The Copyright Press

The Copyright Press বাংলার মানুষের কথা বলে!দৃষ্টি জুড়ে দেশ

আ্যই দ্যাখো হামাকে নওগাঁর বেটিছলের কি বুদ্ধি 😁
24/09/2025

আ্যই দ্যাখো হামাকে নওগাঁর বেটিছলের কি বুদ্ধি 😁

আশার এবং স্বপ্নের হাতিরঝিল এখনো সন্ত্রাসী আর আতঙ্কের জায়গা হাতিরঝিলের আশেপাশের বাসিন্দাদের জন্য।রাত ১০টা পার হলেই অন্ধকা...
14/09/2025

আশার এবং স্বপ্নের হাতিরঝিল এখনো সন্ত্রাসী আর আতঙ্কের জায়গা হাতিরঝিলের আশেপাশের বাসিন্দাদের জন্য।
রাত ১০টা পার হলেই অন্ধকারে ঘেরা এক শশানঘাট পরিণত হয়।
মূল সড়কে অনেক জায়গায় লাইট নেই, ওয়াকওয়েতে লাইটের কথা চিন্তা করাই বোকামি।
আমার সহকর্মী বেতন পেয়ে বাড়ি ভাড়া দিতে যাচ্ছিল হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারের সামনে দিয়ে। ৩-৪ জন ভদ্ররূপী ছেলে এসে পকেটে থাকা ৫ টাকার কয়েনসহ সব নিয়ে গেল। ১২,০০০ টাকা বেতন পাওয়া সেই ছেলের।
রাতে দেখবেন বিভিন্ন জায়গায় ৪-৫ জন করে ছেলে দল বেঁধে বসে থাকে। সুস্থ-সবল পুরুষ মানুষও এ রাস্তা দিয়ে একা হাঁটার সাহস পায় না। মেয়েদের কথা বাদই দিলাম।
মগবাজারের ৯৯% অপরাধই হাতিরঝিল দিয়েই শেষ হচ্ছে। দেয়াল টপকে মুহূর্তের মধ্যে সব হাওয়া হয়ে যাচ্ছে।
এ থেকে বের হওয়ার উপায় আমি জানি না। তবে অনুরোধ রইল কেউ যেন একা এ সড়কে না আসে।
আর ঘুরতে এলে রাত ৭টার মধ্যেই বাসায় ফেরা শ্রেয়।
Collected From - Traffic Alert

তিনিও একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। অথচ সাড়াদিনে একটা উঁকিও দিলেন না। আরেকজন কেন্দ্রীয় সভাপতি সকাল থেকে বহিরাগত হ...
14/09/2025

তিনিও একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। অথচ সাড়াদিনে একটা উঁকিও দিলেন না। আরেকজন কেন্দ্রীয় সভাপতি সকাল থেকে বহিরাগত হিসেবে ক্যাম্পাসে তো ছিলেনই বরং বিকাল থেকে সন্ধায় কেন্দ্রীয় নেতারাই মব সৃষ্টি করার চেষ্টা অব্যাহত রাখলো।

আত্মমর্যাদা আর ব্যক্তিত্ব বড়ই দামী জিনিস।

14/09/2025

Railway Bangladesh

03/09/2025

ব্রেকিং নিউজ
আলহামদুলিল্লাহ বলতে কেউ ভুলবেন না আগামী ৬ ই সেপ্টেম্বর নবীজির জন্মদিন খুশি হয়ে থাকলে আলহামদুলিল্লাহ

02/09/2025

Digital Marketing Free Bootcamp Class 02

বিএনপির প্রথম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর সাথে আছেন বিএনপির নির্বাহী কম...
02/09/2025

বিএনপির প্রথম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর সাথে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী বিখ্যাত রাজাকার শাহ আজিজুর রহমান।

ইদানীং বিএনপির কিছু ভাই ইসলামী দলগুলোর ঐক্য দেখে রাজাকার রাজাকার তাজবি শুরু করেছেন যদিও এটা পতিত পলাতকের অভ্যাস ছিলো৷ এই ছবির রাজাকার শাহ আজিজুর রহমানের ব্যপারে বিএনপির সেসকল চেতনা ব্যবসায়ীদের বক্তব্য শুনতে চাই।

ভারতীয় পার্টির অফিস জয় বাংলা।
30/08/2025

ভারতীয় পার্টির অফিস জয় বাংলা।

নুরুল হক নুর, সর্বশেষ আপডেট: ১. আঘাতের কারণে মাথার হাড় ভেংগে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। ২. নাকের হাড় ভেংগে গেছে।৩. এক চ...
30/08/2025

নুরুল হক নুর, সর্বশেষ আপডেট:

১. আঘাতের কারণে মাথার হাড় ভেংগে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে।
২. নাকের হাড় ভেংগে গেছে।
৩. এক চোখের ক্ষতি হয়েছে।
৪. চোয়ালের হাড় ভেংগেছে।

তবে উনি আলহামদুলিল্লাহ স্ট্যাবল আছেন...তবে অবস্থা যেকোনো মুহুর্তে সংকটাপন্ন হওয়ার শংকা আছে।
উন্নত চিকিৎসার জন্যে...নিউরোসার্জন, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, এ্যানেসথেসিয়া, নাক কান গলা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ এর সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল দলকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি  বর্তমান উপদেষ্টা পরিষদ কে পুনরায়...
29/08/2025

আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল দলকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি

বর্তমান উপদেষ্টা পরিষদ কে পুনরায় ঢেলে সাজাতে হবে। আসিফ নজরুল সহ সকল অ*কর্মণ্য উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ করে সঠিকভাবে জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বিপ্লবী উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Copyright Press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share