19/07/2025
দ্রুত সময়ে জিরো থেকে ১০০% ইফেক্টিভ ফ্যাকাল্টি বেইজ ব্যাংক জব প্রস্তুতি যেভাবে নিবেন
======================================
👉 সামনে ২০২৩ সাল বেইজড বিভিন্ন পোস্টের ব্যাংকের পরীক্ষা। এই সুযোগটি হতে পারে আপনার লাইফের গেম চেঞ্জার। শুরু করুন এখন থেকেই
টার্গেট যদি থাকে ব্যাংক জব এই বই গুলো ভালো করে পড়ুন আর অন্য কোনো বই লাগবে না। বর্তমানে ব্যাংকের অধিকাংশ প্রশ্ন করছে BIBM/IBA/Art's Faculty DU/FBS, সুতরাং সেই অনুযায়ী ১০০% ইফেক্টিভ প্রস্তুতি নিতে হবে,তাহলেই সাকসেস এর দেখা পাবেন।
ব্যাংক জবের প্রিলি ও রিটেনের জন্য বর্তমান ট্রেন্ড অনুযায়ী যে ৯টি বই অবশ্যই পড়বেনঃ
-----------------
সকল ব্যাংক জবের পরীক্ষার ১০০% সাকসেসফুল প্রস্তুতির জন্য বেষ্ট সেলার যে যে ০৯ টি বই অবশ্যই পড়বেন
-----------------
১. শীকর বাংলা,
২. সেলফ সাজেশন বেসিক কম্পিউটার,
৩. খাইরুলস ব্যাংক ম্যাথ,
৪. MP3 বাংলাদেশ,
৫. MP3 আন্তর্জাতিক,
৬. মাস্টার ইংলিশ,
৭. রিসেন্ট BIBM/IBA/Art's Faculty DU/FBS ব্যাংক জব সল্যুশন,
৮. রিসেন্ট পাবলিকেশন ভোকাবুলারি,
৯. 1+ ফোকাস রাইটিং,
১০. জাহিদ সোহেল ম্যাপ, ও কারেন্ট অ্যাফেয়ার্স।
যদি টার্গেট থাকে আপনার ব্যাংক জব তাহলে আজকে থেকেই শুরু করুন , সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য। লেখাটি শেয়ার করে নিজে টাইমলাইনে রাখুন, যে কোনো সময় কাজে লাগবে।
BIBM/BIBM/IBA/Art's Faculty DU/FBS ব্যাংক জব প্রস্তুতি শুন্য থেকে - যেভাবে নিবেন
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
✅ প্রিলি। (১০০ মার্কস)
✅ রিটেন। (২০০ মার্কস)
✅ ভাইভা ( ২৫ মার্কস )
❂ প্রিলির প্রস্তুতিঃ
✪✪✪✪✪✪✪✪✪✪
❂ এমসিকিউ (১০০ মার্কস এর হয়): BIBM/IBA/Art's Faculty DU/FBS সাধারণত ব্যাংক জবের পরীক্ষা গুলোতে যে ধরনের প্রশ্ন করেঃ
✅ ১: বাংলা (২৫ টি ) প্রশ্ন
✅ ২: ইংরেজি (২৫ টি) প্রশ্ন
✅ ৩:গণিত (2০ টি প্রশ্ন )
✅ ৪:সাধারণ জ্ঞান (২০ টি) ও
✅ ৫: বেসিক কম্পিউটার (১০ টি) প্রশ্ন আসে ।
❂ ব্যাংক প্রিলির জন্য কোন বই পড়বেনঃ
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
✅১। #বাংলাঃ বাংলার জন্য শীকর/অভিযাত্রী/অগ্রদূত/ যে কোনো একটা বাংলা বই পড়ুন । বাংলায় একটা স্ট্রং জোন তৈরি করুন , ব্যাকরণ পার্ট ভালো করে পড়ুন। বাংলা আপনাকে এগিয়ে রাখবে।
✅২। #ইংরেজিঃ ইংরেজি গ্রামারের জন্য MASTER/Need ইংলিশ থেকে বুঝে বুঝে পড়ুন। রিসেন্ট পাবলিকেশন ভোকাবুলারির বইটাও দেখতে পারেন। ইংরেজি দেখে ভয় পাবেন না, রেগুলার ইংরেজি পড়লে অনেকটাই আপনার আয়ত্তে থাকবে।
✅৩। #গনিতঃ ম্যাথ এর বেসিক টপিক গুলো আগে ক্লিয়ার করুন, ম্যাথের জন্যঃ শাহীন ম্যাথ/ম্যাজিক ম্যাথ/খাইরুলস ব্যাংক ম্যাথ বা যে কোনো একটা পড়ুন । গণিতটা প্রতিদিন প্যাকটিস করে নিজের আয়ত্তে নিন। রিসেন্ট জব স্ল্যুশন থেকে বিগত প্রশ্ন সমাধান করে যাবেন।
✅৪। #সাধারন জ্ঞানঃ বাংলাদেশও আন্তর্জাতিকঃ জর্জ এর MP3/আজকের বিশ্ব/ মিহির জিকে বা যে কোন একটা বই ভালো করে পড়ুন , বেসিক ক্লিয়ার করুন, কমন টপিক গুলো আগে ভালো করে শেষ করুন। সাম্প্রতিকঃ সেলফ সাজেশন সাম্প্রতিক ও কারেন্ট অ্যাফেয়ার্সই যথেষ্ঠ। ব্যাংকে সাম্প্রতিক থেকে প্রশ্ন গুলো বেশী হয়। ব্যাংক রিলেটেড টার্ম গুলি ভালো করে জেনে যাবেন ।
✅৫। #কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ "সেলফ সাজেশন বেসিক কম্পিউটার " বইটি অবশ্যই দেখে যাবেন , ফ্যাকাল্টি বেইজড এর সকল প্রশ্নের সমাধান দেয়া আছে ,যা অন্য কোনো বইতে নাই। গত বাংলাদেশ ব্যাংকের AD সহ 92+ পরীক্ষায় এখান থেকে হুবহু ১০০% অপশন সহ কমন ছিল, ইদানিং এই বই থেকেই প্রশ্ন হচ্ছে যা BIBM/IBA/Art's Faculty DU সহ অনেক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । ভালো প্রস্তুতির জন্য এই বইয়ের শুরুতে দেওয়া বিগত সালের সকল প্রশ্ন ভালো করে পড়ূন।
❂ ব্যাংক রিটেনের জন্য কোন বই পড়বেনঃ
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
👉 রিটেনে সাধারণত (২০০) মার্কস এর হয়ঃ
ফোকাস রাইটিংঃ- 1+ফোকাস রাইটিং/ ইউনিক ফোকাস রাইটিং বা অন্য যে কোনো একটি বই পড়ুন।
✅১ । ফোকাস রাইটিং বাংলা ও ইংরেজি (সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু)- (৩০+৩৫ মার্কস ): তথ্য, উপাত্ত ও পয়েন্ট, চার্ট আকারে ভালো করে লিখলে এখান থেকে ভালো মার্কস পাওয়া যায়। বাজেট, মেগা প্রকল্প সহ বর্তমান সময়ের আলোচিত বিষয়, এর উপরে গুরুত্ব দিতে হবে। ডেইলি পত্রিকার সম্পাদকীয় অংশগুলি ভালো করে পড়লে এখান থেকে অনেক কিছু ধারণা পাবেন।
✅২ । সাধারণ জ্ঞান- (৩০ মার্কস ): ব্যাংক রিলেটেড টার্ম সহ অন্যান্য সাধারণ জ্ঞান এর টপিক থেকেও প্রশ্ন হয়। সুতরাং ভালো প্রস্তুতির জন্য বিস্তারিত পড়তে হবে, এক্ষেত্রে প্রিলি ও রিটেন উভয় কাভার হবে। যেহেতু কোন অপশন থাকবে না , এক্সাক্ট উত্তর টাই লিখতে হবে সুতরাং ভালো করে পড়তে হবে।
✅৩। কম্প্রিহেনশন (ইংলিশ) - (২০ মার্কস ): যথা সম্ভব কম সময় দিয়ে উত্তর করার প্যাক্টিস করতে হবে। যত সময় কম দিবেন অন্য প্রশ্নের উত্তর তত ভালো করে লিখতে পারবেন। বাসায় ভালো করে প্যাকটিস করলে এখানে ভালো করা যায়। কমন কিছু কম্প্রিহেনশন দেখে যান ভালো করবেন।
✅৪ । ম্যাথ ssc লেভেল - (২৫ মার্কস ): কোন অলটারনেট অপশন নেই, সুতরাং আগের থেকে ম্যাথ কম থাকলেও ভালো করে পড়তে হবে, ম্যাথ ভালো পারলে এগিয়ে থাকবেন, সঠিক হলে ফুল মার্কস পাওয়া যায়। বেশি করে প্যাক্টিস করুন।
✅৫। ট্রান্সলেশন (ইংলিশ টু বাংলা ও বাংলা টু ইংলিশ)- (২০+২০ মার্কস): এখান থেকেও ভালো করা যায় ফোকাস রাইটিং ভালো করে পড়লে এই অংশ টি সহজ হয়ে যায়। এক্সাক্ট উত্তর করার চেষ্টা করুন।
✅৬। প্রিসাইস রাইটিং (২০ মার্কস ): ইংরেজিতে ভালো ধারণা ও দক্ষতা থাকলে এখান থেকে ভালো উত্তর করতে পারবেন। যে কোন ফোকাস রাইটিং এর সহায়তা নিলে প্রস্তুতি ভালো হবে।
(এখনকার সময়গুলোতে রিটেনের জন্য ব্যংক রিলেটেড তথ্য, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক আলোচিত অংশ ভালো করে পড়তে হবে।)
সহায়ক বইঃ
✶✶✶✪✪✪✶✶✶
জবসল্যুশন বা ডাইজেস্ট যে কোন একটি বই ভালো করে ৪/৫ বার রিভিশন দিয়ে পড়ুন , ওরাকল বাংলাদেশ ও আন্তর্জাতিক ম্যাপ, যে কোন মুক্তিযুদ্ধের বই , ভোকাবুলারির ভালো বই পড়তে পারেন।
[ ব্যাংক জবের বিভিন্ন পদের সিলেবাস ভিন্ন ভিন্ন, তাই সিলেবাস এর পিডিএফ পেতে ফলো দিয়ে রাখুন বা ইনবক্স করুন।]
লেখাটি শেয়ার করে নিজে টাইমলাইনে রাখুন, যে কোনো সময় কাজে লাগবে। ১০+ সফল ব্যাংকারদের দ্বারা রচিত সাজেশন- সুতরাং এটি ফলো করে পড়ুন, সাফল্য অতি সন্নিকটে ইন শা আল্লাহ।
লেখাঃ
আহম্মদ আলী, সহকারী পরিচালক (এপি), বাংলাদেশ ব্যাংক,
লেখাটির সহযোগিতায়ঃ
কবির হোসেন, সুপারিশপ্রাপ্ত- অফিসার জেনারেল, বাংলাদেশ ব্যাংক,
সাত্তার খান, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি , সোনালী ব্যাংক পিএলসি.
সবার জন্য শুভ কামনা।
, , , , , , , , , , , , , , #ব্যাংকজব, #ব্যাংকজব২০২৫, #বাংলাদেশব্যাংক, #সহকারীপরিচালক, , , , , , , , , , , , , , , , , #ব্যাংকজববইpdf, , , , , , , , , , , , , , ,