
31/08/2025
একবার একজন সাহাবী সফরকালে একজন বেদুইনের বাড়িতে আশ্রয় নেন।
বেদুঈনটি তাদেরকে আপ্যায়ন করায় তার একমাত্র ছাগল জ-বাই করে। এই ছাগলের দুধ খেয়ে সেই বেদুঈনের দুই মেয়ে জীবনযাপন করতো।
অতিথিদেরকে নিজেদের শেষ সম্বল দিয়ে আপ্যায়ন করা হলে বেদুঈনের স্ত্রী তার ওপর রাগ করে।
উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আড়াল থেকে এসব শুনেন। তিনি তার দা-সকে জিজ্ঞেস করলেন, "আমাদের কাছে কতো দিনার আছে?"
দা-স জানালো ৫০০ দিনার। আমাদের সময়ের অন্তত ৫০ লক্ষ টাকা!
উবাইদুল্লাহ বললেন, "সবগুলো তাকে দিয়ে দাও।"
তাঁর দা-স অবাক হয়ে জিজ্ঞেস করলো, "মাত্র ৫ দিরহামের ছাগলের জন্য আমরা ৫০০ দিনার দেবো!?"
অর্থাৎ লোকটি হয়তো মাত্র ১০/১৫ হাজার টাকার ছাগল জবাই করে আপ্যায়ন করলো। তার বিনিময়ে তাকে প্রায় ৫০ লক্ষ টাকা দিয়ে দিতে হবে?
উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, "সে আমাদের চেয়েও উদার। আমরা আমাদের সম্পদ থেকে সামান্য অংশ তাকে দিচ্ছি। আর সে তো নিজের স্ত্রী-সন্তানের জীবনের ওপর অগ্রাধিকার দিয়ে আমাদের প্রতি উদারতা দেখিয়েছে!"
তথ্যসূত্র : [উসদুল গাবা - ৩/৪২০]
~ আরিফুল ইসলাম!