Creative Online Master

Creative Online Master A marketing Agency of Digital Bangladesh

18/07/2025

I gained 1,032 followers in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

17/10/2024
11/08/2024

আপনি কি আপনার অগোছালো ফেসবুক পেইজ নিয়ে চিন্তিত !! সেল নেই তেমন !! অনলাইন ব্যবসার সেল বাড়াতে চাচ্ছেন ?
প্রকৃতপক্ষে অসম্পূর্ণ ফেসবুক পেজ থেকে ক্রেতারা প্রোডাক্ট কেনার ব্যাপারে আগ্রহ কিংবা আস্থা কোনটাই পান না। ফলে সেলস কমে গিয়ে ঘটে চূড়ান্ত পর্যায়ের ভরাডুবি।প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করলে বিক্রি বাড়বে বহুগুণ ।
আমাদের প্যাকেজে যা যা থাকছে:-
১। প্রফেশনাল লোগো তৈরি (AI/png/psd ফাইল দেওয়া হবে)।
২। প্রফেশনাল কাভার ফটো তৈরি।
৩। পেজ ট্যাব রি-এরেন্জমেন্ট করা।
৪। অটোমেটিক মেসেজ সেটিং।
৫। ফেসবুক ম্যাপ লোকেশন সেটিং।
৬। ওপেনিং ও ক্লোজিং টাইম সেটিং।
৭। এবাউট সেকশন কম্পিলিট (শর্ট ও লং এবাউট)।
৮। পেজ ট্যাম্পলেট ঠিক করা।
৯। পেজ ইউজার নাম ঠিক করা।
১০। মেসেজ বাটন (মেসেন্জার/হোয়াটসএপ) দেওয়া।
১১। এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করা।
সাথে আরো অনেক কিছু ।
আস্থা রাখুন Creative Online Master এর দক্ষ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার ও কন্টেন্ট রাইটারদের উপরে। যাদের দ্বারা সফলতার সাথে সেলস ওরিয়েন্টেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছে, যা আপনার ফেসবুক পেজ সাজানোর পাশাপাশি সেলস বাড়াতে অত্যন্ত কার্যকর।
তাই ৫০% ডিসকাউন্ট সহ আজই প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ
💳পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, ব্যাংক |
🏢বিস্তারিত জানতে কল করুন অথবা যোগাযোগ করুন: মাজার রোড, গাবতল,মিরপুর ১,ঢাকা-১২১৬।
মোবাইল: 01408623032

27/07/2024

ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি খুব দ্রুত সব সাভাবিক করে দাও।

14/07/2024

আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধি নিয়ে চিন্তিত?
আমাদের সাথে এডভান্স ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার বিক্রয় বৃদ্ধি করুন বহু গুণ।
Creative Online Master এর দক্ষ টিম রয়েছে আপনার পাশে, যা আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধির নিশ্চয়তা দেয়।
আমরা এডভান্স মার্কেটিং কৌশলের মাধ্যমে সঠিক অডিয়েন্স টার্গেট করে আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধি করি।
যোগাযোগ করুন আজই এবং দেখুন কিভাবে আমরা আপনার ব্যবসার বিক্রয় বহুগুণে বৃদ্ধি করতে পারি!
কোনটা আপনার ব্যবসার জন্য বেস্ট হবে তা জানতে বা ফ্রি পরার্মশ পেতে আমাদের কল দিন অথবা আমাদের পেজ এ মেসেজ দিন ।
🥰🥰বিজনেস প্লানিং, ওয়েবসাইট তৈরী, আপনার কোম্পানীর ব্রান্ডিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

01408623032
01617969340
01921018579
01703901115

17/06/2024

ঈদ মোবারক

Canva Pro -অগ্রিম প্রেমেন্ট ছাড়াই 😍 (নিজের পার্সোনাল ইমেইলে)👉 Canva Pro এখন মাত্র -49/ টাকা! ক্যানভা প্রো ডাবল ধামাকা অ...
09/06/2024

Canva Pro -অগ্রিম প্রেমেন্ট ছাড়াই 😍
(নিজের পার্সোনাল ইমেইলে)
👉 Canva Pro এখন মাত্র -49/ টাকা!
ক্যানভা প্রো ডাবল ধামাকা অফার🔥
সীমিত সময়ের জন্য!দেরী না করে এক্ষুনি লুফে নিন 😉৫০% ছাড়
কম টাকায় একাউন্ট কিনে বা ফ্রি অ্যাকাউন্ট নিয়ে আপনাদের অ্যাকাউন্ট ১ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে!তাহলে এই পোস্টটি আপনার জন্য OTT Product Service দিচ্ছে Canva Pro সেই সাথে মানিব্যাক গ্যারান্টি।
ক্যানভা প্রো কি ?
- এইটা হলো একটি এডিটিং সফটওয়্যার বা ওয়েবসাইট এর সাহায্যে আপনি সহজেই যেকোনো প্রিমিয়াম অ্যাড বা গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারবেন।
কাদের জন্য এই অ্যাপ?
👉যারা অনলাইনে ব্যবসা করেন
👉নতুন উদ্যোক্তা
👉ডিজিটাল মার্কেটার
👉ফ্রিল্যান্সার
👉ইউটিউবার
👉গ্রাফিক্স ডিজাইনার
নিজের পার্সোনাল ক্যানভা একাউন্টকে Upgrade করে অথবা অন্য যে কোন ইমেইল দিয়ে একাউন্ট তৈরী করে Canva Pro ব্যবহার করতে পারবেন!
ক্যানভা প্রো নিলে যে সকল সুবিধা পাচ্ছেনঃ
সকল প্রিমিয়াম ফিচার আনলকড

✅সোস্যাল মিডিয়াতে শিডিউল ফটো আপলোডের সুবিধা
✅অরিজিনাল একাউন্ট, কোন ক্র্যাক বা হ্যাকড একাউন্ট নয়
✅হাই রেজুলেশন ও আনলিমিটেড ডাউনলোড
✅প্রিমিয়াম ফন্ট, গ্রাফিকস, ভিডিও, এনিমেশন, টেমপ্লেট এবং কনটেন্ট
✅রিসাইজ ডিজাইন
✅প্রিমিয়াম ভিডিও
✅যারা অনলাইনে সহজে গ্রাফিক ডিজাইন করতে চান তাদের জন্য।
✅প্রফেসনাল সিভি তৈরী করা।
✅আনলিমিটেড সিভি প্রিমিয়াম টেমপ্লেট।
✅প্রমোসনাল ভিডিও তৈরি করা।
✅ষ্টক ফুটেজ ভিডিও তৈরি করা।
✅ব্যাকগ্রাউন্ড রিমুভ ( এক ক্লিকে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন)
✅ট্রান্সপারেন্ট ইমেজ
এটি কি ফোনে ব্যবহার করা যাবে?
- মোবাইল ফোন এবং কম্পিউটার দুটোতেই চলবে
আমাদের ক্যানভার রয়েছে গ্যারান্টি ও ওয়ারেন্টি সুবিধা!
যে কোন সময় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি!
হেল্পলাইন 01408623032 / 01921018579/ 01617969340
১০০% সার্ভিস পেতে Creative Online Master থেকে কিনুন আপনার প্রয়োজনীয় ডিজিটাল সাবস্ক্রিপশন ও সার্ভিসেস!

03/06/2024

বিলুপ্ত সুন্নাত জিন্দা করার জন্য অবিরাম সাধনার গুরুত্ব ও ফজিলত রয়েছে-
সুন্নাহকে আঁকড়ে ধরায় একশত শহীদের সওয়াবঃ হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “আমার উম্মাতের বিপর্যয়ের সময় যে আমার ছুন্নাতকে আঁকড়ে থাকবে তার জন্য একশত শহীদের সওয়াব।” – (বায়হাকী)

নিচে হারিয়ে যাওয়া কিছু সুন্নাহ দেওয়া হলো যা আমরা ভুলে গেছি:-

১/খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। [যাদুল মা'আদ-১/২৭]

২/ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।অতঃপর সূর্য উঠার পর দুই রাকাত সালাত আদায় করা।[তিরমিযী-৫৮৬]

৩/রাতে অজু অবস্থায় ঘুমানো। [ফাতহুল বারি- ১১/১১০]

৪/মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।[মুসনাদে আহমাদ]

৫/কোন কিছু জানা না থাকলে শিকার করা যে, আমি জানি না। [বায়হাকী]

৬/করযে হাসানা (সুদ বিহীন ঋণ) দেয়া। [বুখারী]

৭/রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাটা। [বুখারী]

৮/স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। [মুসলিম]

৯/ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। [বায়হাকি- ৪২৮]

১০/যতই ভালো খাবার হোক পেট ভরে না খাওয়া। [তিরমিযী-২৪৭৮]

১১/বৃষ্টি আসলে দো'য়া করা। [সহীহ বুখারী -১০৩২]

১২/মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্ট গুলো আল্লাহকে বলা। [মুসলিম -২৫৩১]

১৩/বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রাকাত সালাত আদায় করা। [মুসনাদে বাযযার -৮৫৬৭]

১৪/দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা। [মুসনাদে আহমাদ]

১৫/বাড়িতে ওযু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামায়াতে যাওয়া। [তাবরানী -৬১৩৯]

১৬/নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া। [বুখারী -৭৩১]

১৭/দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা।[আবু দাউদ-৪১৩৫]

১৮/মাঝে মাঝে খালি পায়ে হাঁটা। [আবু দাউদ- ৪১৬০]

আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন অন্তত একটা করে হলেও রাসুল (ﷺ) সুন্নাহ জিন্দা করার এবং এর ওপর আমল করার তৌফিক দান করুন ইং শা আল্লাহ। আমিন। 🌸

বই: কালার কোডেড সহজ কোরআন।

30/05/2024

Canva Pro -অগ্রিম প্রেমেন্ট ছাড়াই 😍
(নিজের পার্সোনাল ইমেইলে)
👉 Canva Pro এখন মাত্র -50/ টাকা!

🎯(যারা বিভিন্ন জায়গা থেকে কেনভা কিনে প্রতারিত হয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই প্রো একাউন্ট চলে যায়, কিন্তু পেইজে নক করে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এই অফারটি তাদের জন্য।)
🎯 আমাদের সেবা সমূহ :
🔰 ৫ মিনিটে ডেলিভারি।
🔰 ৫০০+ বাংলা ফ্রন্ট
🔰 ২.৫ মিলিয়ন প্রিমিয়াম টেমপ্লেট
🔰 ১০০ জিপি স্টোরেজ।
🔰 আনলিমিটেড ডাউনলোড।
🔰 অল প্রিমিয়াম ফিচার আনলক।
🔰 সম্পূর্ণ অফিসিয়াল। কোন প্রকার Trail / Crack নয়। (Education pack)
🔰 হায় রেজুলেশন টেমপ
🔰 একাউন্ট নিতে পারবেন নিজের ইমেইলে।
🔰 একাউন্টের সম্পূর্ণ কন্ট্রোল থাকবে আপনার নিজের কাছে।
🔰 কাস্টম ফ্রন্ট আপলোড করতে পারবেন।
👉এছাড়াও থাকছে:
♻️ ১ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি
♻️ ২৪/৭ সাপোর্ট ব্যাবস্থা
🎯 Canva Premium কাদের জন্য? :
✅ফ্রিল্যান্সার
✅ডিজিটাল মার্কেট
✅গ্রাফিক ডিজাইনার
✅ইউটিউবার সহ
✅যারা অনলাইনে সহজে গ্রাফিক ডিজাইন করতে চান তাদের জন্য।
✅প্রফেসনাল সিভি তৈরী করা।
✅আনলিমিটেড সিভি প্রিমিয়াম টেমপ্লেট।
✅প্রমোসনাল ভিডিও তৈরি করা।
✅ষ্টক ফুটেজ ভিডিও তৈরি করা।

➡️ এটি একটি সীমিত সময়ের অফার। তাই, দেরি না করে এখনই অর্ডার করুন।
☎️ 01408623032/01617969340/01921018579 এ কল করে বিস্তারিত জানুন অথবা আমাদের পেজে মেসেজ করুন।
WhatsApp:01408623032 / 01617969340/ 01921018579

Address

Mazar Road, Mirpur-1 Dhaka
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Creative Online Master posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share