Foysal Ahmed

Foysal Ahmed we create what we believe in.

21/10/2025

মানুষ সামাজিক প্রাণী সিমপ্যাথি পেতে ভালবাসে!!
কখনো জানার চেষ্টা করেছেন মানুষ আত্মহত্যা কেন করে?

বর্তমান প্রজন্মের একটা বড় হতাশার জায়গা হচ্ছে তাদের বাবা-মা,ফ্যামিলি এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা তাদের চিন্তা চেতনা বুঝতে পারছে না। যার কারণে অনেক ছেলে মেয়ে অকালেই ঝরে পড়ছে কিংবা ডিপ্রেশনের এমন গহীন অন্ধকারে চলে যাচ্ছে যার ফলাফল আত্মহত্যা নামক এক ভয়ানক সিদ্ধান্ত।

তাই সময় এসেছে প্যারেন্টিংয়ে গুরুত্ব দেওয়া, এই প্রজন্মের চিন্তা চেতনার সাথে মিল রেখে বাবা-মার চিন্তা চেতনা ফ্যামিলির রাষ্ট্রের চিন্তাভাবনা এবং অব কাঠামো তৈরি করা যেখানে তারা নিজেদেরকে খুঁজে পাবে, নিজের বাবা মাকে নিজের আরো বেশি কাছের মনে হবে,সমাজে রাষ্ট্রে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে।
এই অবকাঠামো অবশ্যই ইসলামের নৈতিক জায়গা থেকে অনুমোদিত হতে হবে।

ব্যতিক্রমী কিছু বাবা-মা,ফ্যামিলি আছে কিন্তু তারাও এই রাষ্ট্রের সমাজের চিন্তার বাইরে গিয়ে পদক্ষেপ নিতে সংকোচ বোধ করে ভয় পায় কারণ সমাজের মানুষ কি বলবে এবং রাষ্ট্রের প্রতিটি অবকাঠামো পদে পদে বাধা সৃষ্টি করছে।

নিজের উপলব্ধি পার্ট ০২.

24/09/2025

""মানুষ তখনই নিঃসঙ্গ থাকতে চায় যখন সে সঙ্গ পায় না।"

একাকীত্ব অনেক সময় মানুষকে ধ্বংস কর দেয়, আবার এই একাকিত্ব মানুষকে শক্তিশালী হিসেবে গড়ে তোলে।

নিজের উপলব্ধি পার্ট ১

15/06/2025

সোহাগ ভাইয়ের কাছে শেয়ার করেছিলাম ব্যবসার একদম শুরুতে আমি যে সমস্যাটিতে পড়েছিলাম এবং যেভাবে আমি তা সমাধান করেছি।এরপরে জানতে চেয়েছিলাম আরো কিভাবে যথাযথ উপায়ে সমস্যাটি আমি সমাধান করতে পারতাম এবং প্রি অর্ডারের ক্ষেত্রে রিক্স ফ্যাক্টর কিভাবে ম্যানেজ করতে হয়?

সোহাগ ভাই সমস্যার সমাধান দেওয়ার চাইতে সমস্যা যাতে না হয় সেজন্য যুগান্তকারী কিছু ফ্রেমওয়ার্ক শেয়ার করেছে এবং কোন কোন জায়গায় আমার অবহেলা ছিল আমি ভুল করেছি তা একদম স্পষ্ট করে দেখিয়েছে।পদক্ষেপগুলো জানার পরে আমারও মনে হয়েছিল যদি আমি এই বিষয়গুলো আগে থেকেই জানতাম এবং সঠিকভাবে কার্যকর করতে পারতাম তাহলে ইনশাআল্লাহ আমাকে সমস্যার মধ্যেই পড়তে হতো না।

ভাই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কিংবা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উদ্যোক্তা লাইফে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ।

নোট:প্রি অর্ডার এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে ব্যবসা করার জন্য ইসলামি নীতিমালা রয়েছে।তাই ব্যবসা শুরুর আগে অবশ্যই বিজ্ঞ আলেম অথবা মুফতি সাহেবের কাছ থেকে বিষয়গুলো যথাযথভাবে জেনে নিবেন।

10/05/2025

Everyone Has the Same Productivity Hacks? আপনিও কী তাই মনে করেন?




19/04/2025

গোছানো টেবিল মানেই কি প্রোডাক্টিভিটির লক্ষণ?

অনেকেই মনে করেন গোছানো টেবিল মানে মানুষটি খুব প্রোডাক্টিভ আর অগোছালো টেবিল মানে মানুষটি আনপ্রোডাক্টিভ। চলুন জেনে নেই এটি কি সব সময়ের জন্য সত্য!





15/03/2025

সময় আমারও ২৪ ঘন্টা,আপনারও ২৪ ঘন্টা!
পড়াশোনোর পাশাপাশি কী কিছু করা যায়?

15/03/2025

পড়ার ইচ্ছে থাকলে উপায় হয়!পরীক্ষা এটা একটা বাহানা মাত্র।

06/03/2025

রাজনীতিবিদরা কি এদেশের সাধারণ মানুষদের বোকা মনে করে? আমরা কি কিছুই বুঝিনা!

25/01/2025

আপনার বন্ধুরা বলে দেবে আপনি কে! সেরা হতে চাইলে শুধু OQP (Only Quality People)-এর সঙ্গ বেছে নিন।

"এই ভিডিওতে রয়েছে 'New Year, New Mission' কনফারেন্স থেকে সংগৃহীত কিছু অসাধারণ মুহূর্ত, যেখানে আমার প্রিয় ছোট ভাই J K Bashar তার অভিজ্ঞতা শেয়ার করেছে।

আমাদের আলোচনায় উঠে এসেছে হার্ভার্ডের একটি রিসার্চ, যা জীবন বদলে দিতে পারে, এবং একটি বইয়ের গভীর উদ্ধৃতি:
'তুমি যে রুমে থাকো, সেই রুমে যদি তুমি একমাত্র ট্যালেন্টেড পিপল হও, তাহলে সেই রুম ত্যাগ কর।'

এছাড়া, ভিডিওতে আমরা আলোচনা করেছি কনফারেন্স থেকে পাওয়া শিক্ষা, যেমন:
কেবল কোয়ালিটি মানুষদের সঙ্গে চলার গুরুত্ব।
নিজেকে উন্নত করতে সঠিক পরিবেশ ও মানুষের গুরুত্ব।
ভিডিওটি দেখুন, জানুন, এবং নিজেকে নতুন অনুপ্রেরণায় উদ্দীপিত করুন। এটি মিস করবেন না!




11/01/2025

একসাথে এগিয়ে যাওয়ার শক্তি! এই কনফারেন্স বদলে দিয়েছে অনেকের চিন্তার ধারা। দেখুন, শিখুন, অনুপ্রাণিত হন!"

"বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত Sabit International 'New Year, New Mission' আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণকারীরা তাদের উত্তেজনা এবং অভিজ্ঞতা শেয়ার করেছেন। সম্মেলনে শেখানো হয়েছে, কীভাবে একতায় রয়েছে সফলতার চাবিকাঠি এবং কেন আপনার যাত্রা আজই শুরু করা উচিত। মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী ড. সালেহ আল-এর বিশেষ উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ পরামর্শ এই কনফারেন্সকে করে তুলেছে আরও অনুপ্রেরণাদায়ক।

পশ্চিমের পুঁজিবাদী শিক্ষার বাইরে গিয়ে একসঙ্গে চলার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছে এবং অনুপ্রেরণা পেরেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার লক্ষ্য পূরণের জন্য আজই প্রথম পদক্ষেপ নিন!"





হাজারো ডিপ্লোমা শিক্ষার্থীদের স্বপ্ন,ভালোবাসা,আবেগআমিও এই ভালোবাসার ব্যতিক্রম নই।লক্ষ্য স্থির এখন গন্তব্যে পৌঁছাতে প্রয়...
28/06/2024

হাজারো ডিপ্লোমা শিক্ষার্থীদের স্বপ্ন,ভালোবাসা,আবেগ
আমিও এই ভালোবাসার ব্যতিক্রম নই।

লক্ষ্য স্থির এখন গন্তব্যে পৌঁছাতে প্রয়োজন পরিকল্পনা মাফিক পরিশ্রম করা,আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ধৈর্য ধারণ করা।মনে রাখতে হবে সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা।

এডমিশন প্রত্যাশী সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা আল্লাহ সুবহানাহু তায়ালা সকলের মনের নেক ইচ্ছা কবুল করুক আমিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Foysal Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foysal Ahmed:

Share