Sonia Akter

Sonia Akter love travelling, love Bangladesh, l love cooking Bangladeshi food

26/08/2025
23/08/2025

নিজেকে পরিবর্তন করা কঠিন তবে অসম্ভব নয়, আবেগ যদি শেখায় অভিযোগ করতে, তাহলে অভিজ্ঞতা শিখাবে চুপ থাকবে.. 🫢

23/08/2025

পাখি যতই আকাশকে
নিজের ঠিকানা ভাবুক..
ক্লান্ত হয়ে তাকে
গাছের ডালে ফিরতে হয়!

একদিন আমিও খুশি হয়ে কেঁদে দিয়ে বলবো,ইয়া আল্লাহ আমি যা চেয়েছিলাম তার চেয়েও বেশি দিয়েছেন আপনি আমায়..।                ...
20/08/2025

একদিন আমিও খুশি হয়ে কেঁদে দিয়ে বলবো,

ইয়া আল্লাহ আমি যা চেয়েছিলাম তার চেয়েও বেশি দিয়েছেন আপনি আমায়..।


-আলহামদুলিল্লাহ..!

15/08/2025

নিজেকে নিজেই চিনতে পারলাম না, আরেকজন নাকি আমাকে হাড়ে হাড়ে চিনে ফেলছে,কি অদ্ভুত!

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভী...
31/01/2025

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”

জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না। কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি।

“চুপ থাকা” কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি, কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে, তবে সেসব বলারও কোনো মানে নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে।

তবে চুপ থাকার মানে এই নয় যে, আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন। বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধুই অনুভবের জন্য, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে।

তবুও, চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ, অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম দেয়।

তাই, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, সেটি বুঝতে শিখুন। কারণ, শব্দের মতোই নীরবতাও একধরনের ভাষা–যা কেবল বোঝার ক্ষমতা থাকা মানুষের জন্য।

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?যত্ন!কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।কেউ তার কথা শোনবে সেই যত্ন। প্র...
15/08/2024

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।

এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?
সেই মায়া থেকে হুমায়ূন আহমেদ এর মায়াবতী বইটা সৃষ্টি হয়েছে। মেয়েরা বরাবরই মায়াবতী 🥰

゚viralシ

Address

Azimpur
Dhaka
1205

Telephone

+8801684965564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonia Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonia Akter:

Share