Movie Bazar

Movie Bazar সকল ধরনের জনপ্রিয় সব মুভির রিভিউ ও সাথে ডাউনলোড লিংক পাবেন
(1)

29/06/2025

দেশটাকে যেনো নরকে পরিণত হয়েছে

Which One Is Your Most Favourite? ❤️If You Like Panchayat Then Love React Or If You Love Gullak Then Care React 🥹Let's V...
28/06/2025

Which One Is Your Most Favourite? ❤️

If You Like Panchayat Then Love React Or If You Love Gullak Then Care React 🥹
Let's Vote 🫶🏻

waited six months and none of them survived 💔
28/06/2025

waited six months and none of them survived 💔

Squid Game Season 3 Uploaded Visit - flixbd.my সাইট,
28/06/2025

Squid Game Season 3 Uploaded
Visit - flixbd.my সাইট,

25/06/2025

যেমন ছিলো নব্বই দশকের গ্রামীণ জীবন | এখন শুধুই স্মৃতি

‎𝟭𝟴+ 𝗚𝗘𝗛𝗥𝗔𝗜𝗬𝗔𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮)🔞𝗛𝗶𝗻𝗱𝗶 𝗢𝗥𝗚     ‎𝗚𝗲𝗻𝗿𝗲- Drama, Romance ‎               ‎"অতীতের ছায়া ও দোদুল্যমান জীবন"‎‎𝗥𝗲𝘃𝗶𝗲𝘄: এ...
23/06/2025

‎𝟭𝟴+ 𝗚𝗘𝗛𝗥𝗔𝗜𝗬𝗔𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮)🔞𝗛𝗶𝗻𝗱𝗶 𝗢𝗥𝗚
‎𝗚𝗲𝗻𝗿𝗲- Drama, Romance

‎"অতীতের ছায়া ও দোদুল্যমান জীবন"

‎𝗥𝗲𝘃𝗶𝗲𝘄: এই গল্পের নামের অর্থই “গভীরতা” আর সেই গভীরতা ফুটে ওঠে- বারবার সমুদ্র-কে কেন্দ্র করে। সমুদ্র এখানে শুধু পটভূমি নয়, এক জীবন্ত প্রতীক- এক চরিত্র।
‎-সমুদ্রের ঢেউ কখনো কোমল, কখনো অশান্ত, অলিশার জীবনও তেমন- দোলায়মান, দ্বিধাভরা, অজানা অনিশ্চয়তায় ঘেরা। সমুদ্রের ঢেউ এসে বালু মুছে দেয়, যেমন জীবনের কিছু সত্য ধুয়ে নিয়ে যায়, আবার কিছু সত্য রেখে যায়- কঠিন ক্ষতোর মতো।
‎-আলিবাগ এর প্রশান্ত সমুদ্রতীর, ইয়ট এর মাঝখানে জল-নীল যেন নীরব, নীরবতা পালন করছে, কিংবা রাতের অন্ধকারে ঢেউয়ের গর্জন- এসব যেন "অলিশা"র ভেতরের দ্বন্দ্বকে আরো প্রকট করে তোলে।
‎-আলিশা- যার ছোটবেলায় মায়ের আ'ত্মহ'ত্যা এবং বাবার বিচ্ছিন্নতা তাকে করে তোলে- মানসিকভাবে ভঙ্গুর। সে যোগ ব্যায়াম শেখালেও নিজের মনকে শান্ত করতে পারে না- তার সব চেষ্টা, সম্পর্ক, ভালোবাসা ছিল- যেন নিজের ভেতরের শূন্যতাকে ভরাট করার সংগ্রাম। "জেইন" এর প্রেমে পড়া ছিল- বাস্তব থেকে পালানোর এক পথ, কিন্তু সেই পথই তাকে টেনে নিয়ে যায়- আরও গভীর অন্ধকারে। এখানে আমরা বুঝতে পারি- মানসিক আঘাত যদি সময়মতো মুছে না ফেলা যায়, তা জীবনকে দিকহীন করে তোলে।
‎-জেইন- যে বাইরে থেকে সফল, সুদর্শন, আত্মবিশ্বাসী- কিন্তু ভিতরে এক অপরাধবোধে ভরা যুবক। তার ব্যবসায়িক দুর্নীতি এবং পরিণতির ভয় তাকে করে তোলে- আত্মকেন্দ্রিক ও বিপজ্জনক। তার প্রেমে যেমন ছিল আকর্ষণ, তেমনি ছিল কৌশল ও নিরাপত্তাহীনতা। তার ভেতরের জটিলতা বুঝায়- ভালোবাসা যদি লুকোনো ভয় বা স্বার্থ দিয়ে মাখানো হয়, তা ধ্বংস ডেকে আনে।
‎-পরিশেষে- এটি দৃশ্যত প্রেমের গল্প হলেও, ভেতরে ভেতরে এটি আত্ম-অনুসন্ধান, ভয়ের মুখোমুখি হওয়া এবং অবচেতন দ্বন্দ্বের এক কবিতা।

‎𝗦𝘁𝗼𝗿𝘆𝗟𝗶𝗻𝗲: নিঃশব্দ এক সকাল, শহরের ব্যস্ত সড়কের ধারে, হেঁটে চলে- এক তরুণী- "অলিশা"- তার দৃষ্টিতে এক অদৃশ্য ক্লান্তি, মনে অজস্র প্রশ্ন। সে একজন যোগ শিক্ষক, অন্যের মন শান্ত করতে জানে, কিন্তু নিজের হৃদয়হীনে চলা ঝড় থামাতে পারে না। মায়ের আ'ত্মহ'ত্যার দাগ- এখনো বহন করে চলেছে, আর বাবার সাথে দূরত্ব- তাকে করে তুলেছে- আরও নিঃসঙ্গ।
‎-তবুও জীবনের রেলগাড়ি থেমে থাকে না, আর সেই পথেই একদিন সে পা রাখে, সমুদ্রতীরে- আলিবাগ। যেখানে বাতাসে লবণের ঘ্রাণ, ঢেউয়ের ছোঁয়া আর নীল আকাশের নিচে নিস্তব্ধতা যেন তাকে ডাকছে।
‎-তার সঙ্গে ছিল, প্রেমিক- "করন"- আর সেখানে দেখা হয়, কাজিন- "টিয়া" ও টিয়ার বাগদত্তা- "জেইন"-এর সঙ্গে। জেইন- যার দৃষ্টিতে অদ্ভুত টান- যেন সেও হারিয়ে যাওয়া কারো খোঁজে। সমুদ্র তখন শান্ত, কিন্তু তার নিচে জমে উঠছিল- এক অচেনা স্রোত।
‎-প্রতিদিনের সূর্যাস্তে তারা একসঙ্গে বসে, আকাশের রঙ বদলে যাওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করে- কমলা, লাল, বেগুনি। সেই রঙের ভেতর অলিশা ও জেইন এর হৃদয় কাছাকাছি আসে। প্রথমে ছিল দৃষ্টি, পরে চুম্বন, তারপর একে অপরের নিঃশ্বাসে জড়িয়ে পড়া। প্রেম, পাপ, পিছুটান- সব মিলিয়ে এক ঘূর্ণিঝড় তৈরি হয়..........

‎𝗜𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝘃𝗲: সত্য চাপা পড়ে থাকলেও, তা একদিন না একদিন উঠে আসে- ঠিক সমুদ্রের গভীর তলদেশ থেকে ভেসে ওঠা বস্তুর মতো, যা হারিয়ে গিয়েছিল কোনো একদিন।
‎-“জীবনের গভীরতা মাপা যায় না চোখ দিয়ে, মাপতে হয় হৃদয়ের ক্ষত দিয়ে।”

‎𝗜𝗠𝗗𝗯 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴- (Not Yet)
‎𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴- 6.4/10
‎.
‎.

🎬 John Wick 5 (2026)Starring: Keanu Reeves, Jason Statham, Ana de ArmasDirected by: Chad StahelskiAfter disappearing fro...
22/06/2025

🎬 John Wick 5 (2026)

Starring: Keanu Reeves, Jason Statham, Ana de Armas
Directed by: Chad Stahelski
After disappearing from the world of assassins, John Wick (Keanu Reeves) is forced back into the fray when a secret High Table faction led by the ruthless enforcer Garrick Slade (Jason Statham) marks him for death, seeking to end the Baba Yaga legend once and for all. But Wick is not alone—his former ally Rosa (Ana de Armas), a deadly hitwoman with a score to settle, returns to help him.
As bullets fly and blades clash in the neon-lit streets of Tokyo, Paris, and Berlin, John must face Slade—a man whose brutal, merciless style is a match for his own. Their final duel will determine not only Wick’s fate, but the future of the entire assassin underworld.
⚔️ Keanu Reeves returns as the unstoppable John Wick—older, wearier, but deadlier than ever
💥 Jason Statham delivers raw, bone-crushing intensity as the High Table’s top executioner
🔥 Ana de Armas stuns with graceful, lethal precision in breathtaking hand-to-hand combat sequences
🎭 A tale of honor, survival, and the price of freedom in a world ruled by blood and contracts

The Last of Us (2013)🔥The Last of Us Remake (2022)🔥
22/06/2025

The Last of Us (2013)🔥
The Last of Us Remake (2022)🔥

এই মাত্র দেখে শেষ করলাম From The World of John Wick: Ballerina (2025) মুভিটাMy Rating: 8/10ভরপুর একশন প্যাকড মুভি. স্টোর...
22/06/2025

এই মাত্র দেখে শেষ করলাম From The World of John Wick: Ballerina (2025) মুভিটা

My Rating: 8/10

ভরপুর একশন প্যাকড মুভি. স্টোরিলাইন সিম্পল তবে বোরিং হওয়ার চান্স নাই। একশন সিকুয়েন্স গুলো টপ নস।

Action lovers don't miss it...

The Beekeeper 2 👉Watch here:  https://flixbd.my- Official Trailer (2025)Jason Statham and Scarlett Johansson star in *Th...
22/06/2025

The Beekeeper 2
👉Watch here: https://flixbd.my
- Official Trailer (2025)

Jason Statham and Scarlett Johansson star in *The Beekeeper 2*, the thrilling sequel to the first film. Jason Statham returns as Mr. Clay, a former agent turned vigilante, now caught in the web of a dangerous global conspiracy. After the events of the original film, Clay has retreated to a secluded bee sanctuary, seeking peace away from his tumultuous past. But when a former ally, Sophia (played by Ana de Armas), arrives with urgent news, his desire for quiet is shattered. The mysterious "Hive," an organization orchestrating global chaos, is planning a cyberattack capable of crippling the world’s infrastructure.

Reluctantly pulled back into the fray, Clay assembles a team of unconventional agents to infiltrate the heart of the Hive and stop the attack. As the mission unfolds, betrayal and shocking truths begin to surface. Clay discovers that the leader of the Hive is someone from his past, driven by a personal vendetta against him.

The film builds to a heart-pounding climax, with an explosive raid on the Hive's high-tech headquarters, showcasing intense hand-to-hand combat and masterful tactical maneuvers. In a jaw-dropping twist, it’s revealed that Sophia has been secretly working for the Hive all along, setting the stage for an epic confrontation. The trailer ends on a cliffhanger, with Clay vowing to take down the Hive once and for all.

Prabhas & Sanjay Dutt 🔥🔥Another 1000 cr Loading ?The Rajasaab Official Teaser ❤️
17/06/2025

Prabhas & Sanjay Dutt 🔥🔥
Another 1000 cr Loading ?

The Rajasaab Official Teaser ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Movie Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share