Somewhere in BD

Somewhere in BD একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে চাই! 💚☘️
(1)

25/07/2025

বার্ণের চিকিৎসার ভয়াবহ ব্যাপারটা প্লাস্টিক সার্জন ছাড়া বাকিরা খুব ভাল ভাবে জানে না, সেটা হল আমরা রোগী দেখেই মোটামুটি বলে দিতে পারি এই বার্ণের রোগীটা বাঁচবে কি না।

বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ৫০% এর উপরে আমরা তেমন একটা বাঁচাতে পারি না, এই যে রোগী গুলো কথা বলছে,খাচ্ছে সব ঠিক আছে মনে হচ্ছে, অথচ আমি জানি এই রোগীটা মারা যাবেই। এটা যে কত কষ্টের তা বলে বোঝানোর মত না। আর এত ছোট ছোট বাচ্চারা এত ভয়াবহ ভাবে পুড়েছে যে মৃত্যুর মিছিল এত সহজে থামবে না, আগামী এক সপ্তাহের ভেতর অনেক গুলো রোগী আমরা হারাব নিশ্চিত।

এটা খুবই কষ্টের। যেমন যে বাচ্চাটার ভিডিও দেখলাম পুরো শরীর পুড়ে গেছে, দৌড়াচ্ছে, আমি দেখেই বুঝলাম বাচ্চাটার বাঁচবার তেমন সম্ভাবনাই নাই, আহারে বাচ্চাটা। আমাদের সামর্থ্য এত কম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়। বার্ণের সবচেয়ে বড় শত্রু সেপসিস। আর সেপসিসের বড় কারণ প্রচুর ভিজিটর, পরিবেশ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। আর বাংলাদেশের প্লাস্টিক সার্জনরা ভয়াবহতম কঠিন ট্রেনিং নেয় বলে বার্ণ ম্যানেজমেন্টে প্রচণ্ড দক্ষ। নিশ্চিন্তে তাদের উপর ভরসা রাখতে পারেন।

—ডা. কাফি চৌধুরী

অলরেডি চিকিৎসাধীন বাচ্চারা মারা যেতে শুরু করেছে। প্রতিদিন একজন দুইজন করে।

আজ শুক্রবার। অন্তর দিয়ে এদের জন্য একটু প্রার্থনা করবেন মহান আল্লাহর কাছে।

ভয়ং*কর একটা তথ্য! 💥💥কেবল ১০ গ্রাম ইউরেনিয়াম-২৩৫ ভাঙলে যে পরিমান শক্তি উৎপন্ন হবে তা দ্বারা শত শত মানুষ মারা সম্ভব। কিন্ত...
25/07/2025

ভয়ং*কর একটা তথ্য! 💥💥

কেবল ১০ গ্রাম ইউরেনিয়াম-২৩৫ ভাঙলে যে পরিমান শক্তি উৎপন্ন হবে তা দ্বারা শত শত মানুষ মারা সম্ভব। কিন্তু স্রষ্টা চায়নি তার এই সৃষ্টি— মানুষের ক্ষতির কারণ হোক। তাই তিনি এই ইউরেনিয়াম-২৩৫ এর হাফ লাইফ ৭০৪ মিলিয়ন বছর করে দিলেন। অর্থ্যাৎ ১০ গ্রাম ইউরেনিয়াম রেখে দিলে তা ভেঙে ৫ গ্রাম হতে সময় লাগবে ৭০৪ মিলিয়ন বছর। এবং ৫ গ্রাম ইউরেনিয়াম ভেঙে ২.৫ গ্রাম হতে সময় লাগবে পুণরায় ৭০৪ মিলিয়ন বছর। অর্থ্যাৎ এই ১০ গ্রাম ইউরেনিয়াম সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে ৪০০০ মিলিয়ন বছর।

এতে করে ইউরেনিয়াম ভাঙার ফলে যে শক্তি উৎপন্ন হবে, তা ৪০০০ মিলিয়ন বছরে ভাগ ভাগ হয়ে যাবে। ফলে সৃষ্টির তেমন কোনো ক্ষতি হতো না।

কিন্তু আমরা কি করলাম?

ইউরেনিয়াম ভাঙার সময়কে ৭০৪ মিলিয়ন বছর থেকে কয়েক মিলি সেকেন্ডে করে দিলাম। যে ইউরেনিয়াম ভাঙতে সময় লাগতো ৭০৪ মিলিয়ন বছর, সেই ইউরেনিয়াম পরমানুকে একটা নিউট্রন দিয়ে আঘাত করে চোখের নিমিষেই ভেঙে ফেলার থিওরী বের করে ফেললাম। প্রকৃতির যে শক্তি— নির্গত হতে সময় লাগতো ৭০৪ মিলিয়ন বছর, সেই শক্তিকে কয়েক মিলি সেকেন্ডেই নির্গত করে ধ্বং*শ করে দিলাম হিরোশিমা ও নাগাসাকি।

কি আশ্চর্য!

🟨 মেগা আপডেট 🟨মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) ত...
26/06/2025

🟨 মেগা আপডেট 🟨

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) তৈরি করছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে ভারতের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো প্রকার আগাম হামলা বা হস্তক্ষেপ করে, তা প্রতিহত করতেই পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে।

তবে উদ্দেশ্য যাই হোক না কেন, মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন—পাকিস্তান যদি এই ধরনের অস্ত্র মোতায়েন করে, তবে যুক্তরাষ্ট্র তাকে পারমাণবিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করতে বাধ্য হবে। কারণ, এমন কোনো রাষ্ট্রকে ‘বন্ধু’ হিসেবে দেখা হয় না, যার ICBM যুক্তরাষ্ট্রের দিকে তাক করা থাকে।

ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।"আমি ইসরায়েল নিয়েও অসন্তুষ্ট, ইরান নিয়েও অসন্তুষ্ট। তবে আমি স...
24/06/2025

ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

"আমি ইসরায়েল নিয়েও অসন্তুষ্ট, ইরান নিয়েও অসন্তুষ্ট। তবে আমি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ইসরায়েলের ওপর।"

সামাজিক মাধ্যমে ট্রাম্প আরও লিখেছেন- "ইসরায়েল, ওই বোমাগুলো ফেলো না। যদি ফেলো, সেটা হবে বড় ধরনের লঙ্ঘন। তোমাদের পাইলটদের ফিরিয়ে নাও।"

24/06/2025

🟩 মেগা ইনপুট 🟩

আমেরিকার সাথে যুদ্ধ বিরতি! তবে, দৃশ্যত ইজরায়েলের সাথে খেলতে থাকবে ইরান! টেস্ট ম্যাচ মুড অন!

ইজরায়েল!
24/06/2025

ইজরায়েল!

24/06/2025

🟥 মেগা ব্রেকিং 🟥

জরুরী প্রেস কনফারেন্স ডেকেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ! কিছুক্ষণের মধ্যে ব্রিফিং!

24/06/2025

🟥 মেগা ব্রেকিং 🟥

"তেহরান কাপানো" প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী!

24/06/2025

🟥 মেগা ব্রেকিং 🟥
যুদ্ধ বিরতি অকার্যকর! ইজরায়েলে নতুন মিসাইল হামলা শুরু করেছে ইরান!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইরানই একমাত্র দেশ যারা দু’বার আমেরিকাকে টার্গেট করে বোমাবর্ষণ করেছে। 😳
24/06/2025

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইরানই একমাত্র দেশ যারা দু’বার আমেরিকাকে টার্গেট করে বোমাবর্ষণ করেছে। 😳

24/06/2025

🟥 মেগা ব্রেকিং 🟥

অফিসিয়ালি শান্তি ঘোষণা করেছে ইজরায়েল! মাত্র! যুদ্ধের ইতি! কনফার্মড!

24/06/2025

🟥 মেগা ব্রেকিং 🟥

ট্রাম্পের শান্তির বার্তার পরও তেহরানে কিছুক্ষণের মধ্যে হামলা করবে ইজরায়েল! অফিসিয়াল!

Address

Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somewhere in BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category