21/10/2025
মানুষ সামাজিক প্রাণী সিমপ্যাথি পেতে ভালবাসে!!
কখনো জানার চেষ্টা করেছেন মানুষ আত্মহত্যা কেন করে?
বর্তমান প্রজন্মের একটা বড় হতাশার জায়গা হচ্ছে তাদের বাবা-মা,ফ্যামিলি এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা তাদের চিন্তা চেতনা বুঝতে পারছে না। যার কারণে অনেক ছেলে মেয়ে অকালেই ঝরে পড়ছে কিংবা ডিপ্রেশনের এমন গহীন অন্ধকারে চলে যাচ্ছে যার ফলাফল আত্মহত্যা নামক এক ভয়ানক সিদ্ধান্ত।
তাই সময় এসেছে প্যারেন্টিংয়ে গুরুত্ব দেওয়া, এই প্রজন্মের চিন্তা চেতনার সাথে মিল রেখে বাবা-মার চিন্তা চেতনা ফ্যামিলির রাষ্ট্রের চিন্তাভাবনা এবং অব কাঠামো তৈরি করা যেখানে তারা নিজেদেরকে খুঁজে পাবে, নিজের বাবা মাকে নিজের আরো বেশি কাছের মনে হবে,সমাজে রাষ্ট্রে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে।
এই অবকাঠামো অবশ্যই ইসলামের নৈতিক জায়গা থেকে অনুমোদিত হতে হবে।
ব্যতিক্রমী কিছু বাবা-মা,ফ্যামিলি আছে কিন্তু তারাও এই রাষ্ট্রের সমাজের চিন্তার বাইরে গিয়ে পদক্ষেপ নিতে সংকোচ বোধ করে ভয় পায় কারণ সমাজের মানুষ কি বলবে এবং রাষ্ট্রের প্রতিটি অবকাঠামো পদে পদে বাধা সৃষ্টি করছে।
নিজের উপলব্ধি পার্ট ০২.