে হবে পুরো সংগঠন।

শিবিরের রিক্রুটমেন্ট প্রসেস হাসিনার ঘোর ফ্যাসিবাদী সময়েও হয়তো বন্ধ হয়নি।

বাগছাসের এরকম স্মুথ কোনো রিক্রুটমেন্ট প্রসেস নাই।

ছাত্রদল সামনে পাওয়ারে আসতে পারে, এই আশায় বুক বেঁধে অনেক সুবিধাবাদীরা আগস্টের পরপর ছাত্রদলে ঢুকেছে। এরা সংগঠনের দু:সময়ে ছিলো না।

ওয়েলফেয়ার পলিটিক্স, রিক্রুটমেন্ট প্রসেস এবং ফান্ডিং; এই তিন দিক থেকে ক্যাম্পাসগুলোতে বাগছাস এবং ছাত্রদল শিবিরের তুলনায় পিছিয়ে আছে।

ওয়েলফেয়ার পলিটিক্স খারাপ নাকি মন্দ, সেটা ভিন্ন আলাপ। এটার ভালো-মন্দ দিক নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটার প্রভাব যে ক্যাম্পাসগুলোতে বেশ ভালোভাবেই পড়েছে, সেটা সাম্প্রতিক ডাকসু ও জাকসু ইলেকশনেই দেখতে পেয়েছেন সবাই।

বাগছাস ও ছাত্রদলকে এই জিনিসগুলো নিয়ে ভাবার সময় এসেছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে Help করুন ঘটনাস্থলের লোকেশন - ৩০০ ফিট পার হইয়া রূপগঞ্জ থানা ভুলতা গাউছিয়া রোডে। ছেলেট...
12/09/2025

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে Help করুন ঘটনাস্থলের লোকেশন - ৩০০ ফিট পার হইয়া রূপগঞ্জ থানা ভুলতা গাউছিয়া রোডে।

ছেলেটির বিপদে পুলিশ ছাড়া কেউ এগিয়ে আসলো না??
কত মানুষ ছিলো, কারো কি বিবেকে একটু নাড়া দিলো না?

আমার বাসা কুমিল্লা জেলা লালমাই উপজেলা তে আমাদেরকে এরাওন্ড ৫-৬ রাওন্ড গু*লি করা হয় এবং চেনি দিয়ে কোঁ*প দিয়ে আামার হাতের একটি আংগুল ফেলে দেয়। আমার পায়ে ২ টা কোঁ-প দেয়,হাতে ৩ টা পিছনে ১ টা। আমার বন্ধু ফয়সাল কে মাথায় কো-প দেয় ৫-৮ টা সেলাই লাগে এবং হাতে পায়ে ওর বাসা ও কুমিল্লা চান্দিনাতে। আমার বাইক R15 v3 Indonesian এবং i phone 14 pro max নিয়ে যায়।

প্রথম 30 মিনিট কোন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার আমাকে কোন Help করেনি উল্টো তারা বাস এর দরজা জনালা লাগিয়ে টান দিয়ে একের পর এক গাড়ি গুরিয়ে চলে যায়। একটা বাসায় গিয়ে ২ জন গার্ডকে 999 এ কল দেওয়ার জন্য বলি উনারা বলে কারো মোবাইলে টাকা নাই এমবি নাই। বলেছিলাম আমি আপনার ছেলের মতো তার পর উনারা মেইন গেইট খুলে আমাকে দাক্কা দিয়ে বের করে দেয়। তার ৫ মিনিটের মধ্যে একজন ট্রাক ড্রাইভার দাড়ায়। হেল্পার আমার বয়সি একটা ছেলে ওর মালিককে বলে ভাই ওরে বাচাও। তখন আমর হাত দিয়ে রক্ত ঝর ঝর করে পরতেছিল। তখন ওই ছেলে 999 এ কল দেয়। আমি সম্পন্ন ঘটনা পুলিশকে খুলে বলি। পুলিশ ১০ মিনিট এর মধ্যেই এসে আমাকে উদ্ধার করে এবং সবাই কে নিয়ে আমার বন্ধু কে ও উদ্ধার করি। তখন তারা আমাদের ২ জন কে অটো তে উঠাইয়া দেয় সব hospital এর ধারে ধারে ঘুরে সব বন্ধ। পুলিশ এসে অ্যাম্বুলেন্স কল দেয় আমাদের ২ জন কে এ উঠিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখন আমি কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না??

তার হেলমেটের ক্যামেরায় পুরো ভিডিও দেখলাম। খুবই ভয়ংকর অবস্থা। রাস্তায় কত গাড়ি, কত মানুষ গেলো কিন্তু কেউ এগিয়ে আসলো না?? আপনি যদি অন্যের বিপদে এগিয়ে না আসেন দেখবেন একদিন আপনিও এমন বিপদে পড়লে কাউকে পাশে পাবেন না। এইজন্য অন্যের বিপদে পাশে থাকলে নিজের বিপদেও পশে পাবেন।।।

বি: দ্র: ৩০০ ফিট রাস্তার শেষ প্রান্তে রূপগঞ্জ থানার,ভুলতা গাউছিয়া রোডে কাঞ্চন ব্রিজ পার হইয়ে ডাকাতির ঘটনা দেখে যা বুঝলাম বিপদে পুলিশ ছাড়া কেউ এগিয়ে আসলো না,

লেখাটি ডাকাতির হাত থেকে বেঁচে ফেরা মোটরসাইকেল চালক
Mixer jishan vhai ar,,,

আশা করি আলবটরদের বটবাহিনী ভোট দিয়ে আসে নাই। এটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক ভোট৷ এত হাইপের কিছু দেখি না।ছাত্রদ...
10/09/2025

আশা করি আলবটরদের বটবাহিনী ভোট দিয়ে আসে নাই। এটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক ভোট৷ এত হাইপের কিছু দেখি না।

ছাত্রদলের আবিদুল যদি আগের মতন শিবির শিবির খেলা না খেলে নিজের মতন আশা দেখাইতে পারতো সাধারণ ছাত্র-ছাত্রীদের তবে ভালো কিছু করতে পারতো বিশ্বাস। মোস্ট প্রমিসিং ছিলো শামীম যার ভোটে কিছুটা ভাটা ফেলার জন্যে বাল দায়ী যারা ওকে প্রমোট করার চেষ্টা করসিলো।

সাধারণ অরাজনৈতিক কিছু ছোট ভাই-বোনদের সাথে আলাপে যা বুঝলাম এরা শিবিরকে যতটা পছন্দ করে তার চেয়ে বেশি ভয় পায় পুরাতন সাইকেলে যেন আর ঢুকতে না হয়। আর ক্যম্পাসে শিবির তার কাজের মাধ্যমে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে ব্যাপক এক্সেসেপ্টেন্স পাইসে। এই রিয়েলিটি মানা লাগবে আমি আপনি শিবিরকে পছন্দ অপছন্দ যাই করি না কেন।

তবে এখান থেকে টেইক-ওয়ে হচ্ছে আগামীর দিনের রাজনীতিতে কিছুটা হলেও পরিবর্তন আনতে হবে আপনাদের। নতুন ভোটারদের পালস বুঝতে হবে। স্লোগান, পাওয়ার এক্সেরসাইজের খেলা বন্ধ করতে হবে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি দিয়ে রাজনীতি করতে হবে।

সব ক্যান্ডিডেটগুলোই যার যার জায়গায় ভালো করেছে। তবে শিবির প্যানেল বাস্তবেই কিছুটা ভিন্নতা আর নতুনত্ব নিয়ে এসেছে নেতৃত্বে, স্ট্র‍্যাটেজিতে। শুভ কামনা। দিনশেষে সব ভালোর জয় হোক। কাজের মাধ্যমে শিবির ভূল প্রমাণ করুক পারলে যে তাদের কে করা এতদিনের ট্যাগিং ভূল ছিল।

09/09/2025

🟥 মেগা ব্রেকিং 🟥
নেপালের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন! এটাই জুলাই মডেলের শক্তি! সীমানা পেরিয়ে আরেক ঐতিহাসিক জয়!

🟥 মেগা ব্রেকিং 🟥এখন!কোনভাবেই যাতে শেখ হাসিনার স্বৈরাচারী জ্ঞাতি ভাই নেপালের প্রধানমন্ত্রী দেশ ছাড়তে না পারে তার ইন্তেজাম...
09/09/2025

🟥 মেগা ব্রেকিং 🟥

এখন!

কোনভাবেই যাতে শেখ হাসিনার স্বৈরাচারী জ্ঞাতি ভাই নেপালের প্রধানমন্ত্রী দেশ ছাড়তে না পারে তার ইন্তেজাম! এয়ারপোর্ট দখল নিতে হামলা! যে ভুল বাংলাদেশ করেছে সেই ভুল করতে চায় না নেপালের ছাত্র জনতা!

🟥 মেগা ব্রেকিং 🟥নেপালের সংসদ ভবন! এখন!
09/09/2025

🟥 মেগা ব্রেকিং 🟥

নেপালের সংসদ ভবন! এখন!

09/09/2025

মেগা ব্রেকিং

ছাত্র জনতার আন্দোলনের পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী!

08/09/2025

🟨 ব্রেকিং আপডেট 🟨

ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ!

নেপালের রাস্তা!
08/09/2025

নেপালের রাস্তা!

08/09/2025

🟥 ব্রেকিং 🟥

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতের সংখ্যা বেড়ে ২১!

25/07/2025

বার্ণের চিকিৎসার ভয়াবহ ব্যাপারটা প্লাস্টিক সার্জন ছাড়া বাকিরা খুব ভাল ভাবে জানে না, সেটা হল আমরা রোগী দেখেই মোটামুটি বলে দিতে পারি এই বার্ণের রোগীটা বাঁচবে কি না।

বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ৫০% এর উপরে আমরা তেমন একটা বাঁচাতে পারি না, এই যে রোগী গুলো কথা বলছে,খাচ্ছে সব ঠিক আছে মনে হচ্ছে, অথচ আমি জানি এই রোগীটা মারা যাবেই। এটা যে কত কষ্টের তা বলে বোঝানোর মত না। আর এত ছোট ছোট বাচ্চারা এত ভয়াবহ ভাবে পুড়েছে যে মৃত্যুর মিছিল এত সহজে থামবে না, আগামী এক সপ্তাহের ভেতর অনেক গুলো রোগী আমরা হারাব নিশ্চিত।

এটা খুবই কষ্টের। যেমন যে বাচ্চাটার ভিডিও দেখলাম পুরো শরীর পুড়ে গেছে, দৌড়াচ্ছে, আমি দেখেই বুঝলাম বাচ্চাটার বাঁচবার তেমন সম্ভাবনাই নাই, আহারে বাচ্চাটা। আমাদের সামর্থ্য এত কম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়। বার্ণের সবচেয়ে বড় শত্রু সেপসিস। আর সেপসিসের বড় কারণ প্রচুর ভিজিটর, পরিবেশ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। আর বাংলাদেশের প্লাস্টিক সার্জনরা ভয়াবহতম কঠিন ট্রেনিং নেয় বলে বার্ণ ম্যানেজমেন্টে প্রচণ্ড দক্ষ। নিশ্চিন্তে তাদের উপর ভরসা রাখতে পারেন।

—ডা. কাফি চৌধুরী

অলরেডি চিকিৎসাধীন বাচ্চারা মারা যেতে শুরু করেছে। প্রতিদিন একজন দুইজন করে।

আজ শুক্রবার। অন্তর দিয়ে এদের জন্য একটু প্রার্থনা করবেন মহান আল্লাহর কাছে।

ভয়ং*কর একটা তথ্য! 💥💥কেবল ১০ গ্রাম ইউরেনিয়াম-২৩৫ ভাঙলে যে পরিমান শক্তি উৎপন্ন হবে তা দ্বারা শত শত মানুষ মারা সম্ভব। কিন্ত...
25/07/2025

ভয়ং*কর একটা তথ্য! 💥💥

কেবল ১০ গ্রাম ইউরেনিয়াম-২৩৫ ভাঙলে যে পরিমান শক্তি উৎপন্ন হবে তা দ্বারা শত শত মানুষ মারা সম্ভব। কিন্তু স্রষ্টা চায়নি তার এই সৃষ্টি— মানুষের ক্ষতির কারণ হোক। তাই তিনি এই ইউরেনিয়াম-২৩৫ এর হাফ লাইফ ৭০৪ মিলিয়ন বছর করে দিলেন। অর্থ্যাৎ ১০ গ্রাম ইউরেনিয়াম রেখে দিলে তা ভেঙে ৫ গ্রাম হতে সময় লাগবে ৭০৪ মিলিয়ন বছর। এবং ৫ গ্রাম ইউরেনিয়াম ভেঙে ২.৫ গ্রাম হতে সময় লাগবে পুণরায় ৭০৪ মিলিয়ন বছর। অর্থ্যাৎ এই ১০ গ্রাম ইউরেনিয়াম সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে ৪০০০ মিলিয়ন বছর।

এতে করে ইউরেনিয়াম ভাঙার ফলে যে শক্তি উৎপন্ন হবে, তা ৪০০০ মিলিয়ন বছরে ভাগ ভাগ হয়ে যাবে। ফলে সৃষ্টির তেমন কোনো ক্ষতি হতো না।

কিন্তু আমরা কি করলাম?

ইউরেনিয়াম ভাঙার সময়কে ৭০৪ মিলিয়ন বছর থেকে কয়েক মিলি সেকেন্ডে করে দিলাম। যে ইউরেনিয়াম ভাঙতে সময় লাগতো ৭০৪ মিলিয়ন বছর, সেই ইউরেনিয়াম পরমানুকে একটা নিউট্রন দিয়ে আঘাত করে চোখের নিমিষেই ভেঙে ফেলার থিওরী বের করে ফেললাম। প্রকৃতির যে শক্তি— নির্গত হতে সময় লাগতো ৭০৪ মিলিয়ন বছর, সেই শক্তিকে কয়েক মিলি সেকেন্ডেই নির্গত করে ধ্বং*শ করে দিলাম হিরোশিমা ও নাগাসাকি।

কি আশ্চর্য!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somewhere in BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category